|
|
|
|
তদন্তের নির্দেশ |
মুলায়ম নিয়ে রিপোর্ট ফাঁস |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিংহ যাদবের বিরুদ্ধে থাকা আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলার তদন্ত রিপোর্ট ফাঁস হয়ে যাওয়ায় অস্বস্তিতে সিবিআই। তদন্তকারী সংস্থার কোনও ব্যক্তি কী উদ্দেশ্যে ওই রিপোর্ট ফাঁস করেছে তা খতিয়ে দেখতে তড়িঘড়ি তদন্তের নির্দেশ দিল সিবিআই।
প্রায় ছয় বছর ধরে চলা সম্পত্তি সংক্রান্ত মামলায় মুলায়ম এবং তাঁর পুত্র অখিলেশ এবং প্রতীককে শেষ পর্যন্ত সিবিআই ক্লিন চিট দিতে চলেছে, এই সংক্রান্ত রিপোর্ট সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাওয়ার পর থেকেই বিতর্কের সূত্রপাত। অভিযোগ ওঠে, খাদ্য সুরক্ষা বিলে সপা’র সমর্থন পেতেই সরকারের নির্দেশে মুলায়ম ও তাঁর পুত্রদের বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হয়নি ওই রিপোর্টে। এমনকী, সরকারের নির্দেশে সপা নেতাদের বিরুদ্ধে অভিযোগ লঘু করারও অভিযোগ ওঠে সিবিআইয়ের বিরুদ্ধে। গোটা ঘটনাটির পিছনে কংগ্রেসের ভূমিকা রয়েছে এই অভিযোগ করে বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন বলেন, “খাদ্য সুরক্ষা অধ্যাদেশ পাশ করাতে সরকার এখন মরিয়া। আর তা পাশ করানোর জন্য সপা’র সমর্থন প্রয়োজন। তাই মুলায়মকে বাঁচাতে নেমে পড়েছে কংগ্রেস। সরকারের নির্দেশেই মুলায়মকে ক্লিন চিট দিয়েছে সিবিআই।” কংগ্রেস শিবিরের বক্তব্য, সিবিআই কোনও ব্যক্তির বিরুদ্ধে কী রিপোর্ট দেবে তা তাদের বিষয়। এ ক্ষেত্রে সরকারের ভূমিকা নেই।
সংবাদমাধ্যমে চূড়ান্ত রিপোর্ট ফাঁস হওয়ার পর মুখ বাঁচাতে তৎপর হয়েছে সিবিআইও। নিজেদের সাফাইয়ে সিবিআই দাবি করেছে, ওই তদন্তের কাজ শেষ। অন্তিম রিপোর্ট সিবিআই অধিকর্তা রঞ্জিত সিন্হার কাছে জমা দেওয়া হয়েছিল। তার পরেই ওই রিপোর্ট কোনও ভাবে ফাঁস হয়েছে বলে মনে করছে সিবিআই।
|
পুরনো খবর: সম্পত্তি তদন্ত চলবে, সুপ্রিম কোর্টের রায়ে বিপাকে সপা |
|
|
|
|
|