|
|
|
|
নাশকতায় স্বপ্ন ভাঙছে ছোটদের, মত বিশ্বশ্রীর |
রাজীবাক্ষ রক্ষিত • গুয়াহাটি |
নাশকতা, বন্ধ-অবরোধ মণিপুরের শিক্ষা ব্যবস্থা ভেঙে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। এমনই মনে করেন বিশ্বশ্রী খেতাবজয়ী গাংবাম শান্তিকুমার। পেশায় ইংরেজি শিক্ষক গাংবাম রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে আর্জি জানিয়ে বলেন, “সব সংগঠনকে বোঝান, এ রকম চলতে থাকলে অনেক সম্ভাবনা থাকলেও আমরা একটা আত্মঘাতী জাতি হয়ে উঠব।”
সম্প্রতি, গ্রিসে অনুষ্ঠিত বিশ্বশ্রী প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেও শান্তিকুমারকে নিয়ে উচ্ছ্বাস দেখায়নি দেশের সংবাদমাধ্যম। মণিপুরে ফেরার পর শনিবার তাঁকে সম্বর্ধনা দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। গাংবাম জানান, স্টেরয়েড নয়, কঠোর পরিশ্রমেই মিলেছে সাফল্য। যুব সমাজকে মাদকের নেশা থেকে দূরে থাকার পরামর্শও দিয়েছেন তিনি।
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর উত্তীর্ণ হন শান্তিকুমার। তাইওয়ানের মেয়ে এন চেন না তাইকে বিয়ে করেন। স্কুলে পড়াশোনার সময় থেকেই শরীরচর্চা তাঁর নেশা। ৪ বার ‘মিস্টার দিল্লি’র শিরোপা পেয়েছেন। ‘মিস্টার এশিয়া’ সম্মানও পেয়েছেন। |
|
গাংবাম শান্তিকুমার |
বিয়ের পর তাইওয়ানেই শিক্ষকতা শুরু করেন। সেখানেও ‘মিস্টার তাইওয়ান’ খেতাব জিতে নেন। বর্তমানে তাইপেইয়ের একটি প্রতিষ্ঠানে ইংরেজি পড়ান তিনি।
বিদেশে থাকলেও, মনেপ্রাণে ভারতীয় শান্তিকুমার। চার সন্তানের পিতা শান্তিকুমারের নেশা এখনও বদলায়নি। কমেনি শরীরচর্চা। গ্রিসে ‘ইন্টারন্যাশনাল ন্যাচরাল বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন’ আয়োজিত ‘মিস্টার ইন্টারন্যাশনাল-২০১৩’ প্রতিযোগিতার ৪০-৪৯ বছরের বিভাগে বিশ্বের দেড়শো প্রতিযোগীকে পিছনে ফেলে সোনা জিতেছেন। ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতা বিভাগে ছিনিয়ে নিয়েছেন রৌপ্যপদক। |
|
|
|
|
|