তত্ত্বাবধায়ক কলেজ ইউনিয়নের এসএফআই সদস্য সমর্থকদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন কলেজের অধ্যক্ষ। প্রতিবাদে বৃহস্পতিবার জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা কলেজে ধর্মঘট করল এসএফআই সমর্থকেরা। তাদের দাবি, ছাত্রীদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চাইছেন কর্তৃপক্ষ। তা মেনে নেওয়া যায় না। ছাত্রীদের নামে পুলিশের কাছে অভিযোগ প্রত্যাহার করতে হবে। প্রসন্নদেব মহিলা কলেজে অধ্যক্ষ শান্তি ছেত্রী বলেন, “ছাত্রীদের অধিকার কেড়ে নেওয়ার ব্যাপার নেই। গঠনতন্ত্র অনুসারে তত্ত্বাবধায়ক ইউনিয়ন অধ্যক্ষের নির্দেশ মেনে কাজ করবে। তা করেনি। নোটিস না মেনে ইউনিয়ন রুমের তালা ভাঙা হয়েছে। তাই পুলিশের কাছে অভিযোগ করতে বাধ্য হয়েছি।” এ দিন এসএফআই সদস্যরা কলেজে ধর্মঘট পালন করে। কলেজে প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। এই ধর্মঘটের ফলে তাদের পড়াশোনা ব্যাহত হল। |
কলেজ কর্তৃপক্ষ জানান, এসএফআইয়ের নিয়ন্ত্রণে থাকা ইউনিয়নের সময়কাল শেষ হয়ে গিয়েছে। এখন তা কলেজে তত্ত্বাবধায়ক ইউনিয়নের কাজ করছে। তারা ইউনিয়নের ঘর ব্যাবহার করছিল। তা নিয়ে কলেজে দুটি পরস্পর বিরোধী ইউনিয়নের মধ্যে রোজ গোলমাল হচ্ছে। সে কারণে অধ্যক্ষ নোটিশ দিয়ে ইউনিয়নের ঘরে তালা লাগিয়ে দেন। নোটিশে জানিয়ে দেওয়া হয় ইউনিয়ন ঘরের তালা খোলার চেষ্টা শাস্তিযোগ্য অপরাধ। বুধবার সেই তালা ভেঙে এসএফআই সমর্থকদের একাংশ ইউনিয়নের ঘরে ঢুকে পড়ে। বিরোধী ছাত্র সংগঠনের তরফে অভিযোগ করা হয়। এর পরেই অধ্যক্ষ এসএফআই সদস্যদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। এসএফআই প্রসন্নদেব মহিলা কলেজের সম্পাদক মৌসুমী মণ্ডল বলেন, “তত্ত্বাবধায়ক ইউনিয়ন হলেও ইউনিয়নের ঘর ব্যবহার করার অধিকার আছে। ঘরটি ছাড়া আমরা কোথায় বসে কাজ করব। তৃণমূল কংগ্রেসের চাপে পড়ে অধ্যক্ষ ঘরে তালা দিয়েছেন। আমাদের দাবি, দ্রুত পুলিশের কাছে করা অভিযোগটি প্রত্যাহার করতে হবে।” ইউনিয়ন ঘর ব্যাবহার করতে না দিলে তারা কলেজে লাগাতার ধর্মঘট শুরু করবেন। |