টুকরো খবর |
দেহাবশেষ উদ্ধার গামারিয়া জঙ্গলে
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
জঙ্গল থেকে ফের দু’টি দেহাবশেষ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার ঝাড়গ্রামের গামারিয়া জঙ্গল থেকে ওই দেহাবশেষ উদ্ধার হয়। পুলিশের দাবি, একটি দেহাবশেষ ঝাড়গ্রামের চন্দ্রি অঞ্চলের চাতরপাদা গ্রামের পেশায় দিনমজুর শচীন খিলাড়ি’র (৩০)। অন্যটি জামবনির পরশুলি গ্রামের পেশায় চাষি উপেন্দ্রনাথ মাহাতোর (৪৫)। শচীন ও উপেন্দ্রনাথের মধ্যে সখ্যতা ছিল। বছর তিনেক আগে দু’জনে অপহৃত হন। এ দিন পোশাকের অবশেষ ও চটি দেখে দেহাবশেষ দু’টি শনাক্ত করেন পরিজনেরা। ঝাড়গ্রামের এসপি ভারতী ঘোষ জানান, জেলবন্দি দুই মাওবাদী দেবদুলাল মাহাতো ও গৌতম রানাকে জেরা করে পুলিশ জানতে পারে চর সন্দেহে শচীনবাবু ও উপেন্দ্রনাথবাবুকে অপহরণ করে খুন করেছিল মাওবাদী-জনগণের কমিটির লোকেরা। এ দিন দেবদুলাল ও গৌতমকে জঙ্গলে নিয়ে গিয়ে হাড়গোড়গুলি উদ্ধার করা হয়। শচীনবাবুর দেহাবশেষ শনাক্ত করেন তাঁর স্ত্রী মেনকা খিলাড়ি। উপেন্দ্রনাথবাবুর দেহাবশেষ শনাক্ত করেন তাঁর স্ত্রী স্নেহলতা মাহাতো। পুলিশ জানিয়েছে, পরিচয় নিশ্চিত হওয়ার জন্য হাড়গোড়ের ডিএনএ পরীক্ষা করানো হবে। শচীনবাবুর স্ত্রী মেনকা খিলাড়ি বলেন, “২০১০ সালের অগস্টে ব্যক্তিগত প্রয়োজনে ঝাড়গ্রামের সাপধরায় গিয়েছিলেন আমার স্বামী। তারপর থেকেই তাঁর খোঁজ নেই।” উপেন্দ্রনাথবাবুর স্ত্রী স্নেহলতা মাহাতোর বক্তব্য, “বছর তিনেক আগে মাওবাদীরা বাড়িতে এসে আমার স্বামীকে হুমকি দিয়ে গিয়েছিল। তারপর হঠাৎই একদিন আমার স্বামী নিখোঁজ হয়ে যান।”
|
ইঞ্জিনিয়ারিং কলেজে গোলমাল
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
হস্টেলে নিরাপত্তার দাবি জানিয়ে বৃহস্পতিবার ক্লাস বয়কট করল হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির তৃতীয় বর্ষের পড়ুয়ারা। বুধবার রাত সাড়ে দশটা নাগাদ কলেজ হস্টেলে চতুর্থ বর্ষের ছাত্রদের সঙ্গে তৃতীয় বর্ষের ছাত্রদের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। তারই প্রতিবাদে এ দিনের ক্লাস বয়কট। কলেজ সূত্রে জানা গিয়েছে, তৃতীয় বর্ষের ছাত্রাবাস ‘গ্যালেলিও হল অফ রেসিডেন্স-এর পরেই রয়েছে চতুর্থ বর্ষের ছাত্রাবাস ‘এপিসি হল অফ রেসিডেন্স’। বুধবার রাতে চতুর্থ বর্ষের ছাত্ররা তৃতীয় বর্ষের ছাত্রাবাসের পাশ দিয়ে যাওয়ার সময় ভেসে আসে কটূক্তি। তখন চতুর্থ বর্ষের ছাত্ররা চড়াও হয় তৃতীয় বর্ষের পড়ুয়াদের ওপর। প্রথমে বচসা থেকে হাতাহাতি ও তারপরে সংঘর্ষ। এর পর ছাত্রাবাসের জানালায় ইট ছুড়ে ভাঙচুর চালায় তারা। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কলেজের অধ্যাপক ও হস্টেল সুপারেরা। ছাত্রদের থামাতে গিয়ে আহত হন তাঁরাও। পৌঁছয় হলদিয়া থানার পুলিশ। আটক করে নিয়ে যাওয়া হয় দু’পক্ষেরই প্রায় ৩০ জন পড়ুয়াকে। পরে ছেড়ে দেওয়া হয়।
|
জেল হাজতে সুদীপ্ত সেন
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
|
৫ দিনের জন্য পুলিশ হেফাজতে পেলেও পূর্ব মেদিনীপুর জেলা এনফোর্সমেন্ট দফতর এক দিনেই জেরা শেষ করে সারদা কর্তা সুদীপ্ত সেনকে বৃহস্পতিবার কাঁথি আদালতে তুলল। কাঁথি আদালতের এসিজেএম কুমকুম চট্টোপাধ্যায় সুদীপ্ত সেনকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। বুধবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল জেল থেকে সুদীপ্ত সেনকে কাঁথি আদালতে এসিজেএম কুমকুম চট্টোপাধ্যায়ের এজলাসে হাজির করা হয়েছিল। সেখানে কাঁথি থানার ২টি, এগরা থানার ৩টি ও খেজুরি থানার ১টি মোট ৬টি মামলার তদন্তের জন্য সুদীপ্তকে নিজেদের হেফাজতে চেয়েছিল জেলা এনফোর্সমেন্ট বিভাগ। সেই মতো বিচারক পাঁচ দিনের জন্য কাঁথি থানার পুলিশ হেফাজতে পাঠিয়েছিলেন সুদীপ্তকে।
পুরনো খবর: একটি মামলায় জামিন সুদীপ্তের
|
বাইশে শ্রাবণ স্মরণ পূর্বে
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হল পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। বৃহস্পতিবার সকালে তমলুক শহরের জেলা গ্রন্থাগার প্রাঙ্গণে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন ও তমলুক জেলা গ্রন্থাগার কর্তৃপক্ষ। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান, রবীন্দ্রসঙ্গীত পরিবেশন ও রবীন্দ্রনাথ বিষয়ক আলোচনা সভা হয়। এই উপলক্ষে জেলা গ্রন্থাগার চত্বরে করবী চারা রোপণ করা হয়। তমলুক হ্যামিল্টন স্কুলের প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠান হয়।
|
পরিদর্শককে ঘেরাও শিক্ষক সংগঠনের
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে অবর বিদ্যালয় পরিদর্শককে ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠন। বৃহস্পতিবার দুপুরে হলদিয়ার সুতাহাটায় বিদ্যালয় পরিদর্শককে তাঁর অফিসে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন ‘ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনে’র জনা চল্লিশেক সদস্য। যদিও অবর বিদ্যালয় পরিদর্শক অমৃত সামন্তের দাবি, “দু’জন শিক্ষক নেতার দুর্নীতি ধরেছি। তাই পরিকল্পিত ভাবে পাল্টা অভিযোগ তোলা হচ্ছে।”
|
প্রতারণা, ধৃত বৃদ্ধ
নিজস্ব সংবাদদাতা • এগরা |
রাজ্য স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগে এক বৃদ্ধকে ধরল পুলিশ। পটাশপুর থানা এলাকার পালপাড়া গ্রামের বাসিন্দা ধৃত গৌরেন্দু দাস অধিকারীকে বৃহস্পতিবার কাঁথি আদালতে তোলা হলে চোদ্দো দিন জেল হাজত হয়। প্রতারণায় অভিযুক্ত ধৃতের মেয়ে সোমা দাস অধিকারী ও দুই আত্মীয়। তাঁরা পলাতক।
|
নয়াগ্রামে দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
বৃহস্পতিবার নয়াগ্রাম থানার নিগুই এলাকা থেকে বছর পঞ্চাশের অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহটি বড়পাট-খড়িকামাথানি রাস্তায় পড়েছিল।
|
দুর্গতদের সাহায্য |
উত্তরাখণ্ডে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা টাকা সংগ্রহ করলেন। বৃহস্পতিবার বলাকা মঞ্চে এক অনুষ্ঠানে তাপবিদ্যু কেন্দ্রের টেকনিক্যাল সুপারভাইজিং স্টাফ অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংগৃহীত ৬৭ হাজার ৪৯৩ টাকা তুলে দেওয়া হয় রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠের মহারাজ স্বামী অরিময়ানন্দের হাতে। |
|