সাধারণের জন্য খুলে দেওয়া হল পাতিপুকুর আন্ডারপাস
দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে সাধারণ মানুষদের জন্য খুলে যাচ্ছে পাতিপুকুর আন্ডারপাস। রবিবার বিকেলে এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মুকুল রায়, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, এলাকার বিধায়ক সুজিত বসু, বিধায়ক মালা সাহা, কেএমডিএ-এর চিফ এগ্জিকিউটিভ অফিসার বিবেক ভরদ্বাজ-সহ অন্যান্য আধিকারিকেরা। কেএমডিএ সূত্রে খবর, আন্ডারপাসটি দৈর্ঘ্যে ৩৩.৫৪ ও প্রস্থে ২০.৮ মিটার। পথচারীদের জন্য ১.৫ মিটার প্রশস্ত ফুটপাথও নির্মাণ করা হয়েছে। টানেলে রয়েছে আলোর ব্যবস্থাও। এই প্রকল্পে আনুমানিক ব্যয় হয়েছে ১৯ কোটি টাকা। কেএমডিএ-র আধিকারিকেরা জানিয়েছেন, এই আন্ডারপাসের নীচ দিয়ে বিদ্যুতের কেব্ল যাওয়ায় খুব সাবধানে কাজ এগোতে হয়েছে।
উদ্বোধনের পরে সেই আন্ডারপাস। রবিবার। ছবি: সুদীপ্ত ভৌমিক
রেলমন্ত্রী এ দিন আন্ডারপাসটি উদ্বোধন করে বলেন, “এই আন্ডারপাস চালু হয়ে গেলে পাতিপুকুরে দীর্ঘদিনের যানজটের সমস্যার সমাধান হবে। গত কয়েক বছরে এর কাজ কার্যত কিছুই হয়নি। এই সরকার আসায় কাজের গতি বেড়েছে।” পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “সরকারে এসে দেখি, আন্ডারপাসের কাজ প্রায় কিছুই এগোয়নি। তখন আমরা কেএমডিএ-র সঙ্গে কথা বলি। কোথায় কী অসুবিধা জেনে, এক বছরের কাজ শেষ করতে বলি। এক বছরের আগেই অবশ্য আন্ডারপাস তৈরি হয়ে গিয়েছে।” মন্ত্রীর দাবি, শহরে কোনও প্রকল্পের শিলান্যাস করা তাদের লক্ষ্য নয়, এই সরকারের লক্ষ্য দ্রুত সে সব প্রকল্পের উদ্বোধন করা। মন্ত্রীর আরও দাবি, বাইপাসের ফ্লাইওভার ২০১৩-র অগস্টের মধ্যে শেষ হয়ে যাবে। এলাকার বিধায়ক সুজিতবাবু বলেন, “বাম আমলে এই আন্ডারপাসের দু’বার শিল্যানাস হয়েছে। প্রথমে ২০০১ সালে। পরে আরও এক বার হয়। কিন্তু কাজ হয়নি কিছুই। তৃণমূল সরকারে আসার পরে পুরমন্ত্রীকে আমরা বিষয়টি জানালে কাজের গতি বাড়ে।” যদিও বাম আমলে এই কাজ না এগোনোর অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। তিনি বলেন, “তৃণমূলের এই অভিযোগ মিথ্যা। আমাদের আমলে ৮০ শতাংশ কাজই হয়ে গিয়েছিল। শুধু রেলের অসহযোহিতার জন্য কাজ থমকে যায়। যতটুকু কাজ বাকি ছিল, তা আরও দ্রুত শেষ করা উচিত ছিল। এত দেরি হল কেন?” তিনি আরও বলেন, “আমাদের প্রায় শেষ হওয়া প্রকল্প এখন তৃণমূল শেষ করছে। তার পরে নিজেরাই পুরো কৃতিত্ব নিচ্ছে।”
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.