টুকরো খবর
পৃথক গারো রাজ্য ও বৃহত্তর নাগালিমের দাবিতে বিক্ষোভ
পৃথক গারো রাজ্য এবং বৃহত্তর নাগালিমের দাবিতে বন্ধ-বিক্ষোভ শুরু হল মেঘালয়, মণিপুরে। গারো হিল রাজ্য দাবি কমিটির ডাকে গারো পাহাড়ের পাঁচটি জেলায় জেলাশাসকের দফতরের সামনে দু’দিন ধরে অবস্থান বিক্ষোভ চলছে। তাতে যোগ দিয়েছে মানবাধিকার, নাগরিক এবং ছাত্র সংগঠনগুলি। মণিপুরে নাগা অধ্যূষিত চারটি পার্বত্য জেলাকে বৃহত্তর নাগালিমের অন্তর্ভুক্ত করার দাবিতে ১১ অগস্ট থেকে ৪৮ ঘণ্টা বন্ধ ডেকেছে ‘ইউনাইটেড নাগা কাউন্সিল’। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও পালন না-করার আর্জি জানিয়েছে সংগঠনটি। স্বাধীনতা দিবসে ‘কালো কাপড়’ বেঁধে প্রতিবাদ জানাবে নাগাল্যান্ডের ‘ইস্টার্ন নাগাল্যান্ড পিপল্স অর্গানাইজেশন’। তাদের দাবি, পূর্ব নাগাল্যান্ডের মন, তুয়েনসাং, লংলেং এবং কিফিরে জেলা নিয়ে পৃথক রাজ্য গঠন করতে হবে। চাং, কন্যাক, ফোম, সাংতাম, খিয়ামনুগাং, ইয়ামচুংগার উপজাতি অধ্যূষিত ওই চারটি জেলা নাগাল্যান্ডের সব থেকে অনুন্নত এলাকা। চারটি জেলার সমস্ত সংগঠন জোট গড়ে আন্দোলন চালাচ্ছে। তেলঙ্গানা গঠনের সিদ্ধান্তের পর, পূর্ব নাগাল্যান্ড তৈরির দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন ওই যৌথ সংগঠনের প্রতিনিধিরা।

পুরনো খবর:

খাদ্য সুরক্ষা বিলে সমর্থন বিজেপির
অবশেষে জাতীয় খাদ্য সুরক্ষা বিল সংসদে পেশ করল সরকার। এ সংক্রান্ত পুরনো বিলটি প্রত্যাহার করে নিয়ে খাদ্য প্রতিমন্ত্রী কে ভি টমাস লোকসভায় নতুন বিলটি পেশ করেন বুধবার। সরকারি সূত্রে বলা হচ্ছে, সম্ভবত আগামী সপ্তাহে বিলটি নিয়ে আলোচনা হবে। তাৎপর্যপূর্ণ ভাবে বিলটি সংসদে পেশ হওয়ার পরে বিজেপি নেতৃত্ব এ দিন জানিয়ে দেন, তাঁরা এটিতে সমর্থন জানাবেন। বিলটি পেশ করার সময় আপত্তি জানায় এডিএমকে। তাঁদের বক্তব্য, এই বিল রাজ্যের অধিকারকে খর্ব করবে। তা ছাড়া, তামিলনাড়ুতে জয়ললিতা সরকার যে সার্বজনীন বণ্টন ব্যবস্থা চালু করেছে, কেন্দ্রের প্রস্তাবিত নীতি তার তুলনায় অনেকটাই লঘু। ইউপিএ সরকার শুধু গ্রামে ৭৫% ও শহরে ৫০% মানুষকে খাদ্য সুরক্ষার আওতায় আনার কথা বলছে। কিন্তু কাদের এই সুবিধা দেওয়া হবে সেই তালিকা কী ভাবে তৈরি হবে, তা স্পষ্ট নয়। জবাবে কে ভি টমাস বলেন, “রাজ্যের অধিকার খর্ব করার প্রশ্নই ওঠে না। প্রস্তাবিত খাদ্য সুরক্ষা নীতি দেশের গরিব মানুষের খাদ্যের অধিকারকে আইনি স্বীকৃতি দেবে। আশা করি বিলটি নিয়ে সংসদে আলোচনা হলে সব ধন্ধ কেটে যাবে।”

পুরনো খবর:

এ বার বদলি তামিলনাড়ুতে
দুর্গাশক্তি নাগপালকে নিয়ে দেশ যখন উত্তাল, তখনই বালি মাফিয়াদের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য বদলি করা হল তামিলনাড়ুর তুতিকোরিনের জেলাশাসক আশিস কুমারকে। তুতিকোরিনের ভাইপ্পার এবং ভেমবার গ্রামে অবৈধ ভাবে বালি তোলা হচ্ছে, এই অভিযোগ পাওয়ার পরে ওই এলাকায় তল্লাশির নির্দেশ দেন আশিস। সহকারী জেলাশাসক এবং রাজস্ব অফিসারের নেতৃত্বে একটি দল মঙ্গলবার ওই এলাকায় তল্লাশি চালায়। সন্ধ্যা ছ’টা নাগাদ তল্লাশি শেষ হয়। তল্লাশির পরে অফিসাররা জানান, সেখানে অবৈধ কাজকর্ম চলছে। এর কয়েক ঘণ্টা পরেই আশিসকে বদলির নির্দেশ দেয় জয়ললিতার সরকার। ২০০৫-র এই আইএএস অফিসাকে চেন্নাইয়ে সমাজকল্যাণ দফতরের উপসচিব পদে পাঠানো হয়েছে।

চাহিদা মেটাবে বেসরকারি সংস্থা
চাপের মুখে পড়ে পরিবার পরিকল্পনা যোজনার জন্য বেসরকারি সংস্থা থেকে গর্ভনিরোধক কেনার সিদ্ধান্ত নিচ্ছে মনমোহন সরকার। স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে বিনামূল্যে গর্ভনিরোধক সরাবরাহ করার জন্য মোট যা চাহিদা তার মাত্র ৫৫% পূরণ করতে পারছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান ল্যাটেক্স। এই অবস্থায় বেশ কিছু বেসরকারি সংস্থা আদালতের দ্বারস্থ হয়। তাদের বক্তব্য, বেসরকারি সংস্থা থেকে সরকার কেন গর্ভনিরোধক কিনছে না। এবং তা না করায় সরকারের পরিবার পরিকল্পনা যোজনাই ব্যর্থ হচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের প্রস্তাব, যারা রাষ্ট্রয়ত্ত সংস্থার সমতুল দামে গর্ভনিরোধক বিক্রির প্রস্তাব দেবে, তাদের কাছ থেকে তা কেনা হবে।

অরুণাচলে ৭ বন্দি পলাতক
ফের সংশোধনাগার থেকে বন্দি পালাল অরুণাচলে। দিনদু’য়েক আগে তিরাপ জেলার খোনসা সংশোধনাগারে ঘটনাটি ঘটে। সম্প্রতি, লোহিত জেলাতেও একইরকম একটি ঘটনা ঘটেছিল। পুলিশ জানায়, কয়েকদিন ধরে তিরাপে একটানা বৃষ্টি হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে খোনসা সংশোধনাগার এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সুযোগে ৫ অগস্ট রাতে সাতজন বন্দি পালিয়ে যায়। গতকাল বিষয়টি টের পান কারারক্ষীরা। ওই বন্দিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। জেলার এসপি বিক্রমজিৎ সিংহ বলেন, “এর পিছনে কারারক্ষীদের গাফিলতি থাকতে পারে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”

বিচারক নিয়োগ ব্যবস্থা নিয়ে সিদ্ধান্ত
বিচার ব্যবস্থার শীর্ষ স্তর ও বার কাউন্সিলের আপত্তি উপেক্ষা করেই বৃহস্পতিবার জাতীয় বিচার বিভাগীয় কমিশন গঠন সংক্রান্ত বিলে অনুমোদন দিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংসদে এই বিল পাশ হলে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে কলেজিয়াম ব্যবস্থার অবসান ঘটবে। নতুন ব্যবস্থায় বিচারক নিয়োগ করবে ৬ সদস্যের জাতীয় বিচার বিভাগীয় কমিশন। সরকারি সূত্রের খবর, প্রস্তাবিত বিচার বিভাগীয় কমিশনে থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি-সহ সর্বোচ্চ দু’জন বিচারপতি, কেন্দ্রীয় আইনমন্ত্রী, রাষ্ট্রপতি মনোনীত দু’জন আইনজ্ঞ এবং লোকসভার বিরোধী দলনেতা।

কড়া শাস্তি চান নিহত জওয়ানের পরিজনরা
সরকারি ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করলেন পুঞ্চের নিয়ন্ত্রণরেখায় শত্রুপক্ষের হামলায় নিহত জওয়ান বিজয় কুমারের পরিজনরা। বক্তব্য, টাকা নয়, পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করুক সরকার। আজ দানাপুরের সেনা ছাউনিতে বিজয় কুমারের আবাসনে যান বিহার সরকারের আধিকারিকরা। ক্ষতিপূরণ হিসেবে ১০ লক্ষ টাকার চেক দিতে গেলে কেউ তা নিতে চাননি। গত কাল নিয়ন্ত্রণরেখার কাছে পাক সেনা, জঙ্গি হানায় মারা যান ২১ বিহার রেজিমেন্টের জওয়ান বিজয়।

জঙ্গি নেতা খুন
গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এক নাগা জঙ্গিনেতাকে গুলি করে খুন করল অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতীরা। গতকাল মণিপুরের সেনাপতি জেলায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, নিহত জঙ্গিনেতার নাম ফোকরেহে জেমস। এনএসসিএন (খুলে-কিতোভি) গোষ্ঠী ওই নেতাকে সেনাপতি বাজারের ওল্ড রোড এলাকা থেকে অপহরণ করা হয়েছিল। পরে পুলিশ তার গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে অনুমান, গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই জেমসকে খুন করা হয়েছে।

খালি হাতে
বাদল অধিবেশনে বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তিটি পাশ করানোর জন্য মরিয়া কেন্দ্র। সেই লক্ষ্যে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। বিজেপির পক্ষ থেকে আলোচনার সিংহভাগই চলে যায় নিয়ন্ত্রণ রেখায় পাক হামলা নিয়ে সরকারের সমালোচনায়। কিন্তু তার মধ্যেই প্রধানমন্ত্রীকে জানানো হয়, স্থলসীমান্ত চুক্তি রূপায়ণের ব্যাপারে বিজেপির আপত্তি রয়েছে।

ঝুলন্ত দেহ উদ্ধার
সরকারি আবাসনের একটি ঘর থেকে আজ সকালে এক অফিসারের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, তিনি ধেমাজি জেলার মাছখোয়া উন্নয়নখণ্ডের বিডিও ছিলেন। তদন্তকারীদের অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন। কারণ জানতে তদন্ত চলছে।

জলে ডুবে মৃত্যু
পুকুরে ডুবে মৃত্যু হল এক কিশোরীর। আজ ঘটনাটি ঘটে নগাঁও জেলার মৈরাবাড়ি এলাকায়। পুলিশ জানায়, বাড়ির কাছে একটি পুকুরে স্নান করতে গিয়েছিল অষ্টম শ্রেণির ছাত্রী জেসমিনা সুলতানা। তখনই সে তলিয়ে যায়। পরে তার দেহ উদ্ধার করা হয়।

বাড়ি ভেঙে মৃত ৩
নির্মীয়মান একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে ৩ জন শ্রমিকের মৃত্যু হল। গুরুতর জখম আরও ৩। আজ দুপুরে ঘটনাটি ঘটে বনকুমারী এলাকায় যোগেন্দ্রনগরে। পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপে আরও কেউ চাপা পড়ে রয়েছে কি না, তা খুঁজে দেখা হচ্ছে।

প্রার্থী ঘোষণা
মণিপুরের একটি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল। দিল্লিতে মণিপুরের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে রাজ্যের তৃণমূল সভাপতি কিম গাঙ্গটের নাম আউটার মণিপুর কেন্দ্রের জন্য ঘোষণা করে দল।

বসু স্মরণে ডাকটিকিটে সায় কেন্দ্রের
শীঘ্রই জ্যোতি বসুর জন্মশতবর্ষ স্মারক ডাকটিকিট প্রকাশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। বুধবার দিল্লিতে টেলিযোগাযোগ মন্ত্রী কপিল সিব্বলের সঙ্গে দেখা করার পরে রাজ্যসভার সাংসদ সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী এ কথা জানান। জ্যোতিবাবুর জন্মশতবর্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করার জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং কপিল সিব্বলকে আগেই চিঠি লিখেছিলেন শ্যামলবাবু। এ দিন তিনি সিব্বলের সঙ্গে দেখা করলে সিব্বল তাঁকে জানান, প্রধানমন্ত্রী উৎসাহী। কেন্দ্রীয় সরকার শীঘ্রই জ্যোতিবাবুর স্মারক ডাকটিকিট প্রকাশ করবে।

ডিভিসি-তে স্বীকৃত আইএনটিটিইউসি
কেন্দ্রীয় সরকারি সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশনে (ডিভিসি) স্বীকৃতি পেল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। ডিভিসি-র শ্রমিক-কর্মীদের দাবিা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কোন সংগঠন আলোচনা বা চুক্তি করার অধিকারী হবে তা নিয়ে ৫ অগস্ট ভোট হয়। পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডে ডিভিসি-র কর্মীরা অংশ নিয়েছিলেন। আইএনটিটিইউসি নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বুধবার দাবি করেন, তাঁদের সংগঠন সবচেয়ে বেশি ভোট পেয়েছে। ফলে, এ বার থেকে সংস্থার কর্মীদের দাবি দাওয়া নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা বা চুক্তি স্বাক্ষর করতে পারবে আইএনটিটিইউসি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.