|
|
|
|
উত্তর-পূর্ব |
দেড় হাজার ঘণ্টার বনধ স্থগিত |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি, নয়াদিল্লি ও শিলচর |
পৃথক রাজ্যের দাবিতে দেড় হাজার ঘণ্টার বনধ ও অবরোধ স্থগিত করল ইউডিপিএফ। সংগঠনটি জানিয়েছে, এনডিএফবি (পি) এবং এনডিএফবি (রঞ্জন) গোষ্ঠীর সঙ্গে কেন্দ্রীয় সরকার এ নিয়ে দ্রুত শান্তি আলোচনার আশ্বাস দেওয়ায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৃথক বড়োল্যান্ডের দাবিতে আবসু-র ৪৮ ঘণ্টার অবরোধে আজ বড়োভূমির পাঁচটি জেলায় শিক্ষা প্রতিষ্ঠান, দফতর, দোকান, বাজার বন্ধ ছিল। ৩১ এবং ৫২ নম্বর জাতীয় সড়কে অবরোধ হয়।
কামতাপুর রাজ্যের দাবিতে আন্দোলনকারী ‘অল কোচ রাজবংশী স্টুডেন্টস ইউনিয়ন’কে (আক্রাসু) সতর্ক করে আবসু-র অ-বড়ো সংগঠন জানিয়েছে, বড়োল্যান্ডের সীমানা নিয়ে কোনও কথা বলা হলে তা বরদাস্ত করা হবে না। বড়োল্যান্ড আদায়ের দাবিতে যন্তরমন্তরের সামনে ধর্নায় বসতে দিল্লি গিয়েছেন বিপিএফ সভাপতি তথা বিটিসি প্রধান হাগ্রামা মহিলারি, উপ-প্রধান খাম্পা বরগয়ারি এবং অন্য বিপিএফ বিধায়কেরা।
পৃথক রাজ্যের দাবি নিয়ে আজই প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে দেখা করেন কার্বি স্বায়ত্ত্বশাসিত পরিষদ ও ডিমা হাসাও স্বায়ত্ত্বশাসিত পরিষদের দুই মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জয়রাম এংলেং ও দেবজিৎ থাওসেন। তাঁদের সঙ্গে ছিলেন কার্বি আংলং-এর সাংসদ বীরেন সিংহ ইংতি। আলাদা রাজ্য চেয়ে বন্ধ, নাশকতার চেষ্টার পরও পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ করেনি উত্তর-পূর্ব সীমান্ত রেল। গত কাল, লোয়ার হাফলঙ ও মাইগ্রেনডিসার মধ্যে দুষ্কৃতীরা রেল লাইনের ফিসপ্লেট খুলে নেওয়ায় একটি ইঞ্জিন লাইনচ্যুত হয়েছিল। আজ দুপুরে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ‘হিল স্টেট ডেমোক্র্যাটিক পার্টি’র বন্ধের দ্বিতীয় দিনও দোকান, অফিস বন্ধ ছিল।
গত কাল হাফলঙে দেড় কেজি আরডিএক্স জাতীয় বিস্ফোরক উদ্ধার হয়। গ্রেফতার হয় জন গেরেয়াল নামে ডিএইচডি(অ্যাকশন)-র এক জঙ্গি। ধৃত জঙ্গিকে জেরা করে জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের ঠিক আগে ডিমা হাসাওয়ে হামলার পরিকল্পনা ছিল। পুলিশ জানায়, ডিমাসা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (ডিএনএলএফ) নেতা অ্যাকশন ডিমাসা ক’মাস আগে জেল থেকে পালিয়ে নতুন সংগঠন গড়েছে। |
|
|
|
|
|