লক্ষ্য একটাই, ৫-০। জিম্বাবোয়ের মাটিতে সম্ভাব্য হোয়াইটওয়াশের হাতছানির সামনে কি আর উইনিং কম্বিনেশন ভাঙার ঝুঁকি নেবেন বিরাট কোহলি? যদি না নেন, তা হলে পরভেজ রসুল, অজিঙ্ক রাহানেদের আর এই সফরে খেলা হবে না।
তবে জম্মু-কাশ্মীরের লেগ স্পিনার রসুলকে শেষ ম্যাচে খেলানোর দাবি তুলেছেন খোদ সে রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বুলাওয়াতে সিরিজের চতুর্থ ম্যাচের সময়ই তিনি টুইট করেন, ‘জিম্বাবোয়েতে কোনও ম্যাচে পরভেজ রসুলকে সুযোগ দেওয়া হল না দেখে বেশ হতাশ হলাম। কাম্ অন বিসিসিআই, ওকে নিজেকে প্রমাণ করার সুযোগ দেওয়া হোক।” বোর্ড না হয় এখন আভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত। কিন্তু কোহলি এই টুইটের খবর পেয়ে থাকলে পরভেজকে শেষ ম্যাচে খেলানোর উদ্যোগ নিলেও নিতে পারেন।
কিন্তু তাঁকে খেলাবেন কার জায়গায়? অমিত মিশ্র আগের ম্যাচে তিন উইকেট নিয়েছেন। সিরিজে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট (১২) এখন পর্যন্ত তাঁরই। আর রবীন্দ্র জাডেজা যে রকম অলরাউন্ড ফর্মে রয়েছেন, তাতে তাঁকে বসানোও প্রায় অসম্ভব। রাহানেরও একই অবস্থা। রোহিত যা-ও বা রানে ছিলেন না, তিনিও আগের ম্যাচে ৬৪ নট আউট ছিলেন। তাই দলে পরিবর্তন আনা মুশকিল। দল নিয়ে অবশ্য বেশি ভাবছেন বলে মনে হচ্ছে না কোহলি। বরং বাড়ির কথাই বোধহয় বেশি মনে পড়ছে তাঁর। টুইট করেছেন, “বুলাওয়ার তুমুল ঠান্ডায় বাড়ির গরম পরোটার কথা মনে পড়ছে।” |
ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তৈরির সফরে অবশ্য রসুলকে সুযোগ দেওয়াও হতে পারে। যেমন বৃহস্পতিবারের ওয়ান ডে-তে সুযোগ দেওয়া হল পূজারা, মোহিত শর্মাদের। বুলাওয়াতে মোহিত জীবনের প্রথম ম্যাচেই জোড়া উইকেট নিয়ে মাতিয়ে দেন। সফল অভিষেকের পরে চেন্নাই সুপার কিংসের পেসার বলেন, “দারুণ অনুভূতি। আইপিএলে মাহি-ভাইয়ের নেতৃত্বে খেলে চাপ সামলানো শিখেছি। সেই অভিজ্ঞতাই এখানে কাজে লাগালাম।” সঙ্গে যোগ করেছেন, “প্র্যাকটিসটাও আমরা এ ভাবেই করে থাকি। ম্যাচের পরিস্থিতি তৈরি করে প্র্যাকটিস করি। তাতেও চাপ সামালানোর অভ্যাসটা অনেকটাই হয়েছে।” ভারতীয় দলের বোলিং কোচ জো ডস-কেও কৃতিত্ব দিয়েছেন মোহিত। |