আইবিএল
সাইনা ঘরের দলে, বিশ্বের পয়লা নম্বর গাওস্করের টিমে
তাঁর ইচ্ছে ছিল নিজের শহরের দল হায়দরাবাদ হটশটস্ অথবা ব্যক্তিগত স্পনসর সহারার টিম লখনউ ওয়ারিয়র্সের হয়ে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগ (আইবিএল) খেলার। বলেছিলেন, “হায়দরাবাদের হয়ে খেলার যদি আমার একশো ভাগ ইচ্ছে থাকে, তা হলে লখনউয়ের হয়ে খেলার ইচ্ছে নিরানব্বই ভাগ!” হলও তাই। আজ এখানে নিলামে মেয়েদের মধ্যে সবথেকে বেশি দামে (১ লক্ষ ২০ হাজার ডলার বা ৭১ লক্ষ ২৭ হাজার ৭৯৬ টাকা) বিশ্বের তিন নম্বর সাইনা নেহওয়ালকে কিনে নিল তাঁর শহরের দল হায়দরাবাদ হটশটস।
উদ্বোধনী আইবিএল নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হলেন পুরুষ বিভাগে বিশ্বের এক নম্বর মালয়েশিয়ার লি চং উই। ১ লক্ষ ৩৫ হাজার ডলারে (৮ লক্ষ ১৯ হাজার টাকা) তাঁকে কিনে নিল মুম্বই মাস্টার্স। যে টিমের অন্যতম মালিক সুনীল গাওস্কর।
দিল্লির ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর সানিয়া মির্জা নিলামের মধ্যেই মিডিয়াকে বলেন, “নিলামে দিল্লির আক্রমণাত্মক স্টাইলটা অনেকটা আমার টেনিসের মতোই। তবে আমার হৃদয় নিজের শহর হায়দরাবাদের জন্য ধুকপুক করছে। দিল্লি আর হায়দরাবাদই যেন নিলামে সেরা দু’টো টিম হয়।” মেয়ে আইকন প্লেয়ারদের মধ্যে সাইনার পর সবচেয়ে বেশি দামে বিক্রি হলেন পি ভি সিন্ধু (লখনউ ওয়ারিয়র্স), ৮০ হাজার ডলারে। জ্বালা গাট্টা নিজের বেসপ্রাইজের চেয়ে কম দামে (৩১ হাজার ডলার) দিল্লি স্ম্যাশার্সে বিক্রি হলেন। লন্ডন অলিম্পিক কোয়ার্টার ফাইনাল খেলা পারুপল্লি কাশ্যপকে কিনে নিল বেঙ্গালুরুর দল বঙ্গ বিটস।
ভারতের আর এক উঠতি মেয়ে অশ্বিনী পোনাপ্পাকে কিনেছে ডাবরের বর্মন গ্রুপের পুণে পিস্টন্স। আর দেশের দুই উঠতি পুরুষ বি সাইপ্রনিত এবং গুরুসাই দত্ত-কে ৪০ হাজার ডলারে তুলে নিল বেঙ্গালুরুর বঙ্গ বিটস। সাইনার আদর্শ প্লেয়ার, প্রাক্তন বিশ্বসেরা ইন্দোনেশিয়ান পুরুষ তারকা তৌফিক হিদায়াত-কে হায়দরাবাদ কিনেছে। যার মানে সাইনা ও তাঁর রোলমডেল একই টিমে। আশ্চর্যজনক ভাবে চার বারের জাতীয় চ্যাম্পিয়ন চেতন আনন্দ অবিক্রিত!
দশ লক্ষ ডলারের আইবিএলের ছয় ফ্র্যাঞ্চাইজি দল ১৪-৩১ অগস্ট হোম-অ্যাওয়ে ভিত্তিতে রাউন্ড রবিন লিগ খেলবে। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিতে ১১ জন প্লেয়ার। ছ’জন ভারতীয়। চার বিদেশির সঙ্গে প্রত্যেক দলকে নিজের রাজ্য থেকে একজন অনূর্ধ্ব ১৯ প্লেয়ার খেলাতে হবে। প্রথম চার দল সেমিফাইনালে উঠবে। ফাইনাল ৩১ অগস্ট মুম্বইয়ে।

নিলামে প্রথম পাঁচ
• লি চং উই (মুম্বই মাস্টার্স) ১,৩৫,০০০ ডলার
• সাইনা নেহওয়াল (হায়দরাবাদ হটশটস্) ১,২০,০০০ ডলার
• পিভি সিন্ধু (লখনউ ওয়ারিয়র্স) ৮০,০০০ ডলার
• পারুপল্লি কাশ্যপ (বেঙ্গালুরু বঙ্গ বিটস্) ৭৫,০০০ ডলার
• অশ্বিনী পোনাপ্পা (পুণে পিস্টন্স) ৫০,০০০ ডলার




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.