মহিলাদের নিরাপত্তা-সহ নিকিতা দত্ত হত্যায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে টানা এক ঘণ্টা ধরে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন মহিলারা। উত্তেজিত কিছু মহিলা জানলা লক্ষ করে ঢিল ছুড়লে কাচ ভেঙে যায়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ আচমকা মিছিল করে থানায় গিয়ে ঘেরাও বিক্ষোভ চালানোর ঘটনায় পুলিশ হকচকিয়ে যায়। তাঁদের মধ্যে সিপিএম, এসইউসি-সহ নানা রাজনৈতিক দলের নেত্রীদের অনেককেই দেখা গিয়েছে। ছিলেন অনেক সাধারণ মহিলারাও। মহিলারা থানা ঘিরে বিক্ষোভ চালাচ্ছে খবর পেয়ে ফালাকাটা থানার আইসি ধ্রুব প্রধান সেখানে পৌঁছন। আইসি নিজের দফতরে মহিলাদের পাঁচ জন প্রতিনিধিকে ডাকেন। |
তাঁরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান। শহরে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন। তাঁদের দাবির বিষয়গুলি পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে বলে আইসি আশ্বাস দিলে এক ঘণ্টা পর বিকাল সাড়ে ৫টায় তাঁরা ঘেরাও তোলেন।
এ দিন দল বেঁধে মহিলারা থানায় গিলে তাঁরা যাতে ভিতরে ঢুকতে না পারেন সে জন্য তড়িঘড়ি নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা থানার গেট বন্ধ করে দেন। গেট বন্ধ করতে দেখে থানা ঘিরে ফেলেন মহিলারা। কয়েকজন আন্দোলনকারী থানার গেট ঝাঁকিয়ে থানার লক আপে বন্দি নিকিতা খুনে অভিযুক্ত খুলু সহ-বাকি দুই জনকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানাতে থাকেন। পুলিশ তাদের শাস্তি দিতে পারে না, আদালত তাদের বিচার করবে বলে গেটের উল্টো দিক থেকে পুলিশ কর্মীরা বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন। তা শুনে কয়েক জন মহিলা পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন। |
কয়েকজনকে বলতে শোনা যায়, ৩ মাস পরে জামিনে ছাড়া পেয়ে ওই দুষ্কৃতীরা কোনও কিশোরীকে গুলি করে খুন করবে না তার নিশ্চয়তা কে দেবেন?” মহিলাদের মিছিলে অংশ নেওয়া ফালাকাটা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা সিপিএম নেত্রী তৃপ্তি দে এবং এসইউসি নেত্রী রেখা ঘোষ বলেন, “শান্তিপূর্ণ ভাবে আমরা মিছিল করে থানায় স্মারকলিপি দিতে গিয়েছিলাম। মিছিল থেকে উত্তেজিত কেউ ঢিল ছুড়ে থাকলে তা জানি না। ঢিল ছোড়া আমরা সমর্থনও করি না।” কয়েক জন জানান, থানার গেট আটকে দিলে লক আপে থাকা অভিযুক্তরা তা দেখে হাসছিলেন। তা মেনে নিতে না পেরে কেউ ঢিল ছোড়ে। তাতে কাচ ভেঙে যায়। ফালাকাটার এক গৃহবধূ রুনা পাল বলেন, “পুলিশ অভিযুক্ত ৩ জনকে জামাই আদর করে রেখেছে। আমাদের হাতে তুলে দিক। পুলিশ না পারলে আমরাই শাস্তি দেব।” |
গত রবিবার দিন দুপুরে পড়ে বাড়ি ফেরার সময় সুভাষ কলোনির বাসিন্দা ফালাকাটা গার্লস হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী নিকিতা দত্তের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে দুষ্কৃতীরা। শহরের এ ধরনের ঘটনা আগে কখনও হয়নি। মূল অভিযুক্ত গোপাল আচার্য, নিকিতার প্রাক্তন গৃহ শিক্ষক বিজিত দত্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তাপস দাস ওরফে খুলু-কে শিলিগুড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। গত সোমবার তাদের তিনজনকে আদালতে তোলা হলে ১৪ দিন পুলিশ হাজতের নির্দেশ দেয় আদালত। ঘটনার পর ফালাকাটা জুড়ে উত্তেজনার পারদ ক্রমশ উঠতে শুরু করেছে। বুধবার দোষীদের ফাঁসির দাবিতে কয়েক হাজার মানুষ মিছিল করেন। পঞ্চায়েত নির্বাচনের পর বৃহস্পতিবার নিকিতার স্কুল খুললে স্কুলের শিক্ষিকা এবং ছাত্রীরা আত্মার শান্তি কামনা করেন। প্রধান শিক্ষিকা শিপ্রা দেব (সাহা রায়) ছাত্রীদের পথে চলাফেরার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়ে স্কুল ছুটি দেন। |