মেয়ের সঙ্গে দুবাই ঘুরতে বেরিয়েছিলেন ৬৭ বছরের প্রৌঢ়। পরনে ছিল ধুতি। আর সেটাই হল কাল। মেট্রো স্টেশনে ঢোকার সময় বাবা-মেয়েকে আটকালেন এক পুলিশকর্মী। জানিয়ে দিলেন, ওই ধরনের পোশাকে কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া যাবে না। মেয়ে মধুমতী যতই বোঝান, ধুতি এক ধরনের ভারতীয় পোশাক। এতে বিপদ কিছু নেই। কিন্তু তাতে লাভ হল না। অবশেষে মুখ গোমড়া করে বাড়ি ফেরা। পর দিনই ওই প্রৌঢ় সড়ক এবং পরিবহণ দফতরে চিঠি লিখে গোটা ঘটনার বিবরণ দিয়ে জানতে চাইলেন, ধুতি পরা কি নিষিদ্ধ দুবাইয়ে? চিঠি পেয়ে নড়েচড়ে বসল প্রশাসন। ক্ষমা চেয়ে তাঁকে জানানো হল, যা হয়েছে তা দুঃখজনক। ধুতি মোটেও নিষিদ্ধ নয়। কেন ওই ভদ্রলোককে মেট্রোয় উঠতে দেওয়া হয়নি তা তদন্ত করে দেখা হবে। এতে অবশ্য ক্ষান্ত হননি বাবা আর মেয়ে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ধুতিকে এ ভাবে অপমান করার জন্য ওই পুলিশকর্মীর নামে অভিযোগও জানিয়েছেন তাঁরা।
|
হড়পা বানের তাণ্ডবে দিশাহারা পাকিস্তান। পঞ্জাব, সিন্ধু প্রদেশ এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রায় ৭০টি গ্রাম এখন জলমগ্ন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০। ঘরছাড়া বহু মানুষ এখন আশ্রয়হীন। রাস্তাঘাট ডুবে যাওয়ায় কার্যত যোগাযোগবিচ্ছিন্ন হয়ে রয়েছে বহু এলাকা। কিন্তু বন্যায় আটক দুর্গতদের উদ্ধার করার জন্য এখনও সরকার কোনও পদক্ষেপ করেনি, এই অভিযোগে রবিবার বিক্ষোভ দেখান পঞ্জাবের বন্যা দুর্গতরা। তবে প্রশাসনের দাবি, করাচির নিচু এলাকাগুলিতে আটকে পড়া লোকজনদের উদ্ধার করতে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে নৌসেনা।
|
নির্বাচনে জিতে ইরানের সপ্তম প্রেসিডেন্ট হিসেবে রবিবার শপথ নিলেন হাসান রৌহানি। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্য দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারিও। |