ময়দানের যুদ্ধ শুরুর আগে মাঠে অভিনব সম্প্রীতির দৃশ্য!
শনিবাসরীয় যুবভারতীতে যেন কলকাতার তিন প্রধানের মিলনমেলা। শহরের ফুটবল মক্কায় একই সঙ্গে প্রাক মরসুম প্রস্তুতিতে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডানের।
ওডাফা-টোলগে-মেহতাবদের ‘রিইউনিয়নে’ ছিল নস্ট্যালজিয়া, ছিল অনেক পুরনো মুহূর্ত ফিরে দেখা। ইস্ট-মোহন চিরপ্রতিদ্বন্দ্বিতা উধাও। শনিবার সকালে হঠাৎ সাক্ষাতে বরঞ্চ হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন দুই কোচ করিম বেঞ্চারিফা ও মার্কোস ফালোপা। অনুশীলন শেষে তো করিম বলেও গেলেন, “মাঠের যে দুটো ক্লাব চিরপ্রতিদ্বন্দ্বী, তাদের কোচের মধ্যেও রেষারেষি তৈরি হয়ে যায়। তবে মাঠের বাইরে ফালোপা আমার বন্ধু।” পাল্টা বিনয়ের সুর লাল-হলুদের ব্রাজিলীয় কোচের গলাতেও। ফালোপা বলছিলেন, “করিম ভাল কোচ। মোহনবাগানও দারুণ দল।” |
আপাতত যুযুধান নয়। শনিবার যুবভারতীতে ‘বন্ধু’ করিম-ফালোপা, মোগা-ওডাফা। ছবি: শঙ্কর নাগ দাস |
‘ফ্রেন্ডশিপ ডে’র প্রাক্কালে তিন প্রধানের ফুটবলারদের মধ্যেও ময়দানি রেষারেষি ছাপিয়ে উঠে এলো বন্ধুত্ব। এই মরসুমের বড় ম্যাচে যে দু’জন আলাদা জার্সি পরে মাঠে নামবেন, গত মরসুমেও যাঁদের মধ্যে হাতাহাতি হয়ে গিয়েছে, সেই ওডাফা-মোগাও মেলালেন হাত। করলেন হাসিঠাট্টা। “ওডাফার সঙ্গে আমার সম্পর্ক খুব ভাল,” পরে সবাইকে অবাক করে বলছিলেন মোগা। ওডাফার সঙ্গে গত মরসুমে আরও যাঁর দূরত্ব তৈরি হয়েছিল, সেই টোলগেকেও এ দিন দেখা গেল তাঁর প্রাক্তন সতীর্থের সঙ্গে প্রায় কোলাকুলি করতে।
সম্প্রীতির আকাশেও কিন্তু থেকে গেল সমস্যার কালো মেঘ। টেনশনের চোরাস্রোত।
ইস্টবেঙ্গলের নতুন সদস্য জেমস মোগার ফিটনেস নিয়ে যেমন প্রশ্ন তুলে দিলেন গোলকিপার কোচ ও ফিজিক্যাল ট্রেনার আমেরিকো। লাল-হলুদের সুদানিজ তারকাকে এখনই ফিট সার্টিফিকেট দিতে নারাজ তিনি, “এখনই মোগাকে ফিট বলতে পারছি না। কয়েক দিন দেখি।” অন্য দিকে এ দিন প্রস্তুতি ম্যাচে ইস্টবেঙ্গল অনূর্ধ্ব ১৯ দলকে ৪-০ হারিয়েও প্রথম দল নিয়ে সংশয়ে ফালোপা। “আরও কয়েকটা ম্যাচের পরে বলতে পারব প্রথম দল কী হবে,” বলছেন তিনি। তাঁর জন্য অবশ্য সুখবর, টিমের প্রধান বিদেশি চিডি রবিবার বিকেলেই শহরে ঢুকে পড়ছেন।
বাগানের বিদেশি সমস্যা আবার নতুন মোড় নিল। ভিসা সমস্যায় আটকে যাওয়ায় এখনই শহরে ট্রায়াল দিতে আসতে পারছেন না ক্লাবের চতুর্থ বিদেশি। “পল ও আবু কবে এসে পৌঁছবে জানি না। আগামী সপ্তাহে ভিসা সমস্যা মেটানোর কথা হয়েছে,” বলছেন করিম। সোমবার মোহন কর্তাদের সঙ্গে কথা বলে আবাসিক শিবিরের দিনক্ষণ ঠিক করবেন তিনি।
আবদুল আজিজের মহমেডানেও সমস্যা বিদেশি নিয়ে। মরসুমের প্রথম প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব ১৯ দলকে ৪-১ হারিয়েও টোলগের থেকে আরও ভাল পারফরম্যান্স দাবি করলেন আজিজ। বলে দিলেন, “আরও ভাল খেলতে হবে টোলগেকে। মরসুম শুরুর আগে আরও প্রস্তুতি ম্যাচ খেলব। টোলগে যথেষ্ট সুযোগ পাবে।”
|