টুকরো খবর |
তিন বনধের জেরে নাকাল বড়োভূমি
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
তিন বনধের জেরে পুরোপুরি বিপর্যস্ত হল বড়োভূমির জনজীবন। সেচ বিভাগের পরীক্ষায় প্রশ্নপত্র ভুল থাকার প্রতিবাদে একটি ছাত্র সংগঠন আজ ১২ ঘণ্টার বনধ ডাকে। বিধানসভা কেন্দ্র পুনর্বিন্যাসের ফলে বেশ কিছু বড়ো গ্রাম বড়োভূমির এলাকা থেকে বাদ পড়ার প্রতিবাদে আজ থেকে একটি বড়ো সংগঠন ৩৬ ঘণ্টার অসম বনধ ডেকেছে। একই ভাবে ৩৯৪টি অ-উপজাতি ও গারো গ্রাম, রাভা-হাসোং স্বশাসিত পরিষদের অন্তর্ভুক্ত হওয়ার প্রতিবাদে ‘নন রাভা কো-অর্ডিনেশন ফোরাম’-এর ডাকে গোয়ালপাড়া জুড়ে ৩৬ ঘণ্টার বনধ চলে আজ সন্ধ্যা পর্যন্ত। বনধের মধ্যে কোকরাঝাড় জেলার খোলোবাড়ি এলাকায় একটি কয়লাবাহী ট্রাকে আজ আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশের সন্দেহ ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়া হয়েছিল। ট্রাকচালক সালেমউদ্দিন জখম হন। অন্য একটি ঘটনায় কোকরাঝাড়ের পুটিয়াগাঁওতে এনটিপিসির একটি গাড়ির চালককে মারধর করে গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। অ-রাভাদের ডাকা বনধের মধ্যেই গত রাতে গোয়ালপাড়ায় ভাইসখুলি-দাদান রবার সোসাইটির একটি বাগানে দুষ্কৃতীরা হানা দেয়। বাগানের ১২০০ প্রাপ্তবয়স্ক রবার গাছ কেটে ফেলে তারা। এর আগে ৬ মার্চ এই বাগানেরই ৬০০ রাবার গাছ অ-রাভা সংগঠনের সদস্যরা পুড়িয়ে দিয়েছিল। পুলিশ ও বাগানের গাছমালিকের সন্দেহ, এ দিনও তারাই এই কাণ্ড ঘটিয়েছে। বাগান মালিক জানান, এর ফলে মাসে তাঁদের প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকার ক্ষতি হতে চলেছে। এসপি শ্যামল শইকিয়া বলেন, “যারা গাছ কেটেছে তাদের খোঁজা হচ্ছে। দোষীরা শাস্তি পাবে।”
|
মেঘালয়ের খনিতে বাড়ছে শ্রমিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
খনি দুর্ঘটনার ফলে চলতি মাসেই মেঘালয়ের কয়লা খনি এলাকায় ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে। খনি দুর্ঘটনার ঘটনা ঘটলে পুলিশি হুজ্জুতি বাড়ে। তাই খনি মালিকদের তরফে মৃত্যুর ঘটনা সঙ্গে সঙ্গে পুলিশে জানানোও হচ্ছে না। পুলিশ সূত্রে খবর, ১৬ ও ১৭ মার্চ পূর্ব জয়ন্তিয়া হিল জেলায় দুই শ্রমিকের মৃত্যু ঘটেছে। ১৭ মার্চ ল্যামিরসিয়াং খনিতে কাজ করার সময় বিলিটেং বসুমাতারি নামে এক শ্রমিকের মাথায় বোল্ডার এসে পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঠিক একই ভাবে, আগের দিন রিম্বাইয়ের কয়লা খনিতে ফইজুর রহমান মজুমদার নামে এক শ্রমিক মারা যান। দু’জনেরই বাড়ি অসমে। এর আগে ১০ মার্চ দক্ষিণ গারো হিল জেলার এরা আনিং এলাকার পিট খনির অস্থায়ী লিফ্ট ছিঁড়ে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়। জখম হন তিনজন। ২১ জানুয়ারি, পূর্ব জয়ন্তিয়া জেলায় কয়লাবাহী ট্রলি ছিঁড়ে ২৫০ ফুট নীচে পড়ে জাগির হুসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়। ৪ জানুয়ারি একই ভাবে, পূর্ব জয়ন্তিয়ার সুতাং এলাকায় পাঁচ শ্রমিক মারা যান। খনিতে শ্রমিকদের মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়তে থাকার জেরে রাজ্য শ্রম আয়োগের তরফে রাজ্য খনি নীতিতে প্রস্তাবিত খনি নিরাপত্তা নীতিগুলি মানার জন্য খনি মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র, প্রশাসন ও পুলিশকেও সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এমন কাউকে হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্র আনলে মৃত্যুর সঠিক কারণ জানতে হবে।
|
সঞ্জয় কি আজ ফের জেলে, উদ্বেগে বলিউড
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
১৯৯৩-এর ১৩ মার্চ ছিল শুক্রবার। বাণিজ্যনগরী মুম্বই সে দিন বিধ্বস্ত হয়েছিল পরপর বিস্ফোরণে। সেই ‘ব্ল্যাক ফ্রাইডে’র ঠিক কুড়ি বছর পর আগামিকাল ফের এক মহাগুরুত্বপূর্ণ বৃহস্পতিবার। কাল মুম্বই বিস্ফোরণ মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট। ‘ব্ল্যাক ফ্রাইডে’-সংক্রান্ত যে সমস্ত আবেদন ও পাল্টা আবেদন নিয়ে দীর্ঘ শুনানির পর সর্বোচ্চ আদালত কাল রায় ঘোষণা করবে, তার মধ্যে রয়েছে সঞ্জয় দত্তের আর্জিও। কালকের দিনটা তাই বলিউডের কাছেও মহাগুরুত্বপূর্ণ। মুম্বই বিস্ফোরণের সময় বেআইনি ভাবে এ কে ৫৬ রাইফেল-সহ একাধিক আগ্নেয়াস্ত্র রাখার দায়ে টাডা আদালত সঞ্জয়কে অস্ত্র আইনে দোষী সাব্যস্ত করে ছ’বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল। আঠারো মাস জেলে কাটানোর পর আপাতত তিনি জামিনে মুক্ত। কিন্তু আগামিকাল বিচারপতি পি সদাশিবন এবং বিচারপতি বি এস চৌহানের বেঞ্চ তাঁর সাজা বহাল রাখলে ফের জেলে যেতে হবে সঞ্জয়কে। কাজেই প্রযোজক-পরিচালকরা যে রায় নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন থাকবেন, তা বলাই বাহুল্য। বিশেষত, মুন্নাভাই-সিরিজের তৃতীয় ছবির সলতে পাকানোর কাজ যখন শুরু হয়ে গিয়েছে।
|
সাসপেন্ড ৫ বিধায়ক
সংবাদসংস্থা • মুম্বই |
বিধানসভায় পুলিশকর্মীকে মারধরের অভিযোগে ৫ বিধায়ককে সাসপেন্ড করল মহারাষ্ট্র বিধানসভা। গত সোমবারের ঘটনা। বান্দ্রা থেকে ওরলি যাওয়ার পথে বাসাইয়ের বিধায়ক ক্ষিতীশ ঠাকুরের গাড়ি আটকান সচিন সূর্যবংশী নামে এক পুলিশকর্মী। জোরে গাড়ি চালানোর অপরাধে জরিমানা হয় ক্ষিতীশের। এর পরই ক্ষেপে ওঠেন ওই বিধায়ক। মঙ্গলবার অধিবেশন চলাকালীন বিধানসভার দর্শক আসনে হাজির ছিলেন সচিনও। তাঁকে দেখেই সোমবারের ঘটনার কথা সহকর্মীদের জানান ওই বিধায়ক। জানান, অকারণে তাঁকে অপদস্থ করেছেন সচিন। খারাপ বাবহার করা হয়ছে তাঁর সঙ্গে। এর পরই নিজেদের হাতে আইন তুলে নেন বিধায়করা। ঘটনায় ক্ষিতীশ ঠাকুরের পাশাপাশি অভিযোগের আঙুল ওঠে রাম কদম(এমএনএস), রাজন সালভি(শিব সেনা), ও নির্দল বিধায়ক প্রদীপ জয়সওয়ালের বিরুদ্ধে। এফআইআর দায়ের করা হয় ক্ষিতীশ ঠাকুর ও রাম কদমের বিরুদ্ধে। এর পরই অভিযুক্ত পাঁচ বিধায়ককে সাসপেন্ড করা হয়।
|
শতাব্দীর আশঙ্কা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সংসদে সদ্য পাশ হওয়া যৌন নির্যাতন প্রতিরোধ বিলকে স্বাগত জানালেও মহিলারা যাতে ওই বিলের বিভিন্ন ধারার অপব্যবহার না করেন, তার জন্য আবেদন জানালেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। দিল্লির গণধর্ষণ কাণ্ডের পর সব মহল থেকে চাপ আসায় মহিলাদের সুরক্ষা দিতে কড়া আইন প্রণয়নের পরিকল্পনা নেয় মনমোহন সরকার। সরকারের ওই উদ্যোগকে সমর্থন জানায় সব দলই। কিন্তু ওই বিলে এমন কিছু ধারা রয়েছে যা বাস্তবে অপব্যবহার হওয়ার আশঙ্কা রয়েছে বলেই মনে করেন শতাব্দী। তাঁর কথায়, “অপব্যবহার শুরু হলে আগামী দিনে নারী-পুরুষের মধ্যে ভালবাসার সম্পর্কই তৈরি হবে না। পুরুষেরা ভয়ের চোটে কাছেই ঘেঁষবে না মহিলাদের।”
|
গ্রেফতার ৭ বনধ সমর্থক
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
বরোল্যান্ড টেরিটোরিয়াল এরিয়া ডিস্ট্রিক্ট-এর সেচ বিভাগের শাখা সহায়ক পদের পরীক্ষায় প্রশ্নপত্রে মহারাজা নরনারায়ণ, চিলারায় এবং হাড়িয়া মন্ডলের পরিচয় বদলে বড়ো রাজা উল্লেখ থাকায় ক্ষোভ দেখা দিয়েছে কোচ রাজবংশী ছাত্র সংগঠনের। প্রতিবাদে বুধবার ১২ ঘন্টা (বিটিএডি) বনধের ডাকে দেয় সংগঠন। বিপর্যস্ত হয় কোকরাঝাড়ের জনজীবন। পরিবহণ, বাজারঘাট, স্কুল কলেজ, অফিস সব বন্ধ ছিল। কলাবাড়ি এলাকায় মালবোঝাই ট্রাকে আগুন লাগিয়ে দেওয়ার পাশাপাশি চরাইখোলায় একটি ছোট গাড়িতেও আগুন লাগিয়ে দেয় বনধ সমর্থকরা। পুলিশ সুপার সুনিল কুমার জানান, সেরফাংগুরি থেকে ৪ জন ও চরাইখোলা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।
|
কাছাড়ে আটক বিস্ফোরক, গ্রেফতার চার
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
প্রচুর বিস্ফোরক সামগ্রী ধরা পড়ল কাছাড় জেলার ধলাইয়ে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে কাল রাতে অসম-মিজোরাম সীমার লায়লাপুর চেকগেটে অভিযানে নামে পুলিশ। একটি গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১,০৬০টি জিলেটিন স্টিক এবং ৬৯০ ফুট ফিউজ তার। তিন উপজাতি যুবক মিজোরাম থেকে সেগুলি কিনে রওয়ানা হয়েছিল ডিমাপুরের উদ্দেশে। ধলাই থানার ওসি এ এইচ চৌধুরী জানিয়েছেন, গাড়িচালক সালেহ আহমদ-সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য তিন যুবকের দু’জনের বাড়ি ডিমা হাসাও জেলায়। একজনের কার্বি আংলঙে। তাদের দাবি, তারা জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত নয়। ডিমাপুরে এক মহিলার কাছে বিক্রির উদ্দেশে এগুলি নিয়ে যাচ্ছে। সেই মহিলা মাছ মারার কাজে ব্যবহার করে জিলেটিন স্টিক ও ফিউজ তার। পুলিশ তাদের দাবি মানতে নারাজ।
|
করিমগঞ্জ জেলা পরিষদ আজমলের
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
নির্দল প্রার্থীর সমর্থনে করিমগঞ্জে জেলা পরিষদের ক্ষমতা দখল করল ইউডিএফ। গত মাসে পঞ্চায়েত নির্বাচনে ২০ সদস্যের পরিষদে কংগ্রেস এবং ইউডিএফ ৯টি করে আসনে জয়লাভ করে। বাকি দু’টি বিজেপি এবং নির্দল। কংগ্রেস ও ইউডিএফ নির্দল সুলতানা বেগম চৌধুরীর সমর্থন আদায়ে মরিয়া হয়। শেষ পর্যন্ত বদরুদ্দিন আজমলের দলই সুলতানার সর্মথন আদায় করে নেয়। নতুন পরিষদে সভাপতি ও সহ-সভাপতি মনোনীত হয়েছেন ইউডিএফ-এর নজরানা বেগম ও নির্মলা দাস। এই প্রথম বরাক উপত্যকায় কোনও জেলা পরিষদ দখল করল বদরুদ্দিন আজমলের দলটি। ভোটাভুটির জন্য দলের কেন্দ্রীয় সভাপতি আজমল কালই করিমগঞ্জে চলে আসেন।
|
জামিন নাকচ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
রাজধানীর চলন্ত সরকারি বাসে ২০ বছরের তরুণীকে যৌন হেনস্থা করার অভিযোগে ধৃত এক সরকারি কর্মীকে জামিন দিল না দিল্লির আদালত। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এ ধারায় দেবী দয়াল নামে ওই সরকারি কর্মীর বিরুদ্ধে গত মাসে অভিযোগ দায়ের করেছিলেন তরুণীটি। বুধবার ম্যাজিস্ট্রেট একতা গৌবা অভিযুক্ত ওই সরকারি কর্মীর জামিন নাকচ করে দিয়েছেন।
|
ফের ধর্ষণ
সংবাদসংস্থা • শিবপুরী |
বাড়িতে ঢুকে ডাকাতি করে দুই নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল চার জনের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের শিবপুরী এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত একটা নাগাদ গধয়ী গ্রামের একটি বাড়িতে চার জন সশস্ত্র দুষ্কৃতী বন্দুক ও ছুরি নিয়ে ঢুকে ডাকাতি করে। ৪৫ হাজার টাকা, ২০ গ্রাম সোনার গয়না ও আরও কিছু রূপার গয়না লুঠ করার পর বাড়ির বড়দের হাত পা বেঁধে রেখে দুই নাবালিকাকে ধর্ষণ করে পালায় তারা। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। ধর্ষিতারা অপরাধীদের শনাক্ত করতে পেরেছে, কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
|
ধৃত অফিসার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ঠিকাদারদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে বর্ডার রোড অর্গানাইজেশনের (বিআরও) এক কর্তাকে গ্রেফতার করল সিবিআই। আজ গুয়াহাটি থেকে দিল্লি যাওয়ার জন্য রাজধানী এক্সপ্রেসে উঠেছিলে কম্যান্ডার রাম মিলন। কিন্তু ট্রেন ছাড়ার আগেই সিবিআই তাঁকে পাকড়াও করে। মিলনের ব্যাগ থেকে হিসাববর্হিভূত ১৫,০৩,০০০ টাকা মিলেছে। তাওয়াং-এ কর্তব্যরত মিলনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আসছিল।
|
দুর্ঘটনায় মৃত ১০
সংবাদসংস্থা • জৌনপুর |
ট্রাকের সঙ্গে একটি জিপের সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম ৬ জন। পুলিশ জানিয়েছে, কুলনামৌ গ্রামের বাকশান এলাকায় বুধবার দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রিবাহী জিপে গিয়ে সজোরে ধাক্কা মারে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি
করা হয়েছে।
|
কৌঁসুলি বদল
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দিল্লি গণধর্ষণ কাণ্ডে দুই মূল অভিযুক্ত অক্ষয় শর্মা ও মুকেশ ফাস্ট ট্র্যাক কোর্টে তাদের আইনজীবী বদল করল। আইনজীবী এম এল শর্মা বুধবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। এর আগে ভি কে আনন্দকে মামলার দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, এম এল শর্মা আগে অপর অভিযুক্ত রাম সিংহের মামলার দায়িত্বে ছিলেন। কিছু দিন আগেই তিহাড় জেলে অস্বাভাবিক মৃত্যু হয়েছে রাম সিংহের।
|
কর্নাটকে ভোট ৫ মে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কর্ণাটক বিধানসভার নির্বাচন ৫ মে। ভোট গণনা হবে আট তারিখ। বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ কথা ঘোষণা করা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পথ জানিয়েছেন, এপ্রিলের ১০ তারিখে নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করা হবে। ১৭ এপ্রিল পর্যন্ত প্রার্থীরা তাঁদের মনোনয়ন জমা করতে পারবেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২০ এপ্রিল। কর্নাটকের চার লক্ষ আঠারো হাজার ভোটারের জন্য মোট ৫০ হাজার ৪৪৬টি ভোট কেন্দ্র খোলা হবে। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বৈদ্যুতিন ভোট যন্ত্রে চলবে ভোটগ্রহণ।
|
আক্রান্ত মৎস্যজীবী
সংবাদসংস্থা • মাদুরাই |
দু’টি পৃথক ঘটনায় ১২জন তামিল মৎস্যজীবীর উপর হামলা করার অভিযোগ উঠল শ্রীলঙ্কার নাবিকদের বিরুদ্ধে। আক্রান্তদের মধ্যে ৪ জন গুরুতর আহত। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। |
|