মহাতারকাদের পৃথিবী
রোনাল্ডো করছেন গোল...
পঁচিশ গজের সেই চেনা ফ্রি কিকের পোজ। বাজ পাখির গতিতে ডিফেন্ডারদের স্টেপওভার। এক সময় ইংলিশ প্রিমিয়ার লিগের চেনা পোস্টার বয় আবার ফিরলেন নিজভূমিতে। আর ইংল্যান্ডে ফিরেই আবার নিজের ম্যাঞ্চেস্টার দিনগুলো মনে পড়িয়ে দিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিআর সেভেনের জোড়া গোলের সৌজন্যে প্রাক মরসুম প্রস্তুতি ম্যাচে বোর্নমাথকে তাদের ঘরের মাঠে ৬-০ হারাল রিয়াল মাদ্রিদ।
গোলের পথে। ছবি: এপি
আক্ষরিক অর্থে ম্যাচটা ছিল ডেভিড বনাম গোলিয়াথের যুদ্ধ। তবুও রিয়ালের মহাতারকার দাপট দেখতে ‘হাউসফুল’ হয়ে যায় বোর্নমাথের তিন হাজার দর্শকাসনের স্টেডিয়াম। এবং একুশ মিনিট থেকেই পয়সা উসুল। রোনাল্ডোর পঁচিশ গজের ফ্রি কিক থেকে ১-০ পিছিয়ে পরেও বোর্নমাথের সমর্থকরা মজে সিআরসেভেন ম্যাজিকে। এমনকী পরিহাস করেই ক্লাব মালিকের কাছে আবেদন জানান- ‘সাইন হিম আপ’।
প্রথমার্ধ শেষ হওয়ার আগে বোর্নমাথের রক্ষণের ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন রোনাল্ডো। দ্বিতীয়ার্ধে প্রচুর সুযোগ নষ্ট করায় হ্যাটট্রিকের সুযোগ আসেনি। যদিও ইগুয়াইন, খেদিরা, ক্যাসেমিরো ও দি’মারিয়ার গোলে ম্যাচ শেষ হয় ৬-০। ম্যাচ শেষ হওয়ার পরেই বোর্নমাথ সমর্থকদের দিকে ইঙ্গিত করে ‘ধন্যবাদ’ জানান রোনাল্ডো।
ম্যাচের ফল সম্পর্কে কারও সন্দেহ না থাকলেও, সন্দেহ ছিল রোনাল্ডো ম্যাচে খেলবেন কি না? ম্যাচ শেষে অবশ্য জল্পনাটা ঘুরে যায় রোনাল্ডোর দলবদলের প্রসঙ্গে। রিয়াল কোচ আন্সেলোত্তি বলে দেন, “রোনাল্ডোর ভবিষ্যৎ রিয়ালই।”

...আর মেসি খুঁজছেন কোচ
টিটো ভিলানোভার ‘হটসিটে’ কে বসবেন? মেসি-নেইমার জুটির ভাগ্য কোন কোচ নির্ধারণ করবেন? গত কয়েক দিনে এই কোটি টাকার প্রশ্নই বার্সেলোনা সমর্থকদের আলোচনার বিষয়। কিন্তু ভিলানোভার উত্তরসূরি হওয়ার দৌড়ে লুইস এনরিকে আপাতত সবচেয়ে এগিয়ে থাকলেও, লিওনেল মেসি কিন্তু এখনও ওকালতি করছেন জেরার্ডো মার্টিনোর জন্যই।
স্প্যানিশ প্রচারমাধ্যমের খবর, মেসির পছন্দের মার্টিনোর সঙ্গে কথা বলতে আর্জেন্তিনা রওনা হয়েছেন বার্সার স্পোর্টিং ডিরেক্টর আন্দনি জুবিজারেতা। মার্টিনোর প্রশংসায় পঞ্চমুখ এলএম টেন আবার বলেছেন, “মার্টিনো আমার খুব পছন্দের কোচ। আর্জেন্তিনা লিগেই বুঝিয়েছেন উনি কত বড় মাপের কোচ।” সঙ্গে তাঁর সংযোজন, “নিজের দলকে ভাল করে খেলাতে পারেন উনি। আমরা সবাই ওঁকে খুব শ্রদ্ধা করি।”
মেসির সঙ্গে একমত বার্সার ডিফেন্ডার কার্লোস পুয়োল। “সবাই জানে মার্টিনো কত বড় মাপের কোচ। বার্সেলোনার তিকিতাকারও ভক্ত উনি,” বলেছেন পুয়োল। এ দিন আবার বার্সা কোচ হওয়ার দৌড় থেকে নিজের নাম তুলে নিলেন ফেয়ানুর্ডের কোচ রোনাল্ড কোয়েমান। প্রাক্তন বার্সা ডিফেন্ডার বলছেন, “জানি না বার্সেলোনা কোচ কে হবে। তবে এটুকু জানি যে, আমি হব না। আমি বেশি চিন্তিত ভিলানোভার স্বাস্থ্য নিয়ে।”
ক্লাব প্রেসিডেন্ট সান্দ্রো রোসেল আগেই জানিয়েছিলেন, নতুন কোচের চলতি সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে। ভিলানোভার উত্তরসূরি হয়ে যার প্রথম কাজ হবে তারকা মিডফিল্ডার ফাব্রেগাসকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড যাওয়া থেকে আটকানো।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.