ইস্পাত শিল্পে প্রশিক্ষণ দিতে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ইস্পাত শিল্পে প্রশিক্ষণ দেওয়ার জন্য তৈরি হল আয়রন অ্যান্ড স্টিল সেক্টর কাউন্সিল। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএসডিসি) ও বণিকসভা বেঙ্গল চেম্বার অফ কমার্স-এর যৌথ প্রচেষ্টায় তৈরি এই কাউন্সিলের সদর দফতর হচ্ছে কলকাতায়। এনএসডিসি-র কর্তা দিলীপ শেনয় জানান, ২৪টি সেক্টর স্কিল কাউন্সিলের মধ্যে এই প্রথম একটি কাউন্সিলের সদর দফতর তৈরি হচ্ছে কলকাতায়। সংশ্লিষ্ট কর্তাদের দাবি, আগামী ১০ বছরে ইস্পাত শিল্পের জন্য ১২ লক্ষ দক্ষ কর্মী তৈরি করবে এই কাউন্সিল।
|
সুবিধা এয়ার ইন্ডিয়ায়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আরও বেশি যাত্রী পেতে এ বার বিমান টিকিটের সঙ্গে ভ্রমণ-প্যাকেজও দিতে শুরু করল এয়ার ইন্ডিয়া। অনলাইনে পর্যটনের ব্যবসা করা ‘মেক মাই ট্রিপ’-এর সঙ্গে যৌথ উদ্যোগে তারা দেশের ৭৩টি এবং বিদেশের ২টি শহরে মোট ১৫০টি এই রকম প্যাকেজের কথা ঘোষণা করেছে। সংস্থার এমডি রোহিত নন্দন বলেন, “শুধু টিকিট বিক্রি নয়, আমরা যাত্রীদের আরও বেশি সুবিধা দিতে চাই। দেশের পর্যটন মানচিত্রে আলাদা জায়গা করে নিতে চাই।”
|
অংশুমান দাস রাষ্ট্রায়ত্ত সংস্থা নালকো-র সিএমডি হয়েছেন।
বি কে নামদেব রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান পেট্রোলিয়ামের ডিরেক্টর (শোধনাগার)-এর দায়িত্বভার গ্রহণ করেছেন। |