খারাপ ট্রান্সফর্মার বাতিলের দাবিতে রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির অস্থায়ী কর্মীদের দিনভর আটকে রাখলেন গ্রামবাসীদের একাংশ। রামপুরহাট থানার পানিশাইল গ্রামের ঘটনা। ট্রান্সফর্মার খারাপ রয়েছে। খবর পেয়ে মঙ্গলবার বেলা ১১টার সময় অস্থায়ী কর্মীরা এলাকায় যান। তখনই গ্রামবাসীরা দুই কর্মীকে আটকে রাখেন। গ্রামবাসীরা নিজেদের দাবিতে অনড় থাকায় পুলিশ গিয়ে প্রথমে এলাকা থেকে চলে আসে। পরে রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির অন্য বিভাগের চার জন অস্থায়ী কর্মী একটি গাড়ি নিয়ে এলাকায় পৌঁছালে গ্রামবাসীরা আগের দুই কর্মীকে ছেড়ে দেন এবং পরে যাওয়া চার কর্মী ও চালককে আটক করে রাখেন। অভিযোগ, “এক সপ্তাহ আগে গ্রামের ৬৩ কেভি ট্রান্সফর্মার বদল করা হলেও প্রথম থেকেই ট্রান্সফর্মারে যান্ত্রিক ত্রুটি ছিল। তিনদিন আগে বিদ্যুৎ সাপ্লাই অফিসে খবর দিলেও সেখান থেকে সদর্থক ভূমিকা নিতে দেখা যায়নি।
এ দিন সকালে বিদ্যুৎ কর্মীদের হাতের নাগালের মধ্যে পেয়ে আটকে রাখেন বাসিন্দারা। রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির রামপুরহাট গ্রাহক পরিসেবা কেন্দ্রের সহকারী বাস্তুকার সূর্যপ্রকাশ সিংহ বলেন, “ওই গ্রামে খরিপ মরসুমে নতুন ট্রান্সফর্মার দেওয়া হয়েছিল। গ্রামে বাড়িতে এবং চাষের কাজে অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার কার হত। এর ফলে বারবার ট্রান্সফর্মার পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। নতুন ট্রান্সফর্মার বদলের ব্যাপারে ঊর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে কথা বলব।” |