টুকরো খবর
জাতীয় দল থেকে বাদ নবি, সুব্রতরা
রহিম নবি, সুব্রত পাল-সহ আইএমজি-আর লিগে চুক্তিবদ্ধ বেশির ভাগ ভারতীয় ফুটবলারকে জাতীয় দল থেকে বাদ দিলেন উইম কোভারম্যান্স। থাকলেন নির্মল ছেত্রী এবং গৌরমাঙ্গী সিংহ। ডাচ কোচ জানিয়েছেন, ছ’জন ডিফেন্ডারকে নিয়ে যেতে হবে। হাতে ভাল ফুটবলার নেই, সে জন্যই ওদের নিয়ে যেতে হচ্ছে। তাজিকিস্তানের বিরুদ্ধে ম্যাচের কুড়ি সদস্যের দলে নেই নবি, সুব্রত, অলউইন জর্জ, লালকমল ভৌমিক, জেজে লালপেখলুয়া, সৌভিক ঘোষ ও সি কে বিনীথ। সব ফুটবলারকেই বাদ দেওয়া হয়েছে প্রাক-মরসুম প্রস্তুতি হয়নি বলে। কিছুটা কাকতালীয় ভাবে নবি-সহ ফুটবল আইপিএলে নাম লেখানো প্রায় সবাইকে নিয়ে এ দিনই ফিটনেস ট্রেনিং শুরু করলেন ট্রেভর মর্গ্যান। মুম্বইয়ের কুপারেজে। নবিরা বাদ পড়লেও দলে ফিরলেন রবিন সিংহ। নতুন মুখ স্পোর্টিং ক্লুবের স্ট্রাইকার ডসন ফার্নান্ডেজ, তুলুঙ্গরা। ভারতীয় দল তাজিকিস্তান রওনা হচ্ছে ৯ অগস্ট। ১৬ অগস্ট ফিরেই তারা যাবে সাফ ক্যাম্পের জন্য বেঙ্গালুরুর জাতীয় শিবিরে। তবে কোভারম্যান্সের ইঙ্গিত অনুযায়ী নবিরা সাফ শিবিরে ডাক পেতে পারেন।

কুড়ি জনের দল: সন্দীপ নন্দী, শুভাশিস, করণজিৎ, ডেঞ্জিল, নির্মল, অর্ণব, গৌরমাঙ্গী, রাজু গায়কোয়াড়, গুরজিন্দর, মেহতাব, লালরিন্দিকা, আরাতা, লেনি, জুয়েল, ফ্রান্সিস, তুলুঙ্গা, ক্লিফোর্ড, সুনীল, রবিন ও ডসন।

ফুটবল আইপিএলেও কলকাতার দল কিনতে আগ্রহী শাহরুখ
ক্রিকেটের আইপিএল-এর পর এ বার ফুটবলের আইপিএল-এ কলকাতার টিম কিনতে আগ্রহ দেখালেন শাহরুখ খান। বললেন, “ফুটবলের আইপিএল-এ যদি কলকাতা ফ্র্যাঞ্চাইজির মালিক হই তা হলে ভালই লাগবে।” রাজধানীতে এ দিন এক অনুষ্ঠানে শাহরুখ আরও বলেন, “বছর খানেক আগেও ভেবেছিলাম গোয়ার ডেম্পো ক্লাবের অর্ধেক মালিকানা কিনব। কিন্তু নতুন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল লিগের কথা শোনার পর সেই লিগের একটি দল কিনতে আগ্রহ জন্মাচ্ছে।” আইএমজি-রিলায়্যান্স পরিচালিত আট দলের ফুটবল আইপিএল-এর ফ্রাঞ্চাইজির নিলাম আগামী সেপ্টেম্বরে। ফুটবলারদের নিলাম হওয়ার কথা নভেম্বরে। পুণে, মুম্বই, চেন্নাই, কলকাতা, কোচি, গোয়া, দিল্লি ও বেঙ্গালুরুকে নিয়ে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা আগামী বছরের জানুয়ারিতে। চলবে টানা দশ সপ্তাহ। আট দলে মোট ৭২ জন বিদেশির মধ্যে থাকবেন বেকহ্যামদের মতো আইকন ফুটবলাররাও। সেই ধুন্ধুমার কর্মযজ্ঞে এ বার ফুটবলের মক্কা কলকাতার দল শাহরুখের মালিকানায় হয় কি না তা জানতে অপেক্ষা কিছুদিনের।

ক্লার্কদের আটকে দিল বৃষ্টি
সমর্থকদের উচ্ছ্বাসের সঙ্গী কুক। সোমবার। ছবি: রয়টার্স
ওল্ড ট্র্যাফোর্ডের বিখ্যাত ‘খামখেয়ালি আবহাওয়া’ অ্যালিস্টার কুক-দের এ ভাবে সাহায্য করবে ভাবতে পেরেছিলেন মাইকেল ক্লার্ক? ৩৩২ তাড়া করতে নেমে ইংল্যান্ড ৩৭-৩। সিরিজের তিন নম্বর টেস্টে প্রথম জয়ের গন্ধ পাচ্ছিলেন অস্ট্রেলীয়রা। সব আশায় জল ঢেলে দিল বৃষ্টি। তুমুল বৃষ্টিতে লাঞ্চের পর আর খেলাই হল না। ম্যাচ ড্র। সিরিজে ২-০ এগিয়ে থাকা ইংল্যান্ড প্রকৃতির হাত ধরেই ম্যাঞ্চেস্টারে অ্যাসেজ দখলে রাখল। অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক হতাশা চেপে রাখতে পারছিলেন না। বলেই ফেললেন, “দুর্ভাগ্য আমাদের। ০-২ পিছিয়ে থাকা একটা দল যে সুযোগ নেয়, আমরাও সেটা চেষ্টা করেছি।” আর এক দিকে উচ্ছ্বাস স্পষ্ট ধরা পড়ছিল ইংল্যান্ড অধিনায়কের কথায়। “আশ্চর্য একটা দিন। কিছুটা ভাগ্যের সাহায্য পেয়েছি আজ। দারুণ লাগছে অ্যাসেজ দখলে রাখতে পেরে। ড্রেসিংরুমের মেজাজটাও এখন দারুণ। এ বার আমরা সিরিজ জেতার জন্য ঝাঁপাব,” বলেন কুক।

পুরনো খবর:

উডসের চোখ শেষ মেজরে
ছেলেকে কোলে নিয়েই অষ্টম বার ব্রিজস্টোন ইনভিটেশনাল জেতা সেলিব্রেট করলেন টাইগার উডস! বাবা-ছেলেকে নিয়ে তখন উত্তাল ফায়ারস্টোন কান্ট্রি ক্লাব। যেখানে শুক্রবার দ্বিতীয় রাউন্ডে ৬১ স্কোর করার পর সাত শটে জিতে উডসের হাতে ট্রফি ওঠা ছিল সময়ের অপেক্ষা। পনেরো লক্ষ ডলার পুরস্কারের সঙ্গে উডস জিতলেন মরসুমে নিজের পঞ্চম খেতাব। স্ত্রী এলিনের সঙ্গে বিচ্ছেদের পর উডসের ছেলে চার্লিকে এই প্রথম দেখা গেল গল্ফ কোর্সে। পিজিএ চ্যাম্পিয়নশিপের মতো গুরুত্বপূর্ণ মেজর টুর্নামেন্টের আগে এই জয় উডসকে বাড়তি আত্মবিশ্বাস জোগাতে বাধ্য।

পুরনো খবর:

লিনেকারের গোল
পেলে না মারাদোনা? কে বড় ফুটবলার তাই নিয়ে তর্কটা চিরকালীন। কিন্তু এই তর্কে এ বার একটা তৃতীয় কোণ জুড়ে দিয়ে নতুন বিতর্ক উষ্কেছেন গ্যারি লিনেকার। কিংবদন্তি ব্রিটিশ ফুটবলারকে আজকাল দেখা যাচ্ছে ফুটবল বিশ্লেষকের নতুন ভূমিকায়। সম্প্রতি একটি ক্রীড়া পত্রিকার থেকে লিনেকারের কাছে জানতে চাওয়া হয়েছিল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে পেলের কেরিয়ারের তুলনা হয় কি না। জবাবে লিনেকার তিনটি বিশ্বকাপ জয়ী পেলের থেকে সাফ এগিয়ে রেখেছেন রোনাল্ডোকে! বলেছেন, “রোনাল্ডো হচ্ছে রোনাল্ডো। ও পেলের থেকে অনেক ভাল।”

সোমদেবের উত্থান
সিটি ওপেনের প্রি-কোয়ার্টারে খেলার সুবাদে সিঙ্গলসের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক লাফে চোদ্দো ধাপ উঠে এলেন ভারতের সোমদেব দেববর্মন। সদ্য প্রকাশিত র‌্যাঙ্কিং তালিকায় ভারতীয় তারকা ১১৫ নম্বরে। এবং খুব সম্ভবত এর ফলে যুক্তরাষ্ট্র ওপেনে সরাসরি নামার সুযোগটা চলে আসছে তাঁর সামনে। ওয়াশিংটনের এটিপি ইভেন্টের শেষ ষোলোয় জন ইসনারের কাছে হেরেও ৫৫ র‌্যাঙ্কিং পয়েন্ট পেয়েছেন সোমদেব। অন্য দিকে, ডাবলসে রোহন বোপান্না তিনেই রইলেন। মহেশ ভূপতি সাতে এবং লিয়েন্ডার পেজ দশে। মেয়েদের ডাবলস র‌্যাঙ্কিংয়ের তালিকায় সানিয়া মির্জা আছেন ১৯তম স্থানে।

দারুণ শুরু অজয়ের
চিনের গুয়াংঝৌতে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে অঘটন দিয়ে শুরু করলেন অজয় জয়রাম। মুম্বইয়ের পঁচিশ বছরের ছেলে প্রথম রাউন্ডেই পড়েন বিশ্বের ১২ নম্বর, হংকংয়ের কি ওয়াংয়ের কড়া চ্যালেঞ্জের সামনে। নিজের থেকে র্যাঙ্কিংয়ে বারো ধাপ উপরে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে অজয় জিতলেন ২২-২০, ১৭-২১, ২১-১৫। অজয়ের সামনে এ বার স্পেনের পাবলো আবিয়ান।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.