নবসের কথায়, “আমরা কী করে আশা করি যে এই মেয়েরা ওদের থেকে স্বাস্থবান আর শক্তিশালী ইউরোপীয় টিমগুলোকে হারাবে? তা সত্ত্বেও যে ওরা ব্রোঞ্জ জিতেছে এটা বিরাট ব্যাপার।” নিজের দুই মেয়ে অস্ট্রেলীয় সিস্টেমে হকি শিখছে এবং স্কিলের সঙ্গে সেখানে পুষ্টি আর স্বাস্থটাও ট্রেনিংয়েরই অঙ্গ, জানিয়েছেন নবস। ভারতের সঙ্গে তুলনা টেনে বলেছেন, “মানছি, ভারতীয় মেয়েদের মধ্যে রক্তাল্পতা একটা জটিল সমস্যা। কিন্তু ওদের ঠিকমতো দেখভাল আর বিজ্ঞানসম্মত ট্রেনিং ভীষণ জরুরি। ওদের নানা পুরস্কার আর টাকা দেওয়া হচ্ছে এটা ভাল কথা। কিন্তু আমি বলব, সবার আগে ওদের স্বাস্থের দিকটায় নজর দেওয়া হোক।”
|