একটু বৃষ্টিতেই জল জমে যেত পাতিপুকুর আন্ডারপাসে। সেই সঙ্গে ছিল নিত্যদিনের যানজট। এই জোড়া সমস্যা থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে ওই আন্ডারপাসের পাশেই ১৯ কোটি টাকা ব্যয়ে তৈরি হয় নতুন আন্ডারপাস। ঘটা করে তার উদ্বোধন হয়েছিল গত বছরের জুলাইয়ে। কিন্তু এক বছর না কাটতেই অতি বৃষ্টিতে জল জমার কারণে বন্ধ করে দিতে হল সেই নতুন আন্ডারপাস। স্বভাবতই প্রশ্ন উঠেছে, যে সমস্যা মেটাতে ১৯ কোটি টাকা ব্যয়ে নতুন আন্ডারপাস হল, তার সুফল সাধারণ মানুষ পেলেন কোথায়।
গত কয়েক দিনের বৃষ্টিতেই বেহাল দশা পাতিপুকুর নতুন আন্ডারপাসের। তার উপরে গত বুধবার রাত থেকে টানা বৃষ্টিতে সেটির এমনই হাল যে বন্ধই করে দিতে হয়েছে। ফলে, ওই এলাকায় ফিরে এসেছে পুরনো ছবি। পুরনো আন্ডারপাসের নীচে প্রায় হাঁটু জল। সেই জল ভেঙে যেতে গিয়ে খারাপ হয়ে যাচ্ছে গাড়ি। |
এমনই হাল পাতিপুকুর আন্ডারপাসের। ছবি: স্বাতী চক্রবর্তী |
যশোহর রোডে পাতিপুকুর এলাকায় ফের গাড়ির লম্বা লাইন। অথচ, ওই পুরনো ভাঙাচোরা আন্ডারপাসের পাশেই বন্ধ হয়ে পড়ে রয়েছে নতুন আন্ডারপাসটি। লেকটাউন এলাকার এক বাসিন্দা অনির্বাণ ঘোষ বলেন, “বর্ষাতেই যদি নতুন আন্ডারপাস বন্ধ থাকে, তা হলে এটি তৈরি হয়ে লাভ কী হল?”
২০১২-র ১ জুলাই ঘটা করে উদ্বোধন হয়েছিল ওই আন্ডারপাসের। তৎকালীন রেলমন্ত্রী মুকুল রায় উদ্বোধন করে জানিয়েছিলেন, আন্ডারপাসটি চালু হলে এলাকার দীর্ঘ দিনের যানজটের সমস্যা মিটবে। বৃষ্টিতে নতুন আন্ডারপাসে জল জমবে না। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং এলাকার বিধায়ক সুজিত বসু। ওই আন্ডারপাস তৈরিতে কংক্রিটের রাস্তার উপরে বসানো হয়েছিল ম্যাস্টিক অ্যাসফল্ট। ২০০১ সালে বাম জমানায় ওই আন্ডারপাসের শিলান্যাস হলেও তারা কাজ শেষ করে যেতে পারেনি। তৃণমূল ক্ষমতায় এসে কয়েক মাসের মধ্যেই সেই কাজ শেষ করে।
কিন্তু বছর না ঘুরতেই দেখা গিয়েছে, আন্ডারপাসের বহু জায়গায় ম্যাস্টিক অ্যাসফল্ট উঠে গিয়েছে। আন্ডারপাস উদ্বোধনের মাস কয়েকের মধ্যেই গত বর্ষাতেও ওই রাস্তার কিছু জায়গায় ম্যাস্টিক অ্যাসফল্ট উঠে গিয়েছিল। কিন্তু দ্রুত মেরামতি হওয়ায় আন্ডারপাসটি বন্ধ করতে হয়নি। কিন্তু চলতি বর্ষায় আন্ডারপাসটিতে জল জমায় ও রাস্তার ম্যাস্টিক অ্যাসফল্ট উঠে গিয়ে গর্ত হয়ে যাওয়ায় সেটি শেষ পর্যন্ত বন্ধই করে দিতে হল। |
কেন এক বছরেই এমন বেহাল দশা? ফিরহাদ হাকিম বলেন, “ওই আন্ডারপাসের নিকাশি ব্যবস্থা ঠিক করা দরকার। তা ঠিক না থাকায় জল জমে ম্যাস্টিক অ্যাসফল্ট ভেঙে দিচ্ছে।” কিন্তু নিকাশি ব্যবস্থা ঠিক না করেই কেন চালু হল নতুন আন্ডারপাস? ফিরহাদের যুক্তি, “আন্ডারপাসের জল যে নিকাশি নালায় গিয়ে পড়ে, তাতে ত্রুটি রয়েছে। ফলে জমা জল বেরোতে পারছে না। নিকাশি নালা ত্রুটিমুক্ত করা জরুরি।”
আন্ডারপাসের জল যে নিকাশি নালায় গিয়ে পড়ছে, সেটি মেরামতির দায়িত্ব দক্ষিণ দমদম পুরসভার। তার ভাইস চেয়ারম্যান তথা এলাকার বিধায়ক সুজিত বসু বলেন, “নিকাশি নালার ত্রুটি সারানো শুরু হয়েছে। আপাতত যাতে জল না জমে, সে কারণে দু’টি অতিরিক্ত পাম্প বসানো হয়েছে। ফলে আন্ডারপাসে নতুন করে জল জমছে না। আন্ডারপাসটি কিছু দিনের মধ্যেই খুলে দেওয়া হবে।”
|