টুকরো খবর
অবশেষে মেসি-নেইমার যুগলবন্দি
বার্সেলোনায় প্রথম প্র্যাকটিস। সঙ্গী এলএম টেন। ছবি: ফেসবুকের।
সান্তোসের ‘পোস্টার বয়’ এখন ‘বার্সেলোনার বোমা’। রবিবার রাতে এই হেডলাইনেই ভরে যায় স্প্যানিশ দৈনিকগুলো। ব্রাজিল মাতিয়ে ইউরোপের দোড়গোড়ায় অবশেষে পা রাখলেন নেইমার। রবিবার সকালেই বার্সেলোনায় পৌঁছন বার্সার নতুন এগারো নম্বর। বিমানবন্দর থেকেই পুরো বিশ্বকে তাঁর বার্সায় আগমন সম্পর্কে সচেতন করতে নেইমার টুইট করেন, ‘‘গুড মর্নিং।” বার্সেলোনায় পা দেওয়ার পর রবিবার প্রথম দিন গোটা শহর প্রদক্ষিণ করেন ব্রাজিলের নতুন মহাতারকা নেইমার। আর সোমবার ফুটবলবিশ্বের যাবতীয় অপেক্ষার অবসান ঘটে। বার্সেলোনায় সর্বপ্রথম একসঙ্গে অনুশীলন করলেন ফুটবলের রাজপুত্র ও ‘ওয়ান্ডার কিড’ মেসি আর নেইমার।

বোল্টকে চ্যালেঞ্জ ফারহার
ট্র্যাকের ‘বিদ্যুৎ’-কে চ্যালেঞ্জ দূরপাল্লার চ্যাম্পিয়নের। উসেইন বোল্টের এই নতুন চ্যালেঞ্জার লন্ডন অলিম্পিকের পাঁচ হাজার আর দশ হাজার মিটারের চ্যাম্পিয়ন মো ফারহা। ব্রিটেনের তারকা চ্যারিটির জন্য হঠাৎই বোল্টকে উদ্দেশ্য করে বলেন, “একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত দৌড়ের চ্যালেঞ্জ মন্দ হয় না। মানুষ ভোট দিয়ে ঠিক করুক সেই দূরত্ব কতটা হবে। বোল্ট তুমি তৈরি আছ তো?” জবাবে জামাইকান সুপারস্টার বলছেন, “চ্যালেঞ্জটা বেশ মজার। খুব একটা সহজ হবে বলে মনে হয় না। তবে আমার জন্য এটা চ্যারিটি। একই সঙ্গে মজা আর উপভোগ করাও।”

ওয়ার্নারকে দলে ফেরাল অস্ট্রেলিয়া
বিতর্কিত ডেভিড ওয়ার্নারকে অ্যাসেজের তৃতীয় টেস্টের দলে ফেরাল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়া-এ দলের হয়ে ১৯৩ করার সুফল হাতেনাতে পেলেন শাস্তিপ্রাপ্ত ব্যাটসম্যান। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন ইংল্যান্ডের জো রুটকে পানশালায় মারধর করার দায়ে অ্যাসেজের দল থেকে বাদ পড়েছিলেন ছাব্বিশের তরুণ। কিন্তু প্রথম দুই টেস্টে ইংল্যান্ডের কাছে পর্যুদস্ত হওয়ার পর সব ভুলে ওয়ার্নারকে দলে ফেরাতে বাধ্য হলেন ড্যারেন লেম্যানরা।

বিশ্বকাপারের মৃত্যু
হৃদরোগে আক্রান্ত হয়ে সাতাশ বছর বয়সে মারা গেলেন বার্মিংহ্যাম সিটির প্রাক্তন স্ট্রাইকার ক্রিশ্চিয়ান বেনিতেজ। নিজের নতুন ক্লাব এল জেইশে সোমবার অভিষেকের পরেই পেটে ব্যথার জন্য হাসপাতালে ভর্তি করা হয় বেনিতেজকে। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০০৬ জার্মানির বিশ্বকাপে ইকুয়েডর দলের সদস্য ছিলেন তিনি। বার্মিংহ্যাম সিটি ছাড়াও মেক্সিকোর আমেরিকা, সান্তোস লাগুনা, এল ন্যাসিয়োনালের মতো ক্লাবে খেলেছেন বেনিতেজ।

হকি প্রেসিডেন্ট কে ডি সিংহ
ইন্ডিয়ান হকি ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট হলেন কে ডি সিংহ। সংস্থার বিশেষ এক্সিকিউটিভ কমিটির বৈঠকে সোমবার এই সিদ্ধান্ত হয়। পর্যাপ্ত সময় দিতে না পারার জন্য ইন্ডিয়ান হকি ফেডারেশনের প্রেসিডেন্টের পদ থেকে ভি দীনেশ রেড্ডি সরে দাঁড়াতেই নতুন প্রেসিডেন্ট নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল।

চার্জশিট পেশ আজ
স্পট-ফিক্সিং কাণ্ডে শ্রীসন্তদের নিয়ে চার্জশিট মঙ্গলবার পেশ করছে দিল্লি পুলিশ। যেখানে বলা হয়েছে বুকিদের সঙ্গে শ্রীসন্তের যোগাযোগ ছিল। চার্জশিটে আরও বলা হবে যে, ম্যাচ গড়াপেটা চালাতেন স্বয়ং দাউদ ইব্রাহিম।

সোমদেব মূলপর্বে
ওয়াশিংটনে এটিপি সিটি ওপেনের মূল পর্বে উঠলেন সোমদেব দেববর্মন। পঞ্চম বাছাই ভারতীয় তারকা প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ান হ্যারিসনকে ৬-০, ৬-১-এ উড়িয়ে মূলপর্বে ওঠা নিশ্চিত করেন।

আর্মস্ট্রং রুপোলি পর্দায়
লান্স আর্মস্ট্রং-এর জীবনের নানা চড়াই উৎরাই রুপোলি পর্দায় আসতে চলেছে। উদ্যোগ ব্রিটিশ পরিচালক স্টিফেন ফিয়ার্স-এর। ক্যানসার ধরা পড়ার পর বাঁচার লড়াই থেকে শুরু করে নিষিদ্ধ ড্রাগ নেওয়ার কথা স্বীকার করা পর্যন্ত আর্মস্ট্রংয়ের জীবনকে তুলে ধরবেন ফিয়ার্স।

বিশ্বকাপের সূচি আজ
২০১৫ ক্রিকেট বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি মঙ্গলবার প্রকাশ করবে আইসিসি। “পুল, ভেন্যু আর সূচি একই সঙ্গে মেলবোর্ন আর ওয়েলিংটনে ঘোষণা করা হবে,” এক বিবৃতিতে জানায় আইসিসি। এই বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.