আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টে সহারা কর্তা সুব্রত রায়ের শাস্তি চাইল সেবি। অভিযুক্ত দুই সংস্থা এবং তার ডিরেক্টরদেরও শাস্তির আর্জি জানাল সেবি।
এর আগে সুব্রতবাবু আত্মপক্ষ সমর্থনে বলেছিলেন, আদালতের নির্দেশ মেনে সহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট ও সহারা ইনভেস্টমেন্ট ২৪ হাজার কোটি টাকা এখনও লগ্নিকারীদের না-ফেরানোর জন্য তাঁকে শাস্তি দেওয়া যায় না। সেই যুক্তি খণ্ডন করে সেবি বলে, সুব্রতবাবুর হাতেই সংস্থার ৭০% শেয়ার আছে ও প্রোমোটার হওয়ার দৌলতে তিনি ডিরেক্টরের সমপদে আসীন। কাজেই ওই সব ডিরেক্টর-সহ তাঁকেও এই দোষের সর্বোচ্চ শাস্তি, ছ’মাস পর্যন্ত হাজতবাস বা জরিমানা করা হোক। সংগৃহীত তহবিল গোষ্ঠীরই অন্য সংস্থায় লগ্নি হওয়ায়, সেগুলির বিরুদ্ধেও নেওয়া হোক ব্যবস্থা।
সহারা অবশ্য এক বিবৃতিতে জানিয়েছে, এ দিন সুব্রতবাবুর বিরুদ্ধে অবমাননার নোটিস জারি করেনি সুপ্রিম কোর্ট। সংস্থার দাবি, তাদের দু’টি সংস্থা হলফনামা দাখিল করেও তা লঙ্ঘন করেছে বলে যে অভিযোগ এনেছে সেবি, তা মানতে চায়নি আদালত। বরং সেবিকে প্রশ্ন করেছে, হলফনামার দায় কী ভাবে গোষ্ঠীর অন্য সংস্থার উপর বর্তাবে।
এ দিকে, এ দিনই সেবি আইন ও কোম্পানি আইন ভাঙার অভিযোগের পরিপ্রেক্ষিতে, বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট সুব্রতবাবু-সহ অভিযুক্ত দুই সংস্থা ও তাদের ডিরেক্টরদের ৩০ সেপ্টেম্বর হাজির হওয়ার জন্য নতুন করে সমন পাঠিয়েছে।
|