টুকরো খবর
চতুর্থ বিদেশি ছাড়াই আবাসিক শিবিরে বাগান
ওডাফা ওকোলিদের আবাসিক শিবির শুরু হয়ে গেলেও চতুর্থ বিদেশি ট্রায়াল দিতে কবে আসবে তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল! মোহন কর্তারা চেয়েছিলেন, চার জন বিদেশিকেই আবাসিক শিবিরে পাঠাতে। সে জন্য আবাসিক শিবির পিছিয়ে যায় বেশ কয়েক বার। চতুর্থ বিদেশির জন্য মোহন কোচ করিম বেঞ্চারিফা মোট ১৫ জনের তালিকা থেকে ট্রায়ালের জন্য বেছে নিয়েছিলেন ক্যামেরুনের পল এমিলে বিয়াগা ও আইভরি কোস্টের আবু কোনে-কে। আবাসিক শিবির শুরুর আগে এই দুই ফুটবলারের থেকে এক জনকে বেছে নেওয়ার কথা ছিল করিমের।
দুর্গাপুরে আবাসিক শিবিরে পৌঁছল মোহনবাগান দল। অনুশীলনে ওডাফা ও কোচ করিম।
কিন্তু পল বা আবু কেউই এখনও শহরে পৌঁছতে পারেননি। তাঁদের নাকি ভিসা সমস্যা হচ্ছে। উল্টে হঠাৎ কোথা থেকে নাইজিরিয়ার অ্যামব্রোজ এজে ওচা বলে একজন স্ট্রাইকার এসে যোগ দিয়েছেন। দুপুরে হঠাৎ করেই আবির্ভাব হয় নাইজিরিয়ান ফুটবলারটির। তাঁকে বিমানবন্দর থেকে সরাসরি দুর্গাপুরেই পাঠানো হয়। এ দিন সকালে মোহনবাগান মাঠে অনুশীলন করে দুর্গাপুরের উদ্দেশে রওনা হয় পুরো বাগান টিম। বিকেলে মোহনবাগানের অনুশীলন হয়। আবাসিক শিবির চলবে ১৭ অগস্ট পর্যন্ত।

ওপারা এলেন, ফালোপার চোখ এএফসি-তে
হাতে রয়েছে ৪০ দিন। তারপরেই এএফসি কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। তার জন্য চার ধাপ অনুশীলনের পরিকল্পনা লাল-হলুদের ব্রাজিলিয়ান কোচ মার্কোস ফালোপার। কী সেই অনুশীলন? প্রথম দশ দিনে চিডি, মোগা এবং ওপারাকে সম্পূর্ণ ম্যাচফিট করা। পরের দশ দিন বিদেশিদের নিয়ে কম্বিনেশন প্র্যাক্টিস। তৃতীয় ধাপে জাতীয় দল ও স্থানীয় ফুটবলারদের নিয়ে আলাদা অনুশীলন। শেষ ধাপে প্রথম এগারোর কম্বিনেশন প্র্যাক্টিস। বৃহস্পতিবার সকালে যুবভারতীতে শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলা টিএফএ-র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলল ইস্টবেঙ্গল। জিতল ৩-০। যদিও টিএফএ-র বাচ্চাদের বিরুদ্ধে চিডিকে খেলাননি কোচ। মোগাকে শেষের দিকে নামালেও, বাড়তি চাপ দিলেন না। বিকেলে দু’জনকে নিয়ে আলাদা করে জিম করালেন ক্লাবে। ইস্টবেঙ্গল কোচ বলছেন, “ফিট হতে আরও ১০ দিন সময় লাগবে চিডি-মোগার। ওরা যত দিন না পুরো ফিট হচ্ছে, তত দিন ফিজিক্যাল ট্রেনিংয়ের দিকেই বেশি জোর দেব।” এ দিকে বিকেলেই শহরে ঢুকে পড়লেন ওপারা। শনিবার তিনি প্রথম অনুশীলনে নামবেন। এ দিকে, কোভারম্যান্সের জাতীয় শিবিরে যোগ দিতে বিকেলেই শহর ছাড়লেন দলের পাঁচ ফুটবলার মেহতাব, অর্ণব, তুলুঙ্গা, লালরিন্দিকা এবং রাজু।

সাসপেনশন-মুক্তি বি এইচ এ-র
আগামী ছ’মাসের মধ্যে সমস্ত অনিয়ম শুধরে ফেলার প্রতিশ্রুতি আদায় করে বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের (বিএইচএ) উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল হকি ইন্ডিয়া। ফলে বিএইচএ আবার হকি ইন্ডিয়ার অ্যাসোসিয়েট সদস্যপদ ফিরে পেল। এ দিন বিএইচএ-র প্রেসিডেন্ট গৌতম মোহন চক্রবর্তী, সচিব সলিল বসু এবং ভাইস প্রেসিডেন্ট নুমি মেহতার সঙ্গে আলোচনায় বসেন হকি ইন্ডিয়ার কর্তারা। হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল নরেন্দ্র বাত্রা জানিয়ে দেন, গৌতমবাবুরা সব সমস্যা মিটিয়ে ফেলার জন্য ছ’মাস সময় চেয়েছেন।

ইপিএলের দূত ধোনি
ফুটবলের মঞ্চে প্রবেশ করলেন ‘ক্যাপ্টেন কুল’। ভারতে ইউরোপীয় ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হলেন মহেন্দ্র সিংহ ধোনি। নিজের পছন্দের ফুটবল দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হলেও গোটা ইপিএলের প্রতিই ভালোবাসার জন্য প্রচারে নাকি রাজি হয়েছেন ভারত অধিনায়ক। “ইপিএল আমার খুব পছন্দের ফুটবল লিগ। ক্রিকেট নিয়ে ব্যস্ত না থাকলে আমি সব সময় ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে মজে থাকি। ক্রিকেট ছাড়াও আমি চাই ভারতীয়রা অন্য খেলাও ভাল করে উপভোগ করুক,” বলেছেন ধোনি। এ মরসুমে ইপিএল ম্যাচগুলোর টাটকা টিভি সম্প্রচারে হিন্দিতে ধারাভাষ্য দেওয়া হবে।

গোল লাইন প্রযুক্তি এ বার মাঠে
ইতিহাসের মুখে দাঁড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ। আগামী মরসুমে প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচে সর্বপ্রথম গোল লাইন প্রযুক্তি ব্যবহার করা হতে চলেছে। যে ‘গোল ডিসিশন সিস্টেম’ (হক আই) ব্যবহার করা হবে তাতে থাকবে চোদ্দোটি ক্যামেরা। গোল হলে কয়েক মিনিটের মধ্যেই রেফারির পরা ঘড়ির মধ্যে সিগন্যাল চলে যাবে। এই প্রযুক্তি প্রথম ব্যবহার করা হবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম উইগানের কমিউনিটি শিল্ড ম্যাচে।

ভারত-এ হারল
দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ‘এ’-র কাছে হারল ভারত ‘এ’। বৃহস্পতিবার চেতেশ্বর পূজারার নেতৃত্বাধীন দল হারল সাত রানে। টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠালে তারা ২৯৮-৮ তোলে। বাংলার পেসার মহম্মদ সামি দু’টি উইকেট নেন। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ওপেনার রোহিত শর্মা ৬৬, সুরেশ রায়না ৮৩ ও অম্বাতি রায়ডু ৭০ রান করলেও ৫০ ওভারে ২৯১-৮-এর বেশি এগোতে পারেননি তাঁরা।

শহরে জাতীয় স্তরের দাবা
জাতীয় সাব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ চলছে বিধান শিশু উদ্যানে। ফাইনাল ১৪ অগস্ট। গোটা দেশ থেকে অংশ নেওয়া ২৩৭ জন খুদে দাবাড়ুর মধ্যে ৯৭ জন বালিকা। বাংলার অলিম্পিয়ান শু্যটার জয়দীপ কর্মকারের বিরুদ্ধে বোর্ডে চাল দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিভাবান দাবাড়ু দীপ্তায়ন ঘোষ। উপস্থিত ছিলেন বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া-ও। ওপেন ক্যাটেগরির বালক বিভাগে ফেভারিট দীপ্তায়ন ছাড়াও মুরলী কার্তিকেয়ন ও অরবিন্দ চিদম্বরম।

পর্বতারোহীদের জন্য আশ্বাস
পর্বতারোহীরাও যাতে ‘খেলোয়াড় কোটা’-য় কেন্দ্রীয় সরকারের চাকরি পান, সরকার সেই ব্যাপারে কেন্দ্রকে অনুরোধ করবে। এ দিন রাজ্যের পর্বতারোহীদের এই আশ্বাস দেন রাজ্যের যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। ‘ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশন’-এর অনুষ্ঠানে মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান, কবাডি, খো-খো, পর্বতারোহণও এ রাজ্যে জনপ্রিয় হয়ে উঠুক।

সমাজসেবায় টোলগেরা
অভিনব উদ্যোগ নিয়েছেন মহমেডান কোচ কোচ আবদুল আজিজ। সাদা-কালো কোচের ইচ্ছেতেই এ বার অনাথ শিশুদের পাশে দাঁড়ালেন টোলগে, ধনরাজন, লুসিয়ানো, জোসিমাররা। মহমেডানের প্রতিটি ফুটবলারই বেতন থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী টাকা জমিয়ে সেটা দিচ্ছেন বিভিন্ন অনাথ আশ্রমকে। বৃহস্পতিবার যেমন পেনরা সেই টাকা তুলে দিলেন ‘ক্যালকাটা মুসলিম অরফানেজ’-এর হাতে।

সমরেশ বেনিফিট ম্যাচ
সাতের দশকের তারকা ফুটবলার সমরেশ চৌধুরীর জন্য ১১ অগস্ট বেনিফিট ম্যাচের আয়োজন করেছে চন্দননগর আইডিয়াল কালচারাল সেন্টার। সেখানে খেলবেন প্রাক্তন ফুটবলার ও টলিউডের তারকারা। বৃহস্পতিবার ক্রীড়া সাংবাদিক ক্লাবে গৌতম সরকার, সুমিত মুখোপাধ্যায়দের পাশে বসিয়ে সমরেশ বলেও দিলেন, “এটা আমার কাছে বড় ব্যাপার। কে কী দিল বড় কথা নয়। সম্মানটাই আসল কথা।”

অন্য খেলায়
ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি-র উদ্যোগে দৃষ্টিহীনদের জন্য রাজ্য সাঁতার ১০ অগস্ট, শনিবার, সকাল সাড়ে দশটা থেকে সংস্থার পুলে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.