ম্যাচ শুরুর আগে মোরিনহোর থেকে ‘নকল’ রোনাল্ডোর তকমা পেয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। কিন্তু ম্যাচে সেরা পারফরম্যান্স দিয়ে মোরিনহোর কটাক্ষর জবাবটা যেন দিয়ে গেলেন। পরে রোনাল্ডো বলেন, “আমি কথা মাঠের ভিতরে বলি। বাইরে কে কী বলল, তাতে আমার কিছু যায়-আসে না। আমার কাজ রিয়াল মাদ্রিদকে জিততে সাহায্য করা। এ ছাড়া কিছু নয়।” শুধু মাত্র রোনাল্ডো নয়। মোরিনহোর সঙ্গে ‘রিইউনিয়ন’-এ প্রাক্তন ম্যানেজারকে ‘হ্যালো’ পর্যন্ত বললেন না সের্জিও র্যামোস। “মোরিনহোর সঙ্গে আমি কোনও কথা বলিনি। কিন্তু ওঁর বিরুদ্ধে আমার কোনও ক্ষোভ নেই। ক্ষোভ তো হেরোরা করে থাকে,” বলেন র্যামোস। রিয়ালের কাছে ম্যাচ হারার পরেই আবার সুর বদল মোরিনহোর। এ বার নিজের প্রাক্তন ছাত্রের প্রশংসায় পঞ্চমুখ চেলসির কোচ বলেন, “রোনাল্ডোর গোল করা নতুন কিছু নয়। বরং ও গোল না করলেই খবর হয়।” সঙ্গে ‘নকল’ তকমা অন্য রঙে পেশ করার জন্য সংবাদমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ এনে মোরিনহো যোগ করেন, “তোমরা কী ভেবেছ সেটা তোমাদের কল্পনা। আমি স্রেফ বলতে চেয়েছিলাম, যেহেতু ব্রাজিলের রোনাল্ডোই সিনিয়র, তাই আমার কাছে ও-ই আসল রোনাল্ডো।” |
|
মোরিনহো বনাম রোনাল্ডো |
• চেলসি ম্যানেজার থাকাকালীন
দু’জনের দেখা হয়েছে ৮ বার।
মোরিনহোর জয় ৪,
রোনাল্ডোর ম্যাঞ্চেস্টার জেতে দু’ বার। |
• মোরিনহো চেলসির কোচ
থাকাকালীন রোনাল্ডো
কোনও
গোল
করতে পারেননি
তাঁর দলের বিরুদ্ধে। |
• ইন্টার মিলানের ম্যানেজার থাকাকালীন ২০০৮-০৯
চ্যাম্পিয়ন্স লিগে
রোনাল্ডোর
ম্যান ইউয়ের বিরুদ্ধে
প্রি-কোয়ার্টারে
দেখা হয় মোরিনহোর।
দু’পর্ব মিলিয়ে
ম্যাঞ্চেস্টার জেতে ২-০।
দ্বিতীয় পর্বে গোল ছিল রোনাল্ডোর। |
|