মোহনবাগান রত্নের পর ইস্টবেঙ্গলের ভারতগৌরব।
কিন্তু কয়েক দিন আগে অন্য দুই প্রধানের ‘রত্ন’ এবং ‘গৌরব’কে টেক্কা দিয়ে গেল মহমেডান। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাজির করিয়ে এবং তাঁর হাত দিয়ে মহমেডানের জীবনকৃতি সম্মান প্রদান করিয়ে। যা পেলেন সর্বাধিক দশ বছর সাদা-কালো জার্সি পরে খেলা মইদুল ইসলাম। শেষ বার ১৯৮১-তে মহমেডানের কলকাতা লিগ জেতা দলের অধিনায়কও ছিলেন মইদুল। পুরস্কার পেয়ে প্রাক্তন তারকা ডিফেন্ডারের মন্তব্য, “আমার কাছে এটা বড় সম্মান। সাদা-কালো জার্সি পরে ২৩টি ট্রফি জিতেছি। সেই ক্লাবের থেকে এই সম্মান পেয়ে আমি কৃতজ্ঞ।” রত্ন-র সঙ্গে মইদুলকে দেওয়া হল ৫১ হাজার টাকার চেকও। সঙ্গে শাল এবং স্যুটের কাপড়। |
মইদুল ইসলামকে পুরস্কার দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার মহমেডানের ইফতার পার্টিতে। ছবি: উৎপল সরকার |
মহমেডান তাদের জীবনকৃতি সম্মান প্রদান অনুষ্ঠান করে ইফতার পার্টির দিনই। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সেই অনুষ্ঠানে উপচে পড়েছিল ভিড়। এক ডজন মন্ত্রী, সাংসদ, নগরপাল, পদ্মশ্রী প্রদীপ বন্দ্যোপাধ্যায় থেকে দ্রোণাচার্য নইমুদ্দিন, টেনিসের আখতার আলি— কে ছিলেন না অনুষ্ঠানে। তবে সবথেকে চমক ছিল অবশ্যই মুখ্যমন্ত্রীর সপার্ষদ উপস্থিতি। অন্য দুই প্রধান তাদের অনুষ্ঠানে জার্সি প্রদান করলেও মহমেডান তা করেনি। কিন্তু মুখ্যামন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় পুরো টিমকে। টোলগে-জোসিমারদের দাঁড় করিয়ে ক্লাব প্রেসিডেন্ট সুলতান আমেদ বললেন, “এ বার আই লিগে খেলব বলে সেরা দল গড়েছি। এখানে নাইজিরিয়া, ব্রাজিল, মণিপুর, পঞ্জাব সবাই রয়েছে।” মমতা তখন হাসছেন এবং হাততালি দিচ্ছেন। |