টুকরো খবর |
প্যাটিনসন অ্যাসেজের বাইরে
সংবাদসংস্থা • লন্ডন |
মরার উপর খাঁড়ার ঘা। অ্যাসেজে ০-২ পিছিয়ে থাকা অস্ট্রেলিয়ার দুর্ভোগ বাড়িয়ে পিঠের চোটে সিরিজ থেকে ছিটকে গেলেন পেসার জেমস প্যাটিনসন। প্রথম টেস্টে পাঁচ উইকেট নেওয়া প্যাটিনসনই অজিদের সেরা অস্ত্র ছিল। তিনি না থাকায় মাইকেল ক্লার্করা দলে ফেরাতে পারেন মিচেল স্টার্ক বা জ্যাকসন বার্ড অথবা জেমস ফকনারকে। প্রথম টেস্টে দলে থাকলেও রায়ান হ্যারিস দলে আসায় দ্বিতীয় টেস্টে বাদ পড়েছিলেন স্টার্ক। ক্রিকেট অস্ট্রেলিয়া এদিন বিবৃতি দিয়ে জানিয়েছে, দ্বিতীয় অ্যাসেজ টেস্টের শেষ দিন চোটের কথা জানান প্যাটিনসন। স্ক্যানের পর চোটের গুরুত্ব বুঝেই চিকিৎসকরা তাঁকে রিহ্যাবে পাঠানোর সিদ্ধান্ত নেন। ইতিমধ্যেই টানা ছ’টেস্টে হেরে খাদের কিনারে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্টেও হারলে অস্ট্রেলিয়া ক্রিকেটের ইতিহাসে টানা টেস্ট হারের রেকর্ড স্পর্শ করবে মাইকেল ক্লার্কের টিম। অবশ্য ম্যাঞ্চেস্টারে নামার আগেই অজি ক্রিকেটের ইতিহাসে এটাই সবথেকে দুর্বল দল কি না এই নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।
|
ক্ষুব্ধ জ্বালা, অশ্বিনী |
একেবারে শেষ মুহূর্তে আইবিএলের নিলামে তাঁদের ন্যূনতম দর (৫০ হাজার ডলার) কমিয়ে দেওয়ায় চটেছেন জ্বালা গাট্টা আর অশ্বিনী পোনাপ্পা। ভারতের দুই বিশেষজ্ঞ ডাবলস প্লেয়ারের মতে আইকন প্লেয়ার হিসেবে চুক্তি করার পরও আইবিএল কর্তারা যা করলেন, মেনে নেওয়া যায় না। এতে তাঁদের সম্মানহানি হয়েছে। নিলামে আরও ভাল চুক্তি পাওয়ার সম্ভাবনাও তাঁরা হারিয়েছেন। সোমবার আইবিএলের নিলামে জ্বালাকে দিল্লি স্ম্যাশার্স ৩১ হাজার ডলারে আর অশ্বিনীকে পুণে পিস্টনস ২৫ হাজার ডলারে কেনে।
পুরনো খবর: সাইনা ঘরের দলে, বিশ্বের পয়লা নম্বর গাওস্করের টিমে |
শুরুতেই মুম্বই-রাজস্থান |
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে জয়পুরে ২১ সেপ্টেম্বর আইপিএল সিক্স চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি রাজস্থান রয়্যালসের। ফাইনাল ৬ অক্টোবর ফিরোজ শাহ কোটলায়। চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার টাইটানস-এর বিরুদ্ধে। আইপিএল সিক্সের চতুর্থ সেরা টিম সানরাইজার্স হায়দরাবাদকে মূলপর্বে উঠতে কোয়ালিফায়ারের বাধা টপকাতে হবে। তাঁদের সামনে প্রথমে নিউজিল্যান্ডের ওটাগো ভোল্টস। কোয়ালিফায়ারে লড়বে পাকিস্তানের টিম ফয়সালাবাদ উলভসও।
|
শ্রীলঙ্কা ২-০ |
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তেও হারল দক্ষিণ আফ্রিকা। কলম্বোর স্লো পিচে প্রথমে ব্যাট করে ২২৩-৯ তোলে শ্রীলঙ্কা। মাঝে বৃষ্টিতে ম্যাচ বন্ধ ছিল। দক্ষিণ আফ্রিকা ইনিংসেও বৃষ্টি পড়ায় ডাকওয়ার্থ-লুইস নিয়মে তাদের লক্ষ্য দাঁড়ায় ২১ ওভারে ১২২। নির্ধারিত সময়ে ১০৪-৫ স্কোরে আটকে যায় দক্ষিণ আফ্রিকা।
|
শুরুতে মুম্বই-রাজস্থান |
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে জয়পুরে ২১ সেপ্টেম্বর আইপিএল সিক্স চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি রাজস্থান রয়্যালসের। ফাইনাল ৬ অক্টোবর কোটলায়। চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার টাইটানস-এর বিরুদ্ধে। আইপিএল সিক্সের চতুর্থ সেরা টিম সানরাইজার্স হায়দরাবাদকে মূলপর্বে উঠতে কোয়ালিফায়ারের বাধা টপকাতে হবে।
|
ম্যান ইউ ফের হারল |
এ বার জাপানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ২-৩ হারল ইয়োকোহামা মেরিনোস-এর কাছে। ম্যানেজারের দায়িত্ব নিয়ে দ্বিতীয় হার ডেভিড মোয়েসের। ম্যাচ শুরুর এক মিনিটের মধ্যেই ডিফেন্ডারদের ভুলে পিছিয়ে পড়ে ম্যান ইউ। জেসি লিন্ডগার্ড আর ইয়কোহামার আত্মঘাতী গোলে দ্বিতীয়ার্ধে এগিয়ে গেলেও তা ধরে রাখতে পারেনি ইপিএল চ্যাম্পিয়নরা।
পুরনো খবর: হার দিয়ে শুরু মোয়েসের ইনিংস |
সভা নির্বাচনহীন |
চলতি বছরে সিএবি-র বার্ষিক সাধারণ সভা নির্বাচনহীন থাকছে। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন কোনও পদেই বিরোধী পক্ষ থেকে মনোনয়ন জমা পড়েনি। ৩১ জুলাই সিএবি-র বার্ষিক সাধারণ সভা। সংস্থার দুই যুগ্ম-সচিব হিসেবে থেকে যাচ্ছেন সুবীর গঙ্গোপাধ্যায় ও সুজন মুখোপাধ্যায়। কোষাধ্যক্ষ পদে থেকে যাচ্ছেন বিশ্বরূপ দে। শুধু ট্রাস্টি বোর্ডে পরিবর্তন এসেছে। নতুন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত। সংস্থার প্রেসিডেন্ট হিসেবে থাকছেন জগমোহন ডালমিয়াই। |
|