|
|
|
|
কুকি রাজ্যের দাবিতে ফের আন্দোলন |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
পৃথক রাজ্যের দাবিতে ফের আন্দোলন শুরুর সিদ্ধান্ত নিল ‘কুকি স্টেট ডিমান্ড কমিটি’ (কেএসডিসি)। পৃথক রাজ্য চেয়ে গত বছরই ১০০ দিনেরও বেশি সময় ধরে অর্থনৈতিক অবরোধ করেছিল ওই সংগঠনটি। কেএমডিসি-র বক্তব্য, পৃথক রাজ্যের দাবি না-মিটলে এ বার আরও বড় ধরনের আন্দোলন করা হবে।
প্রশাসনিক সূত্রের খবর, মণিপুরে কুকিদের সংখ্যা ৬ লক্ষের কাছাকাছি। তাঁদের সাতটি সংগঠনের যৌথ মঞ্চ হল কেএসডিসি। তেলেঙ্গানা গঠনের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল শিন্দের সঙ্গে দেখা করে বৃহত্তর নাগালিম গঠনের দাবি জানিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিয়ু রিও। পাশাপাশি, পার্বত্য মণিপুরের ‘ইউনাইটেড নাগা কাউন্সিল’ মণিপুরের নাগা অধ্যূষিত জেলাগুলিকে প্রস্তাবিত ওই নাগালিমে যুক্ত করতে আন্দোলন শুরু করেছে।
এই পরিস্থিতিতে কেএসডিসি দাবি তুলেছে, অবিলম্বে পৃথক কুকি রাজ্য গঠন নিয়ে সিদ্ধান্ত এবং সংঘর্ষবিরতিতে থাকা কুকি জঙ্গি সংগঠনগুলির সঙ্গে শান্তি আলোচনা শুরু না-করা হলে তাঁরা নীরব থাকবেন না। সংগঠনের ভাইস চেয়ারম্যান টি এস কুকি বলেন, “১৯৬০ সাল থেকে পৃথক রাজ্যের দাবি নিয়ে আমাদের আন্দোলন চলছে। তখন জওহরলাল নেহরুকে এ নিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত কেন্দ্র ওই দাবি মানল না। কিন্তু কয়েক দশকে অনেক রাজ্যই ভাঙল। স্বভূমির দাবিতে এ বার তা-ই আমাদের চূড়ান্ত লড়াইতে নামতেই হবে।”
প্রশাসনিক সূত্রের খবর, প্রস্তাবিত কুকি রাজ্যের মানচিত্রে মণিপুরের প্রায় ৬৫% এলাকা রয়েছে। চূড়াচাঁদপুর, চাণ্ডেল, সদর হিল, তামেংলং এবং উখরুল জেলা নিয়ে কুকি রাজ্য গঠনের আন্দোলন চলছে। ওই জেলাগুলির উপরে দাবি জানিয়েছে নাগারাও। কেন্দ্রের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা চালাচ্ছে নাগা জঙ্গি সংগঠন এনএসসিএন (আইএম)। |
|
|
|
|
|