ট্রফিই মোক্ষ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের দুই চিরপ্রতিপক্ষ স্ট্রাইকারের। তাই শহরে পা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অনুশীলনে নেমে পড়লেন মোহন-ইস্টের দুই হৃদপিণ্ড ওডাফা ওকোলি এবং জেমস মোগা।
ওডাফা সকালে হালকা অনুশীলন করলেও মোগা যুবভারতী ও ইস্টবেঙ্গল মাঠে ভরপুর অনুশীলন করলেন দু’বেলা। গত আই লিগে মোহনবাগান-পুণে ম্যাচ শেষে পুণের মাঠে দুই বিদেশি জড়িয়ে পড়েন হাতাহাতিতে। এ বার দু’রকম চ্যালেঞ্জ দু’জনের সামনে। ওডাফার লক্ষ্য টানা তিন মরসুম ট্রফিহীন (গত বছর ফাইনাল না খেলে পাওয়া এয়ারলাইন্স ট্রফি কার্যত মূল্যহীন) মোহনবাগানকে খেতাব জেতানো। আর মোগার লক্ষ্য, লাল-হলুদকে আই লিগ দেওয়া। ইগোর লড়াই সরিয়ে রেখে দু’জনেই বলছেন, “ট্রফি পাওয়াটাই এক এবং অদ্বিতীয় লক্ষ্য।” আর তা সফল করার দৌড়ে নেমে দু’জনেই যেন শান্তির চাদরে নিজেদের ঢেকে রাখছেন। মোগা বলছেন, “ওডাফা অনেক বড় প্লেয়ার। ওর সঙ্গে আমার সমস্যা নেই।” পাল্টা ওডাফার মন্তব্য, “কারও সঙ্গে আমার ঝামেলা নেই। টোলগেদের মিস করব।” |
উত্তরপাড়া ফুটবল অ্যাকাডেমিকে প্রস্তুতি ম্যাচে এ দিন ৩-১ হারাল বাগান। জোড়া গোল সাবিথের। ওডাফা প্রসঙ্গে করিম বলছেন, “শনিবার থেকে পুরোদমে ওকে নিয়ে পড়ব।” যা শুনে ওডাফা বলছেন, “করিম বড় দাদার মতো। নাইজিরিয়ায় হালকা অনুশীলন চালিয়ে গিয়েছি। এ বার দলের মাঝমাঠ অনেক জোরদার। ফলে প্রচুর বল আসবে। তার জন্য তৈরি হচ্ছি।”
মোগারও দাবি, তিনি খেলার মধ্যেই ছিলেন। “দেশের হয়ে খেলার জন্য ফিটনেস হারাইনি। সেটাকেই ঝালিয়ে নিতে হবে।” কোচ ফালোপা সম্পর্কে মন্তব্য,“মজার মানুষ। অতীতেও ব্রাজিলীয় কোচের অধীনে খেলেছি। বোঝাপড়ায় সমস্যা হবে না।” তবে মোগার ফিটনেস নিয়ে তাঁর কোচ বললেন, “পেশি কিছুটা নমনীয়তা হারিয়েছে। আশা করছি, সপ্তাহ দু’য়েকের মধ্যে ছন্দে ফিরবে।”
|
ছবি: উৎপল সরকার, শঙ্কর নাগ দাস
|