টাকাকে বাঁচাতে ফের দাওয়াই |
দুর্বল টাকাকে চাঙ্গা করে অর্থনীতির হাল ফেরাতে ফের দাওয়াই ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক।
বৃহস্পতিবার শীর্ষ ব্যাঙ্কের ঘোষণা, এখন থেকে প্রতি সোমবার বাজারে ২২ হাজার কোটি টাকার সরকারি ঋণপত্র নিলামে বিক্রি করবে তারা। লক্ষ্য বাজার থেকে নগদের পরিমাণ শুষে টাকার জোগানে রাশ টেনে তার দাম বাড়ানো।
গত ১৫ ও ২২ জুলাই টাকাকে টেনে তুলতে রিজার্ভ ব্যাঙ্ক ব্যবস্থা নিলেও তেমন ফল মেলেনি। চলতি সপ্তাহের মঙ্গলবারই ডলারে টাকার দাম নামে ৬১.৮০-তে। যদিও দিনের শেষে নয়া আরবিআই কর্তা হিসেবে রঘুরাম রাজনের নিয়োগ ঘোষণার পর কিছুটা ওঠে টাকা। গত ৮ জুলাইও পতনে নজির গড়ে টাকা নামে ৬১.২১-এ।
বৃহস্পতিবার যে রিজার্ভ ব্যাঙ্ক ফের টাকাকে বাঁচাতে ব্যবস্থা ঘোষণা করবে, বাজারে সে প্রত্যাশা ছিলই। তার জেরেই টাকার দাম বুধবারের তুলনায় ৪২ পয়সা বাড়ে। ফলে দিনের শেষে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬০.৮৮ টাকা। যদিও রিজার্ভ ব্যাঙ্ক ঋণপত্র নিলামের কথা ঘোষণা করেছে বাজারে লেনদেন বন্ধ হওয়ার পরে। টাকার দাম বাড়ায় এ দিন চাঙ্গা হয় শেয়ার বাজারও। সেনসেক্স ১২৪ পয়েন্ট বেড়ে থামে ১৮,৭৮৯.৩৪ অঙ্কে।
এর আগে গত ১৫ জুলাই নগদের জোগান কমাতে যে-সব ব্যবস্থা নেয় আরবিআই, সেগুলি হল:
(১) বাণিজ্যিক ব্যাঙ্ককে দেওয়া মেয়াদি ঋণে সুদ (ব্যাঙ্ক রেট) বাড়িয়ে ১০.২৫% করা।
(২) ১০.২৫% করা হয় মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি-ও। জরুরি পরিস্থিতিতে এই সুদেই আরবিআইয়ের কাছে ধার নেয় ব্যাঙ্ক। ১৮ জুলাই সরকারি ঋণপত্র বিক্রি করে ১২ হাজার কোটি টাকা তোলার পরিকল্পনা করলেও তাতে তেমন সাড়া মেলেনি। ২২ জুলাই সোনা আমদানিতে ডলারের খরচে রাশ টানতে ব্যবস্থা নেয় তারা। এ বার ভারত সরকারের বন্ড বা ক্যাশ ম্যানেজমেন্ট বিল প্রতি সোমবার নিলামে বিক্রি করে টাকার অত্যধিক পতন ঠেকাতে চায় শীর্ষ ব্যাঙ্ক। তবে কত সপ্তাহ ধরে এই নিলাম চলবে, তা জানায়নি রিজার্ভ ব্যাঙ্ক।
|