নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য ঠিক করতে আগামী ১৯ অগস্ট ‘সার্চ কমিটি’র প্রথম বৈঠক বসবে। বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্টেট ইউনিভার্সিটি নেটওয়ার্ক (সান)-এর একটি কর্মশালায় যোগ দিয়ে এ কথা জানিয়েছেন রাজ্য উচ্চ শিক্ষা সংসদের চেয়ারম্যান সুগত মার্জিত। তিনি নিজেও তিন সদস্যের ওই সার্চ কমিটির অন্যতম। এ দিন সুগতবাবু বলেন, “প্রাথমিকভাবে যাদের নাম বাছা হবে তাঁদের মধ্যে বর্তমানে যিনি দায়িত্বে রয়েছেন তাঁকেও আমরা রাখব। সে ব্যাপারে ৩-৪টি বৈঠক জরুরি।” ১৯ অগস্টের পর সুগতবাবু বিদেশ যাচ্ছেন। ২০ সেপ্টেম্বরের পর ফিরবেন। পরের বৈঠক তারপরে হবে। |
সুগত মার্জিত। —নিজস্ব চিত্র। |
বর্তমানে ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে দায়িত্বে রয়েছেন সমীর কুমার দাস। ২০১২ এপ্রিল থেকে তিনি দায়িত্বে রয়েছেন। দায়িত্ব নেওয়ার পর ছ’মাস বাদে তাঁর সময় সীমা সম্প্রসারণ করা হয়েছিল। পরে নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত তাঁকেই ওই পদে রাখার সিদ্ধান্ত হয়।
এ দিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের যৌথ আয়োজনে দু’দিনের কর্মশালা শুরু হয়। উদ্যোক্তা রাজ্যের উচ্চশিক্ষা সংসদ। স্টেট ইউনিভার্সিটি নেট ওয়ার্ক বা সানের ওই কর্মশালার উদ্দেশ্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগের ছাত্র-গবেষকদের মধ্যে তাঁদের কাজ নিয়ে সমন্বয় গড়ে তোলা। এ বছর জুনে সানের প্রথম কর্মসূচি হয়েছিল পুরুলিয়ার সিধো-কানহু বিশ্ববিদ্যালয় এবং বারাসত স্টেট ইউনিভার্সিটির গণিত বিভাগের। আরও ৩ টি কর্মসূচি হয়েছে, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স এবং ভৌত বিজ্ঞানের উপর। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হচ্ছে রসায়নের উপরে। কোনও বিশ্ববিদ্যালয়ে কোনও বিষয়ে পড়াশোনার মান ও পরিকাঠামো ভাল থাকলে তাদের সঙ্গে অন্য বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগের শিক্ষক, ছাত্রছাত্রীদের নিয়ে এ ধরনের কর্মসূচি করা হচ্ছে। ইতিমধ্যেই শিক্ষা দফতর থেকে এ কাজের জন্য ৩ লক্ষ টাকা বরাদ্দ মিলেছে। সুগতবাবু জানান, সান প্রকল্পের মাধ্যমে গবেষণায় বিশেষ অবদানের জন্য তারা ফি বছর পুরস্কার দেওয়ার রীতি চালু করতে ভাবনা চিন্তা করছেন। ২১ অগস্ট উচ্চ শিক্ষা সংসদের বৈঠকে আলোচনা করবেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমীরবাবু জানান, বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ ধরনের কর্মসূচির পাশাপাশি প্রত্যন্ত এলাকার কলেজগুলিকে নিয়ে এই প্রচেষ্টা করা গেলে ভাল হয়। অনেক কলেজে পরিকাঠামোর অভাবে কোনও বিষয় পড়ানো সম্ভব হন না। ওই কলেজের পড়ুয়ারা কাছের কলেজে গিয়ে সেই পরিকাঠামো ব্যবহার করলে উপকৃত হবেন। |