দলবদলের আকাশে যে তিন তারকার দিকে তাকিয়ে গোটা বিশ্ব, তার মধ্যে অর্থের দিক থেকে সবথেকে এগিয়ে গ্যারেথ বেল। প্রস্তাব ৯৫ মিলিয়ন পাউন্ডের। বিশ্ব ফুটবলের ইতিহাসে যা প্রথম। ইংল্যান্ড ছেড়ে স্পেনে খেলতে মরিয়া হলেও বেল টটেনহ্যাম হটস্পার ছেড়ে রিয়াল মাদ্রিদের প্রস্তাবে সারা দিতে পারবেন কি না স্পষ্ট নয়।
স্পারের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি বেলকে এ মরসুমে ছাড়তে চান না। তাঁর বাবা-মা-র সঙ্গেও দফায় দফায় বৈঠক করছেন লেভি। প্রাক মরসুম সফরে রিয়াল এখন মার্কিন মুলুকে। শোনা যাচ্ছে ফিওরেন্তিনো পেরেজ-এর সঙ্গে দেখা করতে লেভি আগামী সপ্তাহে মায়ামি উড়ে যাচ্ছেন।
রিয়ালও কম যায় না। রেকর্ড অর্থের প্রস্তাব খারিজ হয়ে গেলে বিকল্প ‘প্যাকেজ’-এর প্রস্তাব দিতে পারেন পেরেজ। যা হল, অর্থ সঙ্গে দুই প্লেয়ার অ্যাঞ্জেল ডি মারিয়া আর ফাবিও কোয়েন্ত্রাও। লেফট ব্যাট বা উইঙ্গার দুই পজিশনেই খেলার ক্ষমতা থাকায় স্পারের বস আন্দ্রে ভিয়াস বোয়াস-এর নাকি কোয়েন্ত্রাওকে দারুণ পছন্দ। তাই লেভির পক্ষে বেল-কে আটকানো আর সহজ হবে না বলেই মনে করছে ব্রিটিশ মিডিয়া।
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আবার জোড়া ধাক্কা খেতে চলেছে। বার্সেলোনা থেকে সেস ফাব্রেগাস-কে ছিনিয়ে আনার ৩৫ মিলিয়ন পাউন্ডের শেষ চেষ্টাও বাতিল হতে পারে। ফাব্রেগাস ঘনিষ্ঠ মহলে নাকি বলেছেন, আর্সেনাল ছেড়ে মাত্র দু’বছর স্পেনে আসায় এখনই তিনি ফিরে যেতে চান না। বার্সেলোনায় প্রথম একাদশে জায়গা করে নিতে লড়াই করতে চান।
ম্যান ইউ বস ডেভিড মোয়েসকে দ্বিতীয় ধাক্কা দিতে চলেছেন ওয়েন রুনি। ইংল্যান্ড স্ট্রাইকারের সঙ্গে গত দু’সপ্তাহ ধরে দফায় দফায় বৈঠক করেও মোয়েস তাঁকে পরিকল্পনা অনুযায়ী রাজি করাতে পারেননি। রুনি শিবিরের সবথেকে বড় আপত্তি ম্যান ইউ-এ রবিন ফান পার্সির পর তাঁকে দ্বিতীয় পছন্দের স্ট্রাইকারের জায়গা দেওয়ায়। যেটা গত মরসুমে অ্যালেক্স ফার্গুসন করেছেন। ম্যানেজারের পদে না থাকলেও ম্যান ইউ-এর ডিরেক্টরের পদে এখনও বহাল রয়েছেন স্যার অ্যালেক্স। তাই মোয়েসের সঙ্গে যতই ভাল সম্পর্ক থাকুক, প্রথম দলে ফিরতে রুনিকে প্রচুর কাঠ-খড় পোড়াতে হবে। যেটা চাইছে না রুনি শিবির।
হংকং-এ টিমের প্র্যাকটিসে এক দিন নেমেই হ্যামস্ট্রিং-এ চোট পেয়ে বাড়ি ফিরে এসেছেন রুনি। টিমের বাকি ফুটবলাররা ৫-২ হারায় হংকংয়ের কিচি-কে। যার পর আপাতত রুনির প্রসঙ্গ ভুলে জয় নিয়ে মেতে রয়েছেন মোয়েস।
|