|
|
|
|
সীমান্তে ফের সংঘর্ষ, আহত দুই পাক সেনা |
নিজস্ব সংবাদদাতা • শ্রীনগর |
এক বেলাও কাটেনি, ফের উত্তপ্ত ভারত-পাক সীমান্ত। সেনা সূত্রে খবর, মঙ্গলবার দুপুরবেলা কাশ্মীরের উরি সেক্টরের কমল কোটে তিনটি সেনা ছাউনি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে পাক সেনাবাহিনী। আক্রমণের মুখে পড়ে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনাও। এতে দুই পাকিস্তানি জওয়ান আহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, তাঁদের মৃত্যু হয়েছে। যদিও এই খবর এখনও স্বীকার করা হয়নি।
মঙ্গলবার ভোররাতে পুঞ্চ সেক্টরে উদ্ধার হয় পাঁচ ভারতীয় সেনার দেহ। পাকিস্তান থেকে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জনা পনেরো-কুড়ির একটি দল এ দেশে ঢুকে এই হত্যালীলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনা নিয়ে সারা দেশ যখন তোলপাড়, সেই দিনই কয়েক ঘণ্টার ব্যবধানে ফের সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। যদিও পাক শিবিরের দাবি, কোনও রকম প্ররোচনা ছাড়া ভারতই প্রথম আক্রমণ করে। দু’পক্ষের গোলাগুলির লড়াই দুপুর সাড়ে বারোটা নাগাদ শুরু হয়ে চলে প্রায় এক ঘণ্টা ধরে।
ভারতীয় সেনাবাহিনীর এক কর্তা জানিয়েছেন, পুঞ্চে হামলার খবর পাওয়ার পর থেকে নিয়ন্ত্রণরেখায় কড়া সতর্কতা জারি করা হয়েছিল। পাক সেনারা আক্রমণ করলে প্রতিরোধ করেন তাঁরাও। পাকিস্তানি জওয়ানও বেশ কিছু গোলাও ছোড়েন বলে তাঁর অভিযোগ। যদিও কোনওটাই সেনা ছাউনির উপর এসে পড়েনি। ফলে এই হামলায় ভারতীয় সেনাদের কোনও ক্ষতি হয়নি, জানান তিনি। সেনাবাহিনী এলাকায় টহল দিয়েও সন্দেহজনক কিছু খুঁজে পায়নি।
ক্ষমতায় আসার আগে ভারতের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। কিন্তু বারেবারেই সীমান্তে হামলায় দু’দেশের সম্পর্ক স্বাভাবিক তো হচ্ছেই না বরং তার পারদ চড়ছে ক্রমশই। |
|
|
|
|
|