কলকাতা বিমানবন্দরের নয়া টার্মিনালের ভিতরে বাড়ানো হচ্ছে দিক-নির্দেশিকার সংখ্যা। মঙ্গলবার বিমানবন্দরের অধিকর্তা বি পি শর্মা বলেন, “২০ অগস্টের মধ্যে আরও প্রায় ১৪৮টি নতুন নির্দেশিকা লাগানো হচ্ছে।” নয়া টার্মিনাল চালু হওয়ার চার মাস পরেও নির্দেশিকার পুরনো সমস্যা রয়েই গিয়েছে। বিদেশে বা দেশের অন্য বিমানবন্দরে বড় বড় বোর্ডে এমন ভাবে দিক-নির্দেশ করা থাকে, যাতে যাত্রীকে বিমান ধরতে গিয়ে বা বিমান থেকে নেমে শহরে ঢুকতে সমস্যায় পড়তে হয় না। কিন্তু, কলকাতার নতুন টার্মিনালে দিক নির্দেশ থাকলেও তা এত ছোট এবং তা বসানোর ক্ষেত্রে এত পরিকল্পনার অভাব ছিল যে নিত্যদিন সমস্যায় পড়ছিলেন যাত্রীরা।
কলকাতা বিমানবন্দরের পরমার্শদাতা কমিটি যে বিষয়টি নিয়ে অসন্তুষ্ট, তা এ দিন জানিয়ে দেন কমিটির চেয়ারম্যান তথা তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “যাত্রীদের এ নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে।” জানা গিয়েছে, সম্প্রতি ২৪ লক্ষ টাকা খরচ করে প্রায় দেড়শো নতুন সাইনবোর্ড বানানোর বরাত দিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
হাওড়া বা শিয়ালদহ স্টেশনে প্রি-পেড ট্যাক্সি বুথের সামনে ভাড়ার তালিকা টাঙানো থাকে। কিন্তু বিমানবন্দরের নতুন টার্মিনালে প্রি-পেইড ট্যাক্সি বুথের সামনে তেমন কোনও তালিকা নেই। সৌগতবাবু জানান, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ, দুই ধরনের যাত্রীদের কথা ভেবে বসানো হবে কিয়স্ক। বিমানবন্দর থেকে গন্তব্যের ভাড়া ‘টাচ-স্ক্রিন’ সেই কিয়স্ক থেকে যাত্রীরাই জেনে নিতে পারবেন। |