টুকরো খবর
কর আদায়ে আরও কড়া অর্থমন্ত্রী
কর আদায়ের ক্ষেত্রে আরও কড়া হওয়ার বার্তা দিলেন অর্থমন্ত্রী পি চিদম্বরম। বুধবার কর দফতরের আধিকারিকদের প্রতি তাঁর নির্দেশ, যে ১২ লক্ষ পরিষেবা কর প্রদানকারী কর জমা দেওয়া বন্ধ করে দিয়েছে, এ বার তা আদায়ের লক্ষ্যেই এগোতে হবে তাঁদের। নজর রাখতে হবে, সরকারকে যে ১০০টি সংস্থা সব থেকে বেশি উৎপাদন শুল্ক চোকায় (৮০ শতাংশের বেশি), তাদের থেকে ঠিকঠাক কর আদায় করার উপরেও। এ দিন সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টমস-এর বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে অর্থমন্ত্রী জানান, দেশের উন্নতির জন্য রাজস্বের পরিমাণ বাড়ানোই কর দফতরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাই চলতি অর্থবর্ষে (২০১৩-’১৪) ৫.৬৩ লক্ষ কোটি টাকার বেশি পরোক্ষ কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করা উচিত তাদের। আর এ জন্যই আমদানি ও উৎপাদন শুল্কের পাশাপাশি বিভিন্ন পরিষেবা দেওয়া সত্ত্বেও যাঁরা কর দিচ্ছেন না বা দেওয়া বন্ধ করেছেন, তাদের থেকে সেই অর্থ আদায় করতেই হবে। তিনি বলেন, “কোনও সুদ ও জরিমানা ছাড়াই একবারে সব বকেয়া পরিষেবা কর মেটানোর সুবিধাও এনেছি আমরা।”

মিউচুয়াল ফান্ড চাঙ্গা করতে ব্যবস্থা
মিউচুয়াল ফান্ড শিল্পকে বাঁচাতে এ বার অক্সিজেন জোগানোর ব্যবস্থা করল রিজার্ভ ব্যাঙ্ক। পড়তি শেয়ার বাজার, বিক্রির চাপ ইত্যাদি কারণে গত বছর থেকেই লগ্নি হারাচ্ছে এই শিল্প। ফলে প্রবল অর্থসঙ্কটে ভুগছে বিভিন্ন সংস্থা। ইক্যুইটি নির্ভর ফান্ডের সমস্যাই সবচেয়ে বেশি। তাই এই শিল্পে ২৫ হাজার কোটি টাকার সংস্থান করে নগদের সঙ্কট মেটাবে শীর্ষ ব্যাঙ্ক। এ জন্য বুধবার থেকে তিন দিন বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ১০.২৫% হারে ২৫ হাজার কোটি টাকার ঋণের ব্যবস্থা করবে তারা। ওই টাকাই মিউচুয়াল ফান্ড শিল্পকে ঋণ হিসেবে দেবে বাণিজ্যিক ব্যাঙ্ক। বস্তুত, গত কয়েক মাস ধরেই একের পর এক ইক্যুইটি ভিত্তিক ব্যক্তিগত মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে বলে বাজার নিয়ন্ত্রক সেবি সূত্রের খবর। এই অ্যাকাউন্ট ‘ফোলিও নম্বর’ দিয়ে চিহ্নিত হয় (একই ব্যক্তির একাধিক ফোলিও অ্যকাউন্ট থাকতে পারে)। গত এপ্রিল-জুনে ইক্যুইটি নির্ভর ফান্ডের ফোলিও বন্ধ হওয়ার সংখ্যা ১১ লক্ষ। জুনের শেষে ফোলিও সংখ্যা দাঁড়িয়েছে ৩.২০ কোটি। মার্চের শেষে ছিল ৩.৩১ কোটি। ঋণপত্র নির্ভর ফান্ডে জুন শেষে তা ১.৭% বেড়েছে। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডেও লগ্নিকারীর সংখ্যা বেড়েছে। তবে ব্যালান্সড ফান্ডে (যেখানে শেয়ার, ঋণপত্রে মিলিয়ে লগ্নি) আবার ফোলিও সংখ্যা অনেকটাই কমেছে।

পুরনো খবর:

সহারাকে ভর্ৎসনা শীর্ষ আদালতের
লগ্নিকারীদের কাছ থেকে তোলা ২৪ হাজার কোটি টাকা ফেরত না-দেওয়ার জন্য বুধবার সহারা গোষ্ঠীকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। ৩১ অগস্টের মধ্যে ওই টাকা ফেরত না-দিলে গোষ্ঠীর কর্ণধার সুব্রত রায় এবং সহারার দুই অভিযুক্ত সংস্থার ডিরেক্টরদের শীর্ষ আদালতে হাজিরা দিতেও বলা হয়েছে। সেবিকে সহারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধা দেওয়ায় তাদের আপিল আদালতকেও (স্যাট) এক হাত নিয়েছে সুপ্রিম কোর্ট। তবে সুব্রত রায়ের তরফে তাঁর বক্তব্য শোনার আর্জির পরিপ্রেক্ষিতে এ দিন বিষয়টি নিয়ে রায় দেয়নি তারা।

পুরনো খবর:

গ্যাস জোগানে সার শিল্পকে অগ্রাধিকার
সার শিল্পে জোগান ছাঁটাই করে বিদ্যুৎ শিল্পকে বেশি প্রাকৃতিক গ্যাস সরবরাহ করার প্রস্তাব খারিজ করল ভারপ্রাপ্ত মন্ত্রিগোষ্ঠী। এ ক্ষেত্রে অগ্রাধিকার পাবে সারই। খরিফ মরসুমে ফসল উৎপাদনের জন্য যাতে পর্যাপ্ত ইউরিয়া জোগানো যায় ও কৃষক বিক্ষোভ এড়ানো যায়, তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত, জানান তেলমন্ত্রী বীরাপ্পা মইলি। তবে আগামী সোমবার বিদ্যুৎ শিল্পে গ্যাসের জোগান বৃদ্ধি নিয়েও ফের বৈঠক হবে বলে জানান তিনি। কেজি-ডি৬ তেল-গ্যাস ক্ষেত্রের উৎপাদন কমায় সেখান থেকে বিদ্যুৎ শিল্পে গ্যাস সরবরাহ এখন বন্ধ রয়েছে।

বাজারে নতুন গাড়ি
বাজারে এল হোন্ডা কারস্ ইন্ডিয়ার গাড়ি ‘ব্রিও’-র নতুন মডেল। সংস্থার দাবি, নতুন ব্রিও-তে ক্রেতাকে গাড়ি চালানোর ক্ষেত্রে আরও বেশি সুবিধা, আরাম ও নিরাপত্তা দেওয়ার জন্য কিছু বিশেষ বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। যেমন, ড্রাইভার সিট হাইট অ্যাডজাস্টার ও রিয়ার উইন্ডশিল্ড ডিফগার।

নতুন নিয়োগ
নির্মাল্য কুমার টাটা সন্সের গ্রুপ এগ্জিকিউটিভ কাউন্সিলের সদস্য মনোনীত হয়েছেন। তিনি যোগ দেবেন আগামী ১ অগস্ট থেকে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.