এখনও অফিস চত্বরে জমা জল সরেনি পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ-এর নলহাটি প্রকল্প অফিসের। শনিবার থেকে জমা জলে বিপর্যস্ত ছিল অফিস চত্বর।
সোমবার অফিসে এসে প্রকল্প আধিকারিক বিষয়টি নলহাটি পুর-কর্তৃপক্ষের নজরে আনেন। পুরসভা জল নিকাশের জন্য ওই দিন সন্ধ্যায় মাটি কাটার যন্ত্র দিয়ে নিকাশি নালা সংস্কার করে। তাতে যে ভাবে জল বেরিয়েছে, অফিস চত্বরে জমা জল পরিষ্কার হতে যথেষ্ট সময় লাগবে এমনটাই দাবি প্রকল্প আধিকারিক মহম্মদ আলি মল্লিকের। মঙ্গলবার তিনি বলেন, “পুরসভা যা ব্যবস্থা নিয়েছে তা কোনও স্থায়ী সমাধান নয়। সমস্যার সমাধান কীভাবে এবং কোন পথে হবে তা পুরকর্তৃপক্ষ ভাল ভাবেই জানে। সুতরাং তাদেরকেই এই সমস্যা দূর করতে হবে।”
এ দিন দেখা যায়, কর্মীরা অফিসের বাইরে গুটি কয়েক চেয়ারে বসে অফিস করছেন। পুরকর্মীরা জাতীয় সড়কের ধারে ব্যস্ত জল নিকাশের কাজে। ধীর গতিতে জলও বেরচ্ছে। পুরপ্রধান রাজেন্দ্র প্রসাদ সিংহ বলেন, “স্থায়ী সমাধান কি একদিনে হয়? আগে জলটা বের হোক। তারপরে স্থায়ী সমাধানের পথ দেখা যাবে।” তবে স্থায়ী সমাধানের জন্য অবৈধ ভাবে নিকাশি নালার উপরে তৈরি হওয়া পাকা বাড়ি এবং দোকানঘরগুলি কি ভাঙা হবে? পুরপ্রধান বলেন, “প্রয়োজন পড়লে তাও করতে হবে।” |