করিম বেঞ্চারিফা কি নতুন মরসুমের মোহনবাগান দল নিয়ে খুশি নন?মঙ্গলবার করিমের কথায় যেন সে রকমই ইঙ্গিত পাওয়া গেল।
এমনিতেই মরক্কান কোচ বাগান কর্তাদের যে তালিকা দিয়েছিলেন, সেই অনুযায়ী অধিকাংশ ফুটবলারকে পাওয়া যায়নি বলে ক্লাব সূত্রের খবর। এ দিন নতুন মরসুমে তাঁর প্রথম অনুশীলনের পর মোহনবাগান কোচের গলায় অপ্রত্যাশিত ভাবে ইস্টবেঙ্গলের প্রশংসা। “গত দু’তিন বছর ধরে ইস্টবেঙ্গল খাতায়-কলমে ধারাবাহিক ভাবে খুব ভাল দল গড়ছে,” বলে করিমের নিজের দল সম্পর্কে মন্তব্য, “এ বার আর্থিক মন্দার কারণে মোহনবাগান কিছু ভাল ফুটবলার সই করালেও সবাইকে পায়নি।” বাগান কোচের কথার মাঝেই যেন হতাশা ধরা পড়ছিল!
গত তিন সপ্তাহ ধরে মোহনবাগান অনুশীলন করলেও এ দিনই প্রথম মাঠে নামলেন সবুজ-মেরুনের হেডমাস্টার। মাঠে নামার আগে ড্রেসিংরুমে এক ঘণ্টারও বেশি সন্দীপ-কাতসুমি-ইচেদের ‘থিওরি ক্লাস’ নেন করিম। |
ফুটবলারদের আলোয় ফেরাতে নেমে পড়লেন করিম। মঙ্গলবার মোগনবাগান মাঠে। ছবি: উৎপল সরকার |
মাঠের অনুশীলনেও পাওয়া গেল অভিনবত্ব। বল ছাড়া ফুটবলারদের জায়গা দখলের অনুশীলনের সঙ্গেই চলল একজন ফুটবলারকে দিয়ে অন্য প্লেয়ারকে আটকে দেওয়ার বিশেষ প্র্যাকটিসও। তবে গোলকিপার কোচ এখনও ঠিক না হওয়ায় সন্দীপ-শিল্টনদের নিজেদেরই অনুশীলন চালিয়ে যেতে হচ্ছে। করিম অবশ্য বলছেন, “ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে। খুব তাড়াতাড়ি গোলকিপার কোচ ঠিক হয়ে যাবে।”
৭-৮ অগস্ট আবাসিক শিবির শুরু করতে চান করিম। শোনা যাচ্ছে অধিনায়ক ওডাফা চলে আসবেন তার দিন দুই আগে। করিমের হাবভাব দেখে মনে হল, নাইজিরিয়ান গোলমেশিন আসলেই আবাসিক শিবিরে যেতে চান তিনি। কোচের আশা, তত দিনে হয়তো বাগানের চতুর্থ বিদেশিও ঠিক হয়ে যাবে। “কিছু দিনের মধ্যেই ট্রায়ালে আসবে দুই বিদেশি ফুটবলার। ওডাফাও চলে আসছে কিছু দিনের মধ্যে। শিবিরে সবাইকে পাওয়া গেলে তো ভালই হয়,” বললেন তিনি।
মোহনবাগানে যখন আবাসিক শিবির ভাবনা-চিন্তার স্তরে, তখন ইস্টবেঙ্গলের আবাসিক শিবির শেষের পথে। শুরু থেকেই কিন্তু এ বাপারে করিমকে পিছনে ফেলে দিয়েছেন লাল-হলুদের নতুন ব্রাজিলীয় কোচ ফালোপা। করিম যদিও এ সব নিয়ে ভাবিত নন। উল্টে ফালোপা সম্পর্কে বলে দিলেন, “ওকে তো ইস্টবেঙ্গলের কোচ হওয়ার আগে থেকেই চিনি। তবে আলাপ নেই। আশা করি ডার্বির আগেই সেটা সেরে ফেলব।” |