লুঠ করে মোবাইল ফোনটা ব্যবহার করতে ছেলেকে নিষেধ করেছিল। কিন্তু দামী মোবাইলের লোভ ছাড়তে পারেনি ছেলে। আর সেটাই কাল হয়ে দাঁড়াল বাবার। মোবাইলে বাবাকে ফোন করার সূত্র ধরেই পুলিশ গ্রেফতার করল ডাকাত দলের পান্ডাকে। বিশ্বনাথ ভট্টাচার্য নামে ওই ব্যক্তি বারাসতে ময়না এলাকার বাসিন্দা। সোমবার রাতে চাঁদপাড়া এলাকায় গাঁজা বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। তার কাছ থেকে ২৩ কিলোগ্রাম গাঁজাও পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, জেরায় বিশ্বনাথ জানিয়েছে, জুলাই মাসে গাইঘাটার বড়া-ঠাকুরনগর এলাকার বাসিন্দা মিলন চক্রবর্তীর বাড়িতে ডাকাতির ঘটনা সে জড়িত ছিল। ১৯৯৫ সাল থেকে সে ডাকাতি শুরু করে। উত্তর ২৪ পরগনা ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় সে ও তার দলবল ডাকাতি করেছে।
ডাকাতির আগে কোথায়, কবে কী ভাবে ডাকাতি করা হবে তার ব্লু-প্রিন্ট তৈরি করতে দলবল নিয়ে সে বৈঠক করত। বৈঠক হত বিভিন্ন আদালত চত্বরে। এর কারণ হিসাবে বিশ্বনাথ জানিয়েছে, পুলিশের নজর এড়াতেই সে এই পরিকল্পনা নিয়েছিল। ঠাকুরনগরে ডাকাতিতে সে দামি মোবাইল পেয়ে যায়। ছেলের পছন্দ হওয়ায় তাকে মোহাইল ফোনটা দিলেও আপাতত ব্যবহার করতে নিষেধ করে দিয়েছিল। কিন্তু লোভ সামলাতে পারেনি ছেলে। বাবাকে ওই মোবাইল থেকেই ফোন করতে শুরু করে সে। আর সেই মোবাইলের সূত্রে ধরেই বিশ্বনাথের খোঁজ পেয়ে যায় পুলিশ। |