টুকরো খবর
বামশক্তি বাড়ল
আলিপুরদুয়ার ২ ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েতের ৫টি দখল করে শক্তি বৃদ্ধি করল বামফ্রন্ট। গত নির্বাচনে তাদের দখলে ছিল ৩টি পঞ্চায়েত। মাঝেরডাবরি, কোহিনুর এবং তুড়তুড়ি গ্রাম পঞ্চায়েত। এ বার যে ৫টি গ্রাম পঞ্চায়েত বামেরা দখল করেছে তার মধ্যে রয়েছে ভাটিবাড়ি, তুড়তুড়ি, টটপাড়া-২, মহাকালগুড়ি ও চাপড়ের পার-১ পঞ্চায়েত। ত্রিশঙ্কু কোহিনুর পঞ্চায়েত। ৮টি আসনে ঝাড়খণ্ড মুক্ত মোর্চা ৩টি, কংগ্রেস-২টি, তৃণমূল ১টি এবং বামফ্রন্ট ২টি আসনে জয়ী হয়েছে। মাঝের ডাবরি এবং কোহিনুর গ্রাম পঞ্চায়েতের ফল অমীমাংসীত রয়েছে। মাঝেরডাবরিতে কংগ্রেস-তৃণমূল জোট করে লড়েছে। কংগ্রেস ২টি আসন। তৃণমূল ৯টি। ফ্রন্ট পেয়েছে ১১টি আসন। তৃণমূল একটি পঞ্চায়েত পারোকাটা দখলে নিয়েছে। কংগ্রেস পায় শামুকতলা ও চাপড়ের পার-২।

কাজের ফাঁকে বিশ্রাম। শামুকতলায় রাজু সাহার তোলা ছবি।
টটপাড়া-১ গ্রাম পঞ্চায়েত কংগ্রেস-তৃণমূল জোট দখল করেছে। কংগ্রেস পেয়েছে ৪টি। তৃণমূল ৩টি। বামেরা ৫টি আসন। কুমারগ্রাম ব্লকে ১১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল এবং বামফ্রন্ট ৪টি করে গ্রাম পঞ্চায়েত দখল করেছে। বামফ্রন্টের হাত থেকে ৩টি গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিয়ে ৪টিতে জয়ী হয়ে শক্তি বৃদ্ধি করল তৃণমূল। বামফ্রন্টের প্রার্থীরা জয়ী হন কুমারগ্রাম, কামাখ্যাগুড়ি ১ এবং ২, খোয়ারডাঙা ১ পঞ্চায়েতে। তৃণমূলের দখলে গেল চ্যাংমারি, ভল্কা ১ ও ২, খোয়ারডাঙা ২ পঞ্চায়েত। রায়ডাক এবং তুড়তুড়িখণ্ড পঞ্চায়েত দুটিতে গোর্খা জনমুক্তি মোর্চা এবং ঝাড়খন্ড মুক্তি মোর্চা জোট ক্ষমতা দখল করল। ত্রিশঙ্কু কুমারগ্রাম-সঙ্কোশ পঞ্চায়েত।

নিয়োগে অনিয়মের নালিশ
শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছিল মার্গারেট (সিস্টার নিবেদিতা) ইংরেজি হাই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাতে অন্যদের যাতে বিপাকে পড়তে না-হয় সেই দাবিতে প্রধান শিক্ষককে ঘেরাও করে রাখলেন সহশিক্ষকরা। সোমবার শিলিগুড়ি প্রধাননগরে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, নিয়ম না মেনে চুক্তিভিত্তিতে থাকা ১৬ জন শিক্ষককে স্থায়ী পদে নিয়োগ করা হয়েছে। গত সপ্তাহে ওই শিক্ষকরা কাজে যোগ দেওয়ায় প্রশ্ন উঠেছে। কী ভাবে তাঁদের নিয়োগ করা হয়েছে সেই প্রশ্ন তুলে স্কুল পরিদর্শকের কাছে যান তৃণমূল শিক্ষা সেলের কর্তারা। স্কুল পরিদর্শক (মাধ্যমিক) জানিয়েছেন এ ব্যাপারে এখনও তাঁর দফতরে কোনও নথিপত্র পৌঁছয়নি। স্কুল পরিদর্শক সঞ্জীব কুমার ঘোষ বলেন, “নথিপত্র পেলে সেই মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” প্রধান শিক্ষককে ঘেরাও করে আন্দোলনকারী স্থায়ী শিক্ষকরা জানান, ওই নিয়োগের জেরে স্কুলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হলে তাঁরা যাতে বিপাকে না পড়েন কর্তৃপক্ষকে তার নিশ্চয়তা দিতে হবে। বর্তমানে প্রধান শিক্ষককে নিয়ে ৩৩ জন স্থায়ী শিক্ষক রয়েছেন। প্রধান শিক্ষক প্রদীপ প্রসাদ রায় বলেন, “নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে শিক্ষকদের একাংশ ঘেরাও করে। আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। যা বলার স্কুল পরিচালন সমিতি বলবে।” নিয়োগ হওয়া শিক্ষকের একাংশের দাবি, নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ওই নিয়ম মানাতে হয়। তাঁরা অনেক বছর ধরেই স্কুলে শিক্ষকতা করছেন। তৃণমূলের শিক্ষা সেলের আহ্বায়ক জয়ন্ত কর বলেন, “নিয়ম না মেনেই ওই নিয়োগপত্র দেওয়া হয়েছে। নিয়ম বহির্ভূত ভাবে শিক্ষকদের নিয়োগ করা হয়েছে বলে জানতে পেরেছি। স্কুল পরিদর্শককেও বিষয়টি জানানো হয়েছে। তাঁর কাছে নথিপত্র এলে তিনি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।”

ক্ষতিপূরণ এল নয় বছর পরে
দুর্ঘটনার নয় বছর পরে বিমা সংস্থার তরফে ক্ষতিপূরণের টাকা পেলেন সিকিমের রেনকের বাসিন্দা করুণা পুরি। ২০০৪-এ ৬ জুলাই সেবকের করোনেশেন সেতুর কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় দেবেন্দ্র পুরি এবং ছেলে অমিত পুরির। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় তাঁদের গাড়িটিও। একটি রাষ্ট্রায়ত্ত সংস্থায় বিমা করানো ছিল তাঁদের। সেই মতো মৃতের পরিবারের লোক ক্ষতিপূরণ দাবি করেছিলেন। অথচ শিলিগুড়ি মাল্লাগুড়ি এলাকায় থাকা ওই রাষ্ট্রায়ত্ত সংস্থার শাখার তরফে ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। তাঁরা আদালতের দ্বারস্থ হন। ২০০৮ সালে ১০ জুলাই ৪ লক্ষ ৯৮৫০০ টাকা এবং তার সঙ্গে ৯ শতাংশ হারে সুদ দেওয়ার নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশের পরেও টাকা দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। রবিবার আদালত নির্দেশ দেয় টাকা না দিলে সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। নির্দেশ অনুযায়ী সোমবার পুলিশ, আইনজীবীকে সঙ্গে নিয়ে ওই সংস্থায় যান করুণা দেবী। সংস্থার আঞ্চলিক ম্যানেজার পি কে সাধু জানান, বিষয়টি তিনি জানতেন না। কাগজপত্র দেখে এ দিন পর্যন্ত মোট ৮ লক্ষ ৪২ হাজার ৪৬৫ টাকার চেক দিয়ে দেয় ওই সংস্থা। আইনজীবী সন্দীপ পাল বলেন, “টাকাটা অনেক দিন আগেই দিয়ে দেওয়ার কথা ছিল। সংস্থার পক্ষ থেকে তা না দেওয়ায় কোর্টের নির্দেশ মেনে আজ আসতে হয়েছে। তবে এ দিনই চেকের মাধ্যমে ওই টাকা দেওয়া হয়েছে।”

ভাল ফল মোর্চার
তেলেঙ্গানা পৃথক রাজ্য হতে পারে ভেবে গোর্খাল্যান্ডের দাবিতে ফের নতুন করে বন্ধ ডেকে ঘরে-বাইরে বিতর্কে পড়লেও, পঞ্চায়েত ভোটের ফল কিছুটা হলেও যেন স্বস্তি দিল বিমল গুরুঙ্গকে। বীরপাড়া-মাদারিহাট পঞ্চায়েত সমিতির ২৬টি আসনের মধ্যে গোর্খা জনমুক্তি মোর্চা জিতেছে ৮টি। জোটসঙ্গী ঝাড়খন্ড মুক্তি মোর্চা পেয়েছে ২টি আসন। মোট ১০ আসন পেয়ে মোর্চা নেতারা বলছেন, ‘জিটিএতে ডুয়ার্সের অন্তর্ভুক্তির দাবি যে উড়িয়ে দেওয়া যাবে না, তা ফের প্রমাণিত হল।’ পঞ্চায়েত সমিতিতে বামেরা পেয়েছে ১২টি আসন। তৃণমূল পেয়েছে ৪টি। আরএসপি-র ব্লক সম্পাদক গোপাল প্রধান বলেন, “কেন হল, বিশ্লেষণ করতে হবে।”

গণনায় সংঘর্ষ
গণনা চলাকালীনই সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল, সিপিএম ও কংগ্রেস। মোট ২৬ জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রের খবর। সোমবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ টার মধ্যে ঘটনাগুলি ঘটেছে। ইসলামপুর থানার মাটিকুণ্ডার দক্ষিণ গঙ্গাপাড়া, রুইয়া, বন্দিরামগছে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল-সিপিএম। অন্যদিকে খবরদাওতে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়ায় কংগ্রেস। এসডিপিও সুবিমল পাল জানান, কোন ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

দু’টি সমিতি ত্রিশঙ্কু
মালবাজার মহকুমায় নাগরাকাটা ও মেটেলি এই দুইটি পঞ্চায়েত সমিতিই ত্রিশঙ্কু হল। নাগরাকাটায় গত ভোটের বিরোধীশূন্য অবস্থা থেকে এ বারে ৪ আসনে এসে দাঁড়িয়েছে সিপিএম। মেটেলি পঞ্চায়েত সমিতির ফলে গতবারের ৯টি থেকে এ বারে ৭টি আসনে দাঁড়িয়েছে সিপিএম। আসন বেড়ে ১৩ থেকে ১৫ হয়েছে।

আগুন
আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি লন্ড্রি ও হোটেল সহ একটি বাড়ি। রবিবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ির আশ্রমপাড়া নজরুল সরণিতে। রাত সাড়ে ১২ টা নাগাদ শর্ট সার্কিট থেকেই রাজেন্দ্র প্রসাদ রজকের দোকান ও বাড়িতে আগুন লাগে বলে দমকল বিভাগের অনুমান। লন্ড্রি থেকে আগুন লাগে বলে জানান রাজেন্দ্রপ্রসাদবাবু। আগুন লেগে দুটি দোকান ও বাড়ি মিলিয়ে কয়েক লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.