কোচ বলছেন দেরিতে আসায় তাঁকে অনুশীলনে বেশি ঘাম ঝরাতে হবে। আর তিনি বলছেন, ভিসা সমস্যায় দেরিতে শহরে পা দিলেও সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না।
সোমবার বিকেলে শহরে পা দিয়েই ইস্টবেঙ্গলের গোলমেশিন চিডি বললেন, “আবাসিক শিবিরে যোগ দেওয়া যায়নি ভিসা সমস্যায়। কিন্তু তাতে খুব একটা পিছিয়ে পড়তে হবে না। নাইজিরিয়ায় অনুশীলনের মধ্যেই ছিলাম।” তিনি অনুশীলনে নামছেন মঙ্গলবার।
নতুন কোচের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হবে কি না তা জানতে চাইলে চিডি বলেন, “আমার কাজ যত বেশি গোল করা। আগে এটাই করতাম। এ বারও সেটাই করতে হবে। সমস্যা হবে না।” তিনি আরও বলেন, “এ বারের দলে বৈচিত্র্য অনেক বেশি। গত মরসুমে অনেক ম্যাচেই ইস্টবেঙ্গল আক্রমণভাগকে একা টানতে হয়েছে। এ বার মোগা এবং সুয়োকা চলে আসায় খোলা মনে মাঠে নামব।” তবে দেরিতে আসায় ক্লাব তাঁর বেতন কাটতে পারে বলে যে খবর চাউর হয়েছে সে ব্যাপারে কোনও প্রতিক্রিয়া না দিয়ে চিডি বলেন, “ক্লাব কর্তাদের সঙ্গেই এ ব্যাপারে কথা বলব।” |
ইস্টবেঙ্গলে যখন চিডি নেমে পড়ছেন তখন ফের ধাক্কা সবুজ-মেরুন শিবিরে। এ দিনই ক্লাবের তরফে জানানো হয়েছে ৮ অগস্ট থেকে ওডাফাদের আবাসিক শিবির শুরু দুর্গাপুরে। যার অর্থ চতুর্থ বিদেশিকে ছাড়াই প্রাক মরসুম প্রস্তুতি শিবির শুরু করছেন করিম বেঞ্চারিফা।
এ দিকে আজ, মঙ্গলবার ফেডারেশনের লাইসেন্সিং সহ অন্যান্য বিতর্ক মেটাতে বসতে চলেছে কলকাতার চার ক্লাব জোট।
অন্য খেলায়: ক্যালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ডায়মন্ড জুবিলি সারা বাংলা অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে গেল ৩-৪ অগস্ট। অংশ নিয়েছিলেন রাজ্যের বিভিন্ন জেলার সাঁতারুরা। |