টুকরো খবর |
খুঁটিতে জঙ্গিদের দুই গোষ্ঠীর সংঘর্ষ, হত ৬ |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
মাওবাদীদের দু’টি গোষ্ঠীর এলাকা দখলের লড়াইয়ে নিহত হল ৬ জঙ্গি। মঙ্গলবার গভীর রাতে খুঁটির মুরহু ব্লকের নামসিল্লি গ্রামে ওই ঘটনা ঘটেছে। রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল রাজীব কুমার জানান, মাওবাদী এবং পিএলএফআই জঙ্গিদের মধ্যে গুলির লড়াই হয়েছে। ঘটনাস্থল থেকে আজ দুপুরে ছ’জন জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খুঁটি জঙ্গি সংগঠন পিএলএফআই-এর শক্ত ঘাঁটি। সেখানে মাওবাদীরাও রয়েছে। গ্রামের দখল নিয়ে মাঝেমধ্যেই দু’-পক্ষে সংঘর্ষ হয়।
গ্রামবাসীরা জানিয়েছেন, গভীর রাতে গ্রামের লাগোয়া জঙ্গল থেকে বোমা-গুলির শব্দে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই গ্রাম ছেড়ে নিরাপদ দূরত্বে চলে আসেন। স্থানীয় সূত্রে খবর, পিএলএফআই জঙ্গিদের চারদিক থেকে ঘিরে ফেলে তাদের আত্মসমর্পণ করতে বলেছিল মাওবাদীরা। এরপরই দু’পক্ষে গুলির লড়াই শুরু হয়।
কয়েক মাস আগে চতরাতেও মাওবাদীদের সঙ্গে তৃতীয় প্রস্তুতি কমিটি (টিপিসি) জঙ্গিদের সংঘর্ষ হয়। সে দিন টিপিসি-র আক্রমণে জনাদশেক মাওবাদীর মৃত্যু হয়। পুলিশকর্তা রাজীব কুমার জানান, চতরার মতোই ঘটনা ঘটেছে খুঁটিতে। জঙ্গলে আরও দেহ রয়েছে কি না তা দেখা হচ্ছে। গত রাতে চাইবাসার বারুজোড়ায় জঙ্গি হামলায় আজসু-র এক পঞ্চায়েত প্রধান নিহত হয়েছেন। পুলিশ জানায়, তাঁর নাম জয়পাল সিংহ পুর্তি (৫০)। পুলিশ জানিয়েছে, ২০-২৫ জন মাওবাদী তাঁর বাড়ি ঘিরে ফেলে। দু’জন জঙ্গি তাঁকে বাড়ির বাইরে নিয়ে আসে। এরপরই জয়পালকে গুলি করা হয়।
|
পৃথক রাজ্যের দাবিতে বনধ অসমের দুই জেলায় |
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
ডিমা হাসাও এবং কার্বি আংলং— অসমের ওই দুই পার্বত্য জেলাকে নিয়ে পৃথক পাহাড়ি রাজ্যের দাবিতে ৩৬ ঘণ্টার বনধ ডেকেছে ‘হিল স্টেট ডেমোক্র্যাটিক পার্টি’ (এইচএসডিপি)। ওই বনধ সমর্থন করেছে ‘ডিমাসা উইমেন্স সোসাইটি’ এবং ‘কার্বি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-ও। বনধ চলবে আগামীকাল ভোর পাঁচটা থেকে ২৬ জুলাই সন্ধ্যা পর্যন্ত। তবে বনধে রেল পরিষেবাকে ছাড় দেওয়া হয়েছে। এইচএসডিপি-র কেন্দ্রীয় কমিটির তরফে রথীন্দ্র থাউসেন বলেন, “পার্বত্য এলাকায় উন্নয়ন স্তব্ধ। সরকারের অস্তিত্ব টের পাওয়া যায় না। পৃথক রাজ্য হলে এলাকার উন্নয়নে স্থানীয়রাই পরিকল্পনা করবেন। তাতে দ্রুত উন্নয়ন হবে। ফিরবে শান্তিও।” জঙ্গিদের সঙ্গে আলোচনা করতে দুই জেলায় দুটি ‘টেরিটোরিয়াল কাউন্সিল’ গঠন করা হবে বলে গত বছর চুক্তি স্বাক্ষর হয়। কিন্তু তাতে সন্তুষ্ট নয় এইচএসডিপি। রথীন্দ্রবাবু বলেন, “কাউন্সিলে পূর্ণ স্বাধীনতা মিলবে না। কেন্দ্র সরাসরি অর্থ দিলেও পরিকল্পনা তৈরিতে রাজ্য সরকারের ভূমিকা থাকবে।” কাউন্সিল গঠনে সরকারের আগ্রহ নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন, “চুক্তি কার্যকর করারও কোনও ব্যবস্থাই গ্রহণ করেনি সরকার।”
|
দিল্লিতে চিদম্বরমের সঙ্গে বৈঠক ত্রিপুরার অর্থমন্ত্রীর |
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
চতুর্দশ অর্থ কমিশনের বরাদ্দ নিয়ে চিদম্বরমের সঙ্গে আলোচনা করলেন ত্রিপুরার অর্থমন্ত্রী বাদল চৌধুরী। দিল্লিতে ওই বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে রাজ্যের পক্ষে প্রয়োজনীয় কিছু আর্থিক প্রস্তাবও দেন তিনি। ত্রয়োদশ অর্থ কমিশনে রাজ্যের প্রতি বঞ্চনার কথা বলে বাদলবাবু বলেন, “সীমাবদ্ধ আর্থিক ক্ষমতার কারণে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ষষ্ঠ পে-কমিশনের প্রস্তাব অনুযায়ী বেতন চালু করা যায়নি। ত্রয়োদশ অর্থ কমিশন সাড়ে দশ কোটি টাকা কম বরাদ্দ করায় এই সমস্যা হয়েছে।” বাদলবাবুর বক্তব্য, অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের একটি বিশাল অংশের দায় রাজ্য সরকারকেই বহন করতে হচ্ছে। ফলে রাজ্যের কর্মচারীদের মহার্ঘ ভাতাও কেন্দ্রীয় হারের সম-পরিমাণে দেওয়া যাচ্ছে না। তিনি জানান, ত্রিপুরার অর্থ দফতরের উদ্বেগের বিষয়টি চতুর্দশ অর্থ কমিশনের চেয়ারম্যানকে জানাবেন বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
|
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম বদল ত্রিপুরায় |
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক---দুই স্তরের পাঠ্যক্রম নতুন ভাবে তৈরি হচ্ছে। এনসিইআরটি অনুমোদিত পাঠ্যক্রম চালু হবে ত্রিপুরায়। রাজ্য মন্ত্রিসভা তার অনুমোদন দিয়েছে। আজ এ কথা জানান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি অমিতাভ দেবরায়। তিনি জানিয়েছেন, ২০১৪ সাল থেকেই উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগে পরিবর্তন করা হবে। পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক এবং জীববিদ্যায় এনসিইআরটি অনুমোদিত পাঠ্যক্রম থাকবে। মাধ্যমিকে নতুন পাঠ্যক্রম চালু হবে ২০১৫ সালে। পর্ষদ সভাপতি জানান, ২০০৬ সালে এ রাজ্যে যে পাঠ্যক্রম চালু করা হয়েছিল, বর্তমানে তা পুরনো হয়ে গিয়েছে। সে কারণেই জাতীয় মানের সমতুল্য পাঠ্যক্রম চালুর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তা ছাড়া, সর্বভারতীয় এন্ট্রান্স পরীক্ষায় পিছিয়ে পড়তে হচ্ছে রাজ্যের ছাত্রছাত্রীদের।
|
গ্রেনেড বিস্ফোরণে হত ১ |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বাজারে গ্রেনেড বিস্ফোরণে নিহত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে অসমের কার্বি আংলং জেলায়। পুলিশ জানায়, আজ রাতে বকোলিয়াহাট দৈনিক বাজারে, বাইক আরোহী দুই দুষ্কৃতী একটি গ্রেনেড ছুঁড়ে পালায়। বিস্ফোরণে ঘটনাস্থলেই সঞ্জীব বোরা নামে এক যুবকের মৃত্যু হয়। জখম হন তিনজন। ঘটনার পর এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশের বড়কর্তারা। ওই বাইক আরোহীদের সন্ধান চালাচ্ছে পুলিশ।
|
বাসের চাকায় তরুণীর মৃত্যু |
সংবাদসংস্থা • হায়দরাবাদ |
রাস্তার গর্তে চাকা পড়ে যাওয়ায় উল্টে গিয়েছিল স্কুটারটি। আর তা থেকে পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন ১৭ বছরের এক ছাত্রী। পুলিশ জানিয়েছে, বুধবার বিশাল নামের এক বন্ধুর সঙ্গে মোটরবাইকে চড়ে কোচিং ক্লাসে যাচ্ছিলেন রিয়া নামের ওই ছাত্রী। সে সময়েই হায়দরাবাদের বেগমপেট এলাকায় আনন্দ থিয়েটারের কাছে দুর্ঘটনাটি ঘটে। স্কুটারটি পড়ে যাওয়ায় সেটিকে তোলার চেষ্টা করছিলেন রিয়া ও বিশাল। সে সময়েই একটি সরকারি বাস পিছন দিক থেকে এসে ধাক্কা মারে। চাকার তলায় পিষে যান রিয়া।
|
উঠল শাস্তি |
সংবাদসংস্থা • মুম্বই |
এক পুলিশ অফিসারকে নিগ্রহ করার অভিযোগে মহারাষ্ট্র বিধানসভার পাঁচ বিধায়ককে সাসপেন্ড করা হয়েছিল মার্চের ২০ তারিখে। বুধবার, সেই শাস্তি তুলে নেওয়া হল। বান্দ্রার কাছে বেশি গতিতে গাড়ি চালানোর জন্য ক্ষিতীজ ঠাকুর নামে এক বিধায়কের গাড়ি আটকেছিলেন সহকারী পুলিশ ইনস্পেক্টর সচিন সূর্যবংশী। অভিযোগ, আরও চার জন বিধায়ককে সঙ্গে নিয়ে বিধানসভার বাইরে সচিনকে মারধর করেন। ঘটনা জানাজানি হওয়ার পর পাঁচ বিধায়ককে সাসপেন্ড করা হয়।
পুরনো খবর: সাসপেন্ড ৫ বিধায়ক
|
ধৃত পাক নাগরিক |
সংবাদসংস্থা • কচ্ছ |
অনুপ্রবেশের অভিযোগে এক পাক নাগরিককে গ্রেফতার করল সীমান্তরক্ষী বাহিনী। আরও তিনটে নৌকো আটক করা হয়েছে। গুজরাতের কচ্ছের ঘটনা। সীমান্তরক্ষী বাহিনীর ইনস্পেক্টর জেনারেল এ কে সিন্হা জানান, তল্লাশি করে ওই পাক নাগরিকের কাছ থেকে ২০০ কেজি মাছ এবং বরফ ভর্তি বাক্স উদ্ধার করা হয়। আরও বেশ কয়েক জন পাক মৎস্যজীবী সীমানা পেরিয়ে ভারতে ঢুকেছিলেন বলে সিন্হার দাবি। তবে তারা পালিয়ে যায় বলে খবর।
|
ধর্ষক শ্বশুরের ক্ষতিপূরণ নিতে নারাজ ইমরানা |
ধর্ষণের শাস্তি হিসেবে বৌমা ইমরানাকে ৮ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল দিল্লির একটি আদালত। কিন্তু শ্বশুরের দেওয়া সেই ক্ষতিপূরণ নিতে অস্বীকার করলেন ইমরানা। বুধবার আদালতে তাঁর আইনজীবী জানিয়েছেন, নিজের সম্মানের সঙ্গে কোনও আপস করতে রাজি নন ইমরানা। তাই তিনি ক্ষতিপূরণ নিতে রাজি নন। ২০০৫-এর ৬ জুন, মুজফ্ফরনগরের একটি গ্রামে স্বামীর অনুপস্থিতিতে ইমরানাকে ধর্ষণ করে তাঁর শ্বশুর আলি মহম্মদ। গ্রাম পঞ্চায়েতে এ নিয়ে অভিযোগ জানালে বসে সালিশি সভা। সেখানে নিদান দেওয়া হয়, এ বার থেকে ইমরানাকে তাঁর শ্বশুরের সঙ্গেই ঘর করতে হবে। আর ইমরানার স্বামীকে ছেলে হিসাবে মেনে নিতে হবে। এই রায়ের কথা সংবাদমাধ্যমে প্রচারের সঙ্গে সঙ্গেই শুরু হয় বিতর্ক। শেষ পর্যন্ত ২০০৬ সালের ১৯ অক্টোবর ইমরানাকে ধর্ষণের অভিযোগে আলি মহম্মদের ১০ বছরের জেল হয়। ইতিমধ্যে ৮ বছর জেল খাটা হয়ে গিয়েছে। তাই চলতি বছরের ১৭ জুলাই ইমরানার শ্বশুরকে জামিন দেয় ইলাহাবাদ হাইকোর্ট।
পুরনো খবর: অপরাধ কবুল ইমরানা বিবির শ্বশুরের
|
জর্জকে সমন |
হিসেব বহির্ভূত সম্পত্তি মামলায় কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর ঘনিষ্ঠ ভিনসেন্ট জর্জকে সমন পাঠাল দিল্লির একটি আদালত। সম্প্রতি, ভিনসেন্টের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পত্তি রাখার অভিযোগ ওঠে। তবে তদন্ত
শেষে সিবিআই জানায়, জর্জের বিরুদ্ধে মামলার জন্য যথেষ্ট তথ্য নেই। তাই ওই মামলা তুলে নেওয়া হোক। বুধবার সিবিআই-এর সেই তদন্ত রিপোর্ট খারিজ করে দিল দিল্লির ওই আদালত। বিচারপতি জানালেন, সিবিআই-এর রিপোর্ট গ্রহণযোগ্য নয়। জর্জের বিরুদ্ধে হিসেব বহির্ভূত সম্পত্তি মামলার ক্ষেত্রে তথ্য প্রমাণের অভাব নেই।
|
নীতীশ সকাশে শত্রুঘ্ন |
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করলেন বিহারের বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিন্হা। মঙ্গলবারই প্রধানমন্ত্রী পদে বিজেপি-র প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর হয়ে সওয়াল করেন বলিউডের ‘বিহারি বাবু’। তিনি নরেন্দ্র মোদীর বিরোধী বলেই পরিচিত। কেন এই সাক্ষাৎকার? নীতীশ জানান, “আমরা পুরনো বন্ধু। আমার শরীর খারাপ জেনে আমায় দেখতে এসেছিলেন।” শত্রুঘ্ন এই নিয়ে কোনও মন্তব্য করেননি।
|
ট্রেনে ধর্ষণের অভিযোগ |
প্যাসেঞ্জার ট্রেনে এক মহিলাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত অভিযোগে সমস্তিপুরের দু’জন বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। রেল পুলিশের কর্তা বিনোদ কুমার বলেন, “অভিযোগকারিণীর জবানবন্দি নেওয়া হয়েছে।” |
|