টুকরো খবর
পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করলেন ওবামা
স্নোডেনকে আশ্রয় দেওয়ার রাগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সামনের মাসেই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে জি-২০ সম্মেলন। তার আগে সেপ্টেম্বরের গোড়ায় পুতিনের সঙ্গে বৈঠক করবেন ওবামা, বহু দিন আগেই ঠিক করা ছিল। হোয়াইট হাউসের তরফে বুধবার জানানো হয়েছে, “অনেক খতিয়ে দেখেই এই সিদ্ধান্তে পৌঁছেছে মার্কিন সরকার। দু’দেশের সম্পর্কের তেমন কোনও উন্নতি হয়নি। তাই সেপ্টেম্বরের শুরুতে ওই বৈঠক করারও কোনও অর্থ হয় না।” স্নোডেনকে রাশিয়ায় আশ্রয় দেওয়া যে খারাপ সম্পর্কের অন্যতম কারণ, সে কথা উল্লেখ করতেও ভোলেনি আমেরিকা। সে সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ, বাণিজ্য, বিশ্ব নিরাপত্তা, মানবাধিকার এমন বহু বিষয়ে তারা রাশিয়ার আচরণে ক্ষুব্ধ। তবে পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করলেও, জি-২০ সম্মেলনে যোগ দিতে রাশিয়া যাবেন ওবামা।

পুরনো খবর:

বিমানবন্দরে আগুন
আগুন লাগল নাইরোবির জোমো কেনিয়াট্টা আর্ন্তজাতিক বিমানবন্দরে। বুধবার ভোরের ঘটনা। বিমানবন্দর কর্মীদের হঠাৎই চোখে পড়ে কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে আশপাশের বিস্তীর্ণ অঞ্চল। সঙ্গে সঙ্গেই দমকল বাহিনীকে খবর পাঠানো হয়। তবে শত চেষ্টাতেও বুধবার রাত পর্যন্ত আগুন আয়ত্তে আনা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে বিমান চলাচল। প্রায় শ’খানেক বিমানযাত্রী এখনও আটকে রয়েছেন বিমানবন্দর চত্বরেই। প্রশাসন সূত্রের খবর, অগ্নিকাণ্ড ভয়াবহ হলেও ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। আগুন লাগার কারণও জানা যায়নি এখনও।

বন্যায় মৃত বেড়ে ৮৪
হড়পা বানের তাণ্ডবে দিশাহারা পাকিস্তান। পঞ্জাব, সিন্ধু প্রদেশ এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রায় ৭০টি গ্রাম এখনও জলমগ্ন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪। ঘরছাড়া বহু মানুষ এখন আশ্রয়হীন। রাস্তাঘাট ডুবে যাওয়ায় কার্যত যোগাযোগবিচ্ছিন্ন হয়ে রয়েছে বহু এলাকা। বুধবারই ইসলামাবাদে প্রায় ৯৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

পুরনো খবর:

মারধরে মৃত্যু ৩ ডাকাতের
জনতার বেধড়ক মারে মৃত্যু হল তিন ডাকাতের। মঙ্গলবার রাতের ঘটনা। গাজিপুর এলাকার এক বাড়ি থেকে ১০ জনের একটি ডাকাতদলকে পাকড়াও করে স্থানীয় বাসিন্দারা। সারারাত চলে মারধর। পুলিশ এসে কয়েক জনকে উদ্ধার করলেও ততক্ষণে মারা গিয়েছে ওই ডাকাতদলের তিন জন।

বরখাস্ত তিন বিচারক
যৌন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে চিনা কমিউনিস্ট পার্টি থেকে বরখাস্ত করা হল তিন বিচারককে। কাজ থেকে বেশ কিছু দিনের জন্য সাসপেন্ড হলেন আরও একজন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.