বধূর মৃত্যু, ধৃত শ্বশুর-শাশুড়ি
নিজস্ব সংবাদদাতা • বাগদা |
বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁকে আত্মহত্যায় প্রচোনার অভিযোগে শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম নিমাই ও দীপালি বিশ্বাস। সোমবার রাতে বাগদা থানার টাকশালি এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রের খবর, বছর তিনেক আগে বাগদার সিন্দ্রানীর বাসিন্দা সরস্বতী বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় টাকশালির বাসিন্দা নীতিশের। পাত্রপক্ষের দাবিমতো যৌতুকও দেওয়া হয় বলে সরস্বতী দেবীর বাপের বাড়ির দাবি। তাঁদের অভিযোগ, বিয়ের পর আরও ৫০ হাজার টাকা আনার জন্য শ্বশুরবাড়ি থেকে সরস্বতীর উপর চাপ দেওয়া হয়। কিন্তু সরস্বতীদেবী রাজি না হওয়ায় তাঁর উপরে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। পুলিশ জানিয়েছে, গত ১৫ জুলাই সকালে সরস্বতী দেবী কীটনাশক খান। ১৬ জুলাই বনগাঁ মহকুমা হাসপাতালে তিনি মারা যান। এর পরেই সরস্বতী দেবীর মামা জামাই ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। স্বামী পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে। |
বাগদায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রৌঢ়
নিজস্ব সংবাদদাতা • বাগদা |
প্রলোভন দেখিয়ে এক তরুণীকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিশ। সোমবার বাগদা থানার বাগী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। মহম্মদ খোরশেদ নামে ওই ব্যক্তিকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, খোরশেদ ওই তরুণীর প্রতিবেশী। তরুণীর বাবা জানিয়েছেন, কর্মসূত্রে তিনি বিহারে থাকেন। এখানে বাড়িতে স্ত্রী ও মেয়ে থাকেন। গত ২০ জুন মহম্মদ তাঁর মেয়েকে প্রলোভন দেখিয়ে নিজেরে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তরুণীর মেডিক্যাল পরীক্ষা হয়েছে। তিনি অন্তঃসত্ত্বা বলে পুলিশ জানিয়েছে। কিন্তু এত দিন পরে অভিযোগ দায়ের হওয়ার প্রশ্নের মেয়েটির পরিবারের বক্তব্য, প্রথমে সে বাড়ির কাউকে ঘটনাটি জানায়নি। তা ছাড়া তাঁর বাবাও বাড়িতে ছিলেন না। তাঁর বাড়ি ফেরার জন্য অপেক্ষা করা হচ্ছিল। পাশাপাশি বিষয়টি মীমাংসার জন্য তাঁদের বলা হচ্ছিল। কিন্তু তাঁরা মানতে রাজি হননি। বাবা বাড়িতে ফিরে সব জানার পরে অভিযোগ দায়ের করেন। |
বকখালিতে উদ্ধার আরও একজনের দেহ
নিজস্ব সংবাদদাতা • বকখালি |
বকখালির সমুদ্রে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া তিন যুবকের আরও একজনের দেহ উদ্ধার হয়েছে। ইব্রাহিম আলম (২১) নামে ওই যুবকের বাড়ি কলকাতার বেনিয়াপুকুরে। গত রবিবার কলকাতা থেকে ১১ জনের যুবকের একটি দল বকখালিতে বেড়াতে গিয়েছিলেন। সোমবার সকালে সকলেই সমুদ্রে স্নার করতে নামেন। সেই সময়েই তিনজন ডুবে যান। পুলিশ ওই দিন বিকেলে গোলাম মোস্তাফা ২০) ও আব্বাস হোসেন (২১) নামে দু’জনের দেহ উদ্ধার করে। মঙ্গলবার ভোরে উদ্ধার হয় ইব্রাহিমের দেহ। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। |
মিষ্টির টাকা নিয়ে সংঘর্ষে জখম ২০
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
মিষ্টি খাওয়ার টাকা নিয়ে বিবাদে দুই পরিবারের সংঘর্ষে আহত হলেন ২০ জন। চার জন মহিলা-সহ ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে বসিরহাটের মাটনিয়া গ্রামের ঘটনা। উভয়পক্ষই পরস্পরের বিরুদ্ধে বাড়ি-দোকান ভাঙচুর, লুঠপাট ও মহিলাদের মারধরের অভিযোগ করেছে। তবে কেউই লিখিত অভিযোগ করেনি বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় বাসিন্দা নুর মহম্মদের মিষ্টির দোকানে টাকা বাকি রেখেছিলেন তাঁর আত্মীয় আরসাদ মণ্ডল। নুর টাকা চাইলে তা নিয়ে সংঘর্ষ বাধে। |
উদ্ধার সদ্যোজাত
নিজস্ব সংবাদদাতা • কাকদ্বীপ |
সদ্যোজাত এক শিশুকন্যাকে উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে কাকদ্বীপের ময়নাপাড়ায় সেন্ট্রাল ফিশারি কাছে সদ্যোজাতটিকে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে ফিশারির কাছে কান্নার আওয়াজ শুনে বাসিন্দারা গিয়ে দেখেন সেখানে পড়ে আছে একটি শিশুকন্যা। পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে। |
শ্রমিক মৃত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কারখানার ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। গুরুতর জখম আরও এক। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে আগরপাড়ার একটি বিস্কুট কারখানায়। মৃতের নাম তরুণ সেন (৩৫)। পুলিশ জানায়, কারখানার একটি শেডে পিচ চট লাগানোর সময়ে আচমকা পড়ে যান তরুণ। সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। জয়দেব দাস নামে আর এক শ্রমিক হাসপাতালে ভর্তি। |