টাকা ফেরতের দায় সুব্রত রায়ের নয়, দাবি সহারার
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
লগ্নিকারীদের ২৪,০০০ কোটি টাকা ফিরিয়ে দেওয়ার দায় বর্তায় না সহারা কর্তা সুব্রত রায়ের উপর। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আদালত অবমাননা সংক্রান্ত মামলার শুনানিতে এ কথা জানালেন, সংস্থার আইনজীবী রাম জেঠমালানি। তাঁর দাবি, সুব্রতবাবু সহারা গোষ্ঠীর প্রধান ঠিকই। কিন্তু সে জন্য গোষ্ঠীর দুই সংস্থার তোলা টাকা লগ্নিকারীদের ফিরিয়ে দিতে তিনি দায়বদ্ধ নন। লগ্নিকারীদের ইতিমধ্যেই টাকা মেটানো হয়েছে বলেও দাবি জেঠমালানির। যদিও আগেই সেবি দাবি করেছিল, দুই সংস্থার তোলা টাকা গোষ্ঠীর অন্য সংস্থায় খেটেছে। ফলে ওই তহবিল ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ না-মানার ক্ষেত্রে সমান দোষী সুব্রতবাবু। তাই তাঁর শাস্তি হওয়া উচিত। সহারার আগের বক্তব্যের সঙ্গে এ দিনের বক্তব্যের মিল নেই, জানিয়েছে আদালত।
পুরনো খবর: লগ্নিকারীদের ২৪ হাজার কোটি ফেরাতে সহারাকে নির্দেশ কোর্টের
|
অন্ডাল-বেহালা হেলিকপ্টার চালাতে চুক্তি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বেহালা ও অন্ডালের মধ্যে নিয়মিত হেলিকপ্টার চালাতে চুক্তি করল পবনহংস এবং অন্ডাল বিমানবন্দরের নির্মাতা সংস্থা ‘বেঙ্গল এরোট্রোপলিস প্রজেক্টস লিমিটেড’ (বিএপিএল)। মঙ্গলবার মহাকরণে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই চুক্তিতে স্বাক্ষর করেন বিএপিএল-এর ডিরেক্টর পার্থ ঘোষ এবং পবনহংস লিমিটেডের এগ্জিকিউটিভ ডিরেক্টর সঞ্জয় বেল। মুখ্যমন্ত্রী জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে এই উড়ানের। গত মার্চ থেকে কলকাতায় একটি ১১ আসনের হেলিকপ্টার এনে রেখেছে পবনহংস। এক বার সেটি ভাড়া নিয়েছে রাজ্য । বেশ কয়েক বার বিলাস-ভ্রমণের জন্য উড়েছে শহরের আকাশে। সঞ্জয় জানান, এ বার সেটি নিয়মিত বেহালা থেকে অন্ডাল যাতায়াত করবে। তবে সপ্তাহে কত দিন সেটি যাতায়াত করবে, কত ভাড়া হবে, তা চূড়ান্ত হয়নি। দুর্গাপুরের অন্ডালে বেসরকারি উদ্যোগে তৈরি এই বিমানবন্দর এখনও উড়ান চালানোর ছাড়পত্র পায়নি। তবে সেখান থেকে হেলিকপ্টার পরিষেবা চালু করা যাবে বলে কেন্দ্র জানিয়েছে। বাণিজ্যিক কারণে পবনহংস এই রুটে নিয়মিত যাত্রী পাবে বলে অনেকে মনে করছেন। বিএপিএল-এর ডিরেক্টর পার্থবাবু বলেন, “অন্ডাল থেকে বিমান-জ্বালানি নিলে রাজ্য তার উপরে কর নেবে না। ফলে, অন্ডাল থেকে অনেক সংস্থাই বিমান চালাতে আগ্রহী হবে বলে আমাদের আশা।”
পুরনো খবর: কলকাতা-দুর্গাপুর কপ্টার চালুর আশা অগস্টেই
|
স্পট এক্সচেঞ্জ নিয়ে তদন্ত শুরু সেবির
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
পণ্য লেনদেনের বাজার ন্যাশনাল স্পট এক্সচেঞ্জ (এনএসইএল)-এ দাম মেটানো সংক্রান্ত সাম্প্রতিক সমস্যার সঙ্গে কিছু ব্রোকার জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখেতে তদন্ত শুরু করেছে সেবি। সম্প্রতি সেবি অভিযোগ পেয়েছে, কিছু বোকার ১৫% মুনাফা করানোর প্রলোভন দেখিয়ে বহু লগ্নিকারীকে দিয়ে বিনিয়োগ করিয়েছে। এনএসইএলে সম্প্রতি দাম মেটানো সংক্রান্ত সমস্যার সৃষ্টি হয়েছে। অভিযোগ, প্রায় ৬ হাজার কোটি টাকার দাম মেটানো হয়নি। সেবি তদন্ত করে দেখছে, কোনও ব্রোকার লগ্নিকারীদের শেয়ার বাজার থেকে টাকা তুলে এনএসইএলে বিনিয়োগ করতে কাউকে প্ররোচিত করেছে কি না।
|
অ্যামওয়ের প্রয়াস
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতা থেকে সারা দেশের বাজারে ত্বকচর্চার নতুন পণ্যসম্ভার, ‘আর্টিসট্রি ইয়ুথ এক্সটেন্ড’ আনল অ্যামওয়ে ইন্ডিয়া। এই প্রত্যক্ষ বিপণন সংস্থাটির দাবি, ভারতে তাদের সৌন্দর্যচর্চার ব্যবসা আরও পোক্ত করতে আনা হয়েছে বয়সের ছাপ আটকানোর জন্য তৈরি আন্তর্জাতিক মানের এই সব পণ্য। এগুলি বিশ্ব বাজারে অ্যামওয়ের আর্টিসট্রি ব্র্যান্ডের অন্তর্ভুক্ত।
|
নতুন নোটে মহাত্মা গাঁধীর বদলে অন্য মনীষীর ছবি ছাপা যাবে না, জানাল রিজার্ভ ব্যাঙ্কের কমিটি। কারণ এ ক্ষেত্রে গাঁধীর বিকল্প নেই। ২০১০-এ কমিটি গড়ে তারা। মঙ্গলবার রাজ্যসভায় এ কথা জানান অর্থ প্রতিমন্ত্রী নমো নারায়ণ মীনা। |