পরপর গাড়ি-বোমা বিস্ফোরণে কেঁপে উঠল বাগদাদ। সোমবারের ওই সব বিস্ফোরণে নিহত অন্তত ৫১। পুলিশ জানিয়েছে, এ দিন সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি-বোমা বিস্ফোরণ ঘটে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাদর এলাকা। বিস্ফোরণ হয়েছে হুরিয়া, কাজিমিয়া, বায়া, শুরতা, আবু দিসের এলাকাতেও। এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার না করলেও পুলিশের ধারণা, আল-কায়দার ইরাকি শাখাই এর পিছনে রয়েছে। মূলত সরকারের উপর সাধারণ মানুষের আস্থা ভাঙতে নাশকতা চালাচ্ছে জঙ্গিরা।
|
স্পেনের দুর্ঘটনাগ্রস্ত ট্রেনচালক ফ্রান্সিসকো হোসে গার্জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হল। তবে তদন্তকারী ম্যাজিস্ট্রেট তাঁকে ছেড়ে দিয়েছেন। কিন্তু গার্জনকে সপ্তাহে এক দিন আদালতে হাজিরা দিতে হবে এবং অনুমতি ছাড়া তিনি দেশের বাইরে যেতে পারবেন না।
|
ব্রিটেনের ভিসা পেতে গেলে ৩০০০ পাউন্ডের ফেরতযোগ্য বন্ড সংগ্রহ করতে হবে ভারত-সহ আরও পাঁচটি দেশের নাগরিকদের। সোমবার ব্রিটেনের স্বরাষ্ট্র দফতর এই নয়া নিয়মের কথা স্বীকার করেছে। তাঁদের আশা, এর ফলে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও ব্রিটেনে থাকার চেষ্টা অনেকটাই কমবে। |