রবীন্দ্রভারতী-কাণ্ডে দুষ্কৃতীরা অধরাই
নিজস্ব সংবাদদাতা |
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বি টি রোড ক্যাম্পাসে এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারল না পুলিশ। অভিযোগ, গত সোমবার স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের ছ’জন ছাত্র এবং এক ছাত্রী ইউনিয়নের কার্যালয়ে নিয়ে গিয়ে মারধর এবং শ্লীলতাহানি করে। এর পরে মঙ্গলবার ওই ছাত্রী ওই সাত জনের বিরুদ্ধে সিঁথি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরে ওই ছাত্রী অসুস্থ বোধ করায় তাঁকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ছাত্রীর অভিযোগ, তিনি সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ বিশ্ববিদ্যালয়ের সামনে বাস স্টপে দাঁড়িয়েছিলেন। সেই সময়ে অভিযুক্ত ছাত্রেরা এসে তাঁকে জোর করে বিশ্ববিদ্যালয়ের হস্টেলের একটি ঘরে নিয়ে যায়। সেখানে তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।
পুরনো খবর: রবীন্দ্রভারতীতে শ্লীলতাহানি
|
নির্যাতিত নাবালিকার সৎবাবা ধৃত |
ফুলবাগানে এক আইনজীবীর বাড়িতে নাবালিকার উপরে যৌন নির্যাতনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উত্তম দাস নামে ওই অভিযুক্ত মঙ্গলবার বিকেলে আলিপুরে ধরা পড়ে। উত্তম মেয়েটির সৎবাবা। তবে অভিযুক্ত পুলিশকর্মী মিলনের খোঁজ পাননি গোয়েন্দারা। নাবালিকার অভিযোগ, আইনজীবী লাভলি চাড্ডার বাড়িতে তার উপরে যৌন নির্যাতন চালায় ওই পুলিশকর্মী। অভিযোগের ১০ দিন পরেও মিলনকে ধরা না-পড়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন আইনজীবীদের একাংশ। মেয়েটির মাকে আগেই গ্রেফতার করা হয়েছে।
পুরনো খবর: মেয়ে ঘরে ফিরলেই বুকে জড়িয়ে ধরব, বলছেন মাসি
|
রাতে কাঁকুড়গাছিতে রেললাইনের ধারে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। রেল পুলিশের অনুমান, ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। তবে এলাকার লোকেদের দাবি, ওই ব্যক্তি কাঁকুড়গাছির বাসিন্দা। সম্প্রতি হাসপাতাল থেকে ফিরেছেন। তাঁর দেহ কী ভাবে রেললাইনে গেল? এর পিছনে রহস্য দেখছেন তাঁরা।
|
দু’টি দুর্ঘটনায় মৃত্যু দু’জনের |
বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের (৬০)। মঙ্গলবার সকালে, খিদিরপুর র্যাম্পের কাছে। পুলিশ জানায়, ১২ নম্বর রুটের একটি বেসরকারি বাসে করে যাচ্ছিলেন ওই বৃদ্ধ। হেস্টিংস মোড়ের কাছে বাস থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি। বাসের পিছনের চাকা তাঁকে পিষে দেয়। পুলিশ বাসটি আটক করেছে। তবে, চালক পলাতক। এ দিন রাত পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। অন্য দিকে, সোমবার গভীর রাতে পলতার ঘুসিপাড়ায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় বিশ্বজিৎ চক্রবর্তী (২৮) নামে এক ব্যক্তির। তিনি পুলিশের গাড়ির চালক ছিলেন। পুলিশ জানায়, ওই রাতে গ্যারাজে গাড়ি রেখে সাইকেলে বাড়ি ফেরার সময়ে দুর্ঘটনাটি ঘটে। হাসপাতালে বিশ্বজিৎবাবুকে মৃত ঘোষণা করা হয়। ট্রাকটিকে অবশ্য ধরা যায়নি।
|
অসমের রাষ্ট্রীয় মধ্যশিক্ষা পর্ষদের ৪২ লক্ষ ৭১ হাজার টাকার চেক জাল করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেহালা শাখা থেকে টাকা তুলে নেওয়ার ঘটনায় রাঁচি থেকে গ্রেফতার হল আরও এক অভিযুক্ত নরেশকুমার সিংহ (৫৭)। পুলিশ জানায়, নরেশ রাঁচিতেই কর্মরত। এই ঘটনায় আগেই গ্রেফতার হয়েছে নির্মল সিংহ। পুলিশ জানায়, রাঁচি থেকেই বাকি অভিযুক্তদের সঙ্গে মিলে নরেশ কাজটি করে। পুলিশ জানায়, ২০০৭-এ নরেশ হৃদ্রোগে আক্রান্ত হয়। মঙ্গলবার গ্রেফতারের পরে সে ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
|
মালবাহী একটি গাড়ির ধাক্কায় ভেঙে পড়ল তিনতলা বাড়ির বারান্দার অংশ। মঙ্গলবার, বিধান সরণিতে। এই ঘটনায় তিন জন জখম হন। আহতদের নাম অনিল চৌরাসিয়া, প্রকাশ জয়সোয়াল এবং শৈলেন্দ্র সিংহ। অনিল গাড়িটির চালক, প্রকাশ খালাসি। স্থানীয়েরাই তাঁদের হাসপাতালে নিয়ে যান। শৈলেন্দ্রকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। অনিল ও প্রকাশ হাসপাতালে ভর্তি।
|
যুবকের ছুরিতে রক্তাক্ত কিশোরী |
বেলগাছিয়া রোড এলাকায় বাড়ির কাছেই পাড়ার এক যুবকের ছুরিতে আহত হল একটি কিশোরী। তাকে আর জি কর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, যুবকটি মেয়েটিকে উত্ত্যক্ত করত, হুমকিও দিত। এক ব্যক্তির মৃত্যুতে পাড়ার ছেলেরা মঙ্গলবার রাতে শ্মশানে গিয়েছিলেন। যুবকটি সেই সুযোগে গলিতে মেয়েটিকে একা পেয়ে তার গলায়, হাতে ছুরি মেরে পালায়। |