টুকরো খবর
প্রার্থীর বাইকের ধাক্কায় মৃত মহিলা
তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রার্থীর মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। সোমবার দুপুরে ভগবানপুর থানার লালপুরে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম গৌরী দাস (৪৪)। বাড়ি স্থানীয় শ্যামচক গ্রামে। দুর্ঘটনার পর গৌরীদেবীকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। ভগবানপুর ১ ব্লকের কোটবাড় পঞ্চায়েতের আশুটিয়া বুথে তৃণমূলের পঞ্চায়েতের প্রার্থী হয়েছেন কৌস্তভ মাইতি। এ দিন কোটনাউড়ি মোড়ে বিদ্যুতের বিল জমা দিয়ে এক সঙ্গীকে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। এগরা-বাজকুল সড়কে লালপুরে আচমকা এক মহিলা তাঁর বাইকের সামনে চলে এলে দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনায় কৌস্তভবাবু-সহ অপর বাইক আরোহীও আহত হন। তাঁরাও তমলুক জেলা হাসপাতালে ভর্তি। কৌস্তভবাবুর বিরুদ্ধে ভগবানপুর থানার পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে।

গণনার দিন নিরাপত্তার দাবি
ভোট গণনার দিন, ২৯ জুলাই যথাযথ নিরাপত্তার দাবিতে তমলুক জেলা প্রশাসনিক অফিসে স্মারকলিপি দিল বামফ্রন্ট। বাম নেতৃত্বের দাবি, পূর্ব মেদিনীপুরে ২৫টি ব্লকে বামপ্রার্থী ও তাঁদের কাউন্টিং এজেন্টদের গণনাকেন্দ্রে যাতায়াত ও গণনাকেন্দ্রের ভিতরে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। গণনাকেন্দ্রের সামনে বহিরাগতদের আনাগোনা বন্ধ ও গণনা চলাকালীন ভিডিও রেকর্ডিংয়ের দাবিও তাঁরা করেছেন। জেলা নেতাদের অভিযোগ, মনোনয়নে যথেষ্ট নিরাপত্তা না থাকায় অনেকেই বিডিও অফিসে গিয়ে মনোনয়ন জমা দিতে পারেনি। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ দিনের কর্মসূচিতে ছিলেন সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নির্মল জানা, সিপিআই জেলা সম্পাদক নিরঞ্জন ঘড়া, আরএসপি জেলা সম্পাদক অমৃত মাইতি, ফব জেলা সম্পাদক গোপাল মাইতি প্রমুখ।

ব্যবসায়ীর টাকা ছিনতাই
সোমবার রাতে চন্দ্রকোনা থানার ক্ষীরপাই শহরের ডাকবাংলো সংলগ্ন ফাঁকা মাঠে এক ব্যবসায়ীর লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, ক্ষীরপাই পুর এলাকার বীরভানপুরের বিপ্লব চৌধুরী নামে ওই যুবক ধান ব্যবসায়ী তারাপদ ঘোষের দোকানে কাজ করেন। দোকানের বকেয়া টাকা আদায় করে তিনি ঘাটাল থেকে বাইকে ক্ষীরপাই আসছিলেন। তখন তিন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। পরে তাঁকে কাছেই এক মাঠে নিয়ে গিয়ে মারধর ও বিষাক্ত গ্যাস জাতীয় কিছু দিয়ে অজ্ঞান করে ব্যাগে থাকা লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয়। বিস্তর খোঁজাখুঁজির পর তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে দোকানের অন্য কর্মীরা। তাঁকে রাতেই ভর্তি করা হয় ক্ষীরপাই হাসপাতালে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এসইউসির বিক্ষোভ

দলীয় প্রার্থী নিগ্রহের প্রতিবাদে তমলুকে এসইউসির মিছিল
দলের জেলা পরিষদ প্রার্থী ও তাঁর পরিজনদের মারধরের প্রতিবাদে মঙ্গলবার জেলাশাসক ও পুলিশ সুপারের দফতরে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দিল এসইউসি। দলের মহিলা শাখার নেত্রী অনুরূপা দাস, লেখা রায় অভিযোগ করেন, ১৫ জুলাই পঞ্চায়েত ভোটের রাতে পটাশপুরে জেলা পরিষদ প্রার্থী নমিতা দাসের বাড়িতে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। নমিতাদেবী, তাঁর স্বামী ও ছেলে প্রহৃত হন। ১৭ জুলাই সকালে ফের নমিতাদেবীকে নিগ্রহ করা হয়। পুলিশ দু’জনকে ধরলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। উল্টে নমিতাদেবীর পরিবারের বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়।

সিপিএম নেতার অপমৃত্যু ডেবরায়
অস্বাভাবিক ভাবে মারা গেলেন সিপিএমের ডেবরা জোনাল কমিটির সদস্য তরুণকান্তি দে (৫৪)। সোমবার বিকেলে রাধামোহনপুরের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অবসাদে আত্মহত্যা করেছেন তরুণকান্তিবাবু। তিনি এক সময় সিপিএমের রাধামোহনপুর লোকাল কমিটির সম্পাদকও ছিলেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.