ফের নির্দেশ |
স্ট্রংরুম হলেও বন্ধ হবে না স্কুল-কলেজ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্ট্রংরুম হলেও কখনওই পুরোপুরি বন্ধ করা যাবে না স্কুল। এমনই নির্দেশ ছিল প্রশাসনের। তা সত্ত্বেও বন্ধ ছিল পশ্চিম মেদিনীপুর জেলার অধিকাংশ স্কুল। শিকেয় উঠেছিল পঠনপাঠন। আর তার জেরে ক্ষোভ বাড়ছিল অভিভাবকদের মধ্যে। শেষমেশ, প্রশাসনিক হস্তক্ষেপে মিটল সমস্যা। খুলছে স্কুল। তবে শ্রেণিকক্ষের অভাবে সব ক্লাস চালু করা সম্ভব হচ্ছে না।
দীর্ঘ টানাপোড়েনের পর ডেবরার বালিচক ভজহরি ইনস্টিটিউশনে সোমবার থেকে নবম এবং দশম শ্রেণির ক্লাস চালু হয়েছে। স্কুল পরিচালন সমিতির সম্পাদক রঞ্জিত পাল মানছেন, “নির্বাচনের পর থেকে বেশ কিছু দিন স্কুল বন্ধ থাকায় পড়াশোনার ক্ষতি হয়েছে। অভিভাবকেরাও স্কুল খোলার দাবি জানাচ্ছিলেন। পরিস্থিতি দেখে আপাতত নবম এবং দশম শ্রেণির ক্লাস চালু করা হয়েছে।” নির্বাচনের পর থেকে দাঁতন ২ ব্লকের সাউরি ভোলানাথ বিদ্যামন্দিরে ছুটি চলছিল। এ ক্ষেত্রেও এলাকায় ক্ষোভ দেখা দেয়। প্রশাসনিক হস্তক্ষেপে স্কুল খোলে। |
বালিঘাই হাইস্কুলে স্ট্রংরুম। নিরাপত্তার জন্য বন্ধ ক্লাস।—নিজস্ব চিত্র। |
নির্বাচনের জন্য জেলার প্রতি ব্লকে একটি করে ডিস্ট্রিবিউশন কাম রিসেপশন সেন্টার (ডিসিআরসি) তৈরি করা হয়েছে। জেলায় ২৯টি ব্লক রয়েছে। এর মধ্যে ২৩টি ব্লকে স্কুলে এবং ৬টি ব্লকে কলেজে ডিসিআরসি রয়েছে। সঙ্গে রয়েছে স্ট্রং-রুম। সেখানে রয়েছে ব্যালট বক্স। আগামী ২৯ জুলাই পর্যন্ত স্কুল-কলেজগুলোয় থাকবে কড়া পুলিশি প্রহরা। এই পরিস্থিতিতে জুলাই মাসের গোড়া থেকেই কয়েকটি স্কুলে ছুটি চলছিল। পঞ্চায়েত নির্বাচনে এ ভাবে স্কুল-কলেজে স্ট্রংরুম হওয়াটাই দস্তুর। তবে, এ বার সমস্যা দেখা দেয় টানা ছুটি চলায়। জেলায় নির্বাচন হয়েছে ১১ জুলাই। আর গণনা ২৯ জুলাই। মাঝে দু’সপ্তাহেরও বেশি সময়। এক স্কুলের প্রধান শিক্ষকের কথায়, “নির্বাচন আর গণনার মধ্যে সময়টা কম হলে এই সমস্যা হত না।”
ভোটের পর স্কুল বন্ধ রাখার কোনও নির্দেশ ছিল না। বরং জেলা শিক্ষা দফতর জানিয়েছিল, যে ঘরগুলো স্ট্রং-রুম হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেগুলো ছেড়ে বাকি ঘরে ক্লাস হবে। কিন্তু কিছু স্কুল টানা ছুটি ঘোষণা করে। সমস্যার সূত্রপাত সেখানেই। একটা সময় জঙ্গলমহলের স্কুলগুলোয় যৌথবাহিনীর ক্যাম্প করা নিয়ে শোরগোল পড়েছিল জেলায়। ব্যাহত হয়েছিল পঠনপাঠন। এ বার পঞ্চায়েত নির্বাচনের কাজের জন্য একই পরিস্থিতি তৈরি হওয়ায় ক্ষোভ দেখা দেয় অভিভাবকদের মধ্যে। অবশ্য ফের প্রশাসনের হস্তক্ষেপে সেই সমস্যা মিটল। |
পুরনো খবর: স্কুল-কলেজের ঘর নিয়ে স্ট্রং রুম, গণনাকেন্দ্রও |
|