এসি মিলানকে ২-০ হারিয়ে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপ ফাইনালে সদ্য ছেড়ে আসা রিয়াল মাদ্রিদের মুখোমুখি হোসে মোরিনহোর চেলসি। কিন্তু মাঠের যুদ্ধ শুরুর আগেই নিজের প্রাক্তন ছাত্রের সঙ্গে নতুন বাক্যুদ্ধে জড়িয়ে পড়লেন ‘দ্য স্পেশ্যাল ওয়ান’।
রিয়ালের কোচ থাকাকালীন যাঁকে বিশ্বসেরা ফুটবলার বলেছিলেন, ক্লাব ছাড়ার পর সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ‘সবজান্তা’ বলে ব্যঙ্গ করেছিলেন মোরিনহো। এ দিন তাঁকে আবার কটাক্ষ করলেন চেলসি কোচ। তা-ও আবার ব্রাজিলের রোনাল্ডোর সঙ্গে তুলনা করে। এসি মিলানের সঙ্গে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ব্রাজিল কিংবদন্তিকে ‘আসল’ রোনাল্ডো বলে সম্বোধন করে মোরিনহো বলেন, “তিরিশ বছর বয়স থেকেই আমি সহকারী কোচ হয়ে রোনাল্ডোর মতো বড় ফুটবলারদের সঙ্গে কাজ করেছি। রোনাল্ডো মানে ক্রিশ্চিয়ানো না, আসল ব্রাজিলিয়ান রোনাল্ডো।” |
এই মন্তব্যের পরেই বিতর্কের শুরু। ব্রিটিশ প্রচারমাধ্যম মোরিনহোর এই উত্তরকে ‘চতুর চাল’ বলে তকমা দেয়। লড়াইটা অবশ্য একতরফা হয়নি। ডিফেন্ডারদের কাটিয়ে গোল করার মতোই মোরিনহোর ছোড়া ইঁটের জবাব পাথর দিয়েই দিলেন রোনাল্ডো। লস অ্যাঞ্জেলেসে অনুশীলন সেরে ‘মোরিনহো’ প্রসঙ্গ নিয়ে সিআর সেভেনের মন্তব্য, “যে থালায় খাই, সেই থালা আমি নোংরা করি না। যে করে সে করে। তাই এ সব কথায় আমার কিছু যায় আসে না।” সঙ্গে চেলসির বিরুদ্ধে ফাইনাল নিয়ে রোনাল্ডো বলেন, “আমরা চেলসির সঙ্গে খেলব। মোরিনহোর সঙ্গে নয়। কোচ নয়, বিপক্ষ দল নিয়েই বেশি চিন্তিত আমরা।”
রোনাল্ডো-মোরিনহো বিবাদ নতুন কিছু নয়। গত মরসুমে রিয়ালের কোচ থাকাকালীনও রোনাল্ডোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন মোরিনহো। কিন্তু আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালের আগে ফুটবলবিশ্বের এই নতুন বিবাদ অন্য মাত্রা নিল। শুধুমাত্র রোনাল্ডো নয়। মোরিনহোর কোপে পড়েছে পুরো রিয়াল টিমই। “মাদ্রিদ মানে ফুটবল নয়। মাদ্রিদ মানে রাজনীতি,” বলেন মোরিনহো। যদিও এই চিরপ্রতিদ্বন্দ্বিতা নতুন মোড় নিতে পারে যখন ভারতীয় সময় বৃহস্পতিবার সকালে মায়ামিতে মুখোমুখি হবে চেলসি-রিয়াল।
এ দিন আবার এক স্প্যানিশ দৈনিকের খবর যে, রিয়ালের সঙ্গে নতুন চুক্তি সই করেছেন রোনাল্ডো। খবর সত্যি হলে পাঁচ বছরের চুক্তিতে রোনাল্ডোর বার্ষিক আয় হবে ১৭ মিলিয়ন ইউরো। যদিও চুক্তি নিয়ে ক্লাবের তরফ থেকে সরকারি ঘোষণা হবে লা লিগা শুরুর এক দিন আগে।
|
“যে থালায় খাই, সেই থালা আমি নোংরা করি না। যে করে সে করে। তাই এ সব কথায় আমার কিছু যায় আসে না।”
—রোনাল্ডো
|
“তিরিশ বছর বয়স থেকেই রোনাল্ডোর মতো ফুটবলারদের সঙ্গে কাজ করেছি। ক্রিশ্চিয়ানো না, আসল ব্রাজিলিয়ান রোনাল্ডো।”
—মোরিনহো |
|