ইমরান বলতেন পাক ড্রেসিংরুমের গোপন অস্ত্র। ওয়াকার ইউনিস, ওয়াসিম আক্রমদের সেই গোপন অস্ত্র ‘রিভার্স সুইং’ এ বারের অ্যাসেজে অস্ট্রেলিয়াকে দুরমুশ করতে হাতিয়ার অ্যালিস্টার কুকের দলের কাছে।
নেপথ্যে যদিও এক পাকিস্তানি। ওয়াকার-ওয়াসিমদের সতীর্থ মুস্তাক আহমেদ। বর্তমানে যিনি আবার অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডদের বোলিং কোচ।
পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে মুস্তাক নিজেই জানিয়েছেন, ইংল্যান্ডের জোরে বোলারদের সমৃ্দ্ধ করেছে সেই বিখ্যাত রিভার্স সুইং। আর সেই রিভার্স সুইং করানোর টিপস তিনিই তুলে দিয়েছেন ইংল্যান্ডের জোরে বোলারদের হাতে। মুস্তাক বলছেন, “শুধু টিপস নিয়েই ক্ষান্ত হয়নি ইংরেজ বোলাররা। এ নিয়ে দিনের পর দিন নেটে ঘাম ঝরিয়েছে ওরা।” |
এখানেই না থেমে মুস্তাক আরও বলছেন, “শুধু জিমে গেলেই একটা বোলারের সব প্রস্তুতি সম্পূর্ণ হয় না। এর জন্য বেশ কিছু টেকনিকও শিখতে হয়। রিভার্স সুইংয়ের খুঁটিনাটি জেনে ছেলেরা নেটে নিজেদের নিংড়ে দিয়েছে। কারণ এখনকার দিনের বোলাররা বৈচিত্র আনার বদলে কখন বল পুরনো হবে তার জন্য অপেক্ষা করে।”
মজার ব্যাপার এটাই যে ওয়াসিম-ওয়াকারদের জমানা থেকেই ব্রিটিশ প্রচারমাধ্যম রিভার্স সুইংয়ের পিছনে বল বিকৃতির ভূত দেখেছে বারে বারে। ইমরান খানের সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বর্তমান পাকি বোলিং কোচ মুস্তাক। সেই রিভার্স সুইংই এখন বিপক্ষকে অ্যালিস্টার কুকদের প্রধান অস্ত্র। যার দৌলতে ব্রিটিশ প্রচারমাধ্যমও ভুলেছে সমালোচনা। |