অস্বাভাবিক মৃত্যু হল এক বেআইনি অর্থলগ্নি সংস্থার এজেন্টের। মৃতার নাম মনোরমা হালদার (৪০)। সোমবার রাতে ডায়মন্ড হারবারের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের বাড়িতে মৃতার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনোরমাদেবী সাত আট বছর ধরে একটি বেআইনি অর্থলগ্নি সংস্থার এজেন্ট হিসেবে কাজ করছিলেন। সারদা-কাণ্ডের পর থেকেই ওই সংস্থার কাজকর্ম প্রায় বন্ধ হয়ে এসেছিল। মনোরমাদেবী যে আমানতকারীদের কাছ থেকে টাকা তুলেছিলেন, কয়েক মাস আগে তাদের অনেকেরই আমানতের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তারা মনোরমাদেবীকে টাকা ফেরত দেওয়ার জন্য তিন চার মাস ধরে চাপাচাপি করছিলেন বলে মৃতার পরিবার সূত্রে খবর। এমনকি, তাঁর মেয়েকে তুলে নিয়ে যাওয়ার ‘হুমকি’ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। তাই মাঝে মধ্যেই গা ঢাকা দিয়ে থাকতে বাধ্য হতেন ওই মহিলা। মৃতার ভাইপো সোমনাথ হালদার বলেন, “কাকিমা গ্রাহকদের টাকা ও নিজের টাকা মিলিয়ে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা ওই সংস্থায় রেখেছিলেন। মাস কয়েক দিন ধরে কয়েকজন আমানতকারী টাকা ফেরত চেয়ে কাকীমাকে হেনস্থা করছিলেন।” প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদেই আত্মঘাতী হয়েছেন ওই মহিলা। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানায়।
সংস্থার ডায়মন্ড হারবার অফিসে গেলে সেখানে তালা ঝুলতে দেখা গিয়েছে। |