জীবনের বাড়তি দায়িত্ব এ বার মাঠেও বেশি দায়িত্ব নিতে সাহায্য করবেবিয়ের পিঁড়িতে বসার পর ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দার উপলব্ধি এ রকমই।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্রেয়সী রুদ্র-র সঙ্গে সোমবার জীবনের নতুন ইনিংস শুরু করার পর দিন্দা বলেন, “মাঠে দায়িত্ব আছেই। এ বার জীবনেও দায়িত্ব বাড়ল। বাড়তি দায়িত্ব মাঠেও আমাকে কর্তব্য পালনে সাহায্য করবে।” এ দিন চুঁচুড়া-র যোগিপাড়া লেনের রুদ্রবাড়িতে ব্যাপক হইচই বাংলার তারকা ক্রিকেটার তথা তাদের জামাইকে ঘিরে। শ্রেয়সীর সঙ্গে মালা বদলের সময়েও উল্লাসে কানপাতা দায়। বন্ধুর বিয়ের অনুষ্ঠানে সদ্য বিবাহিত মনোজ তিওয়ারিও হাজির। সঙ্গে কেকেআর-এর সতীর্থ দেবব্রত দাস ও শ্রীবৎস গোস্বামী। তাঁদের নিয়ে আর এক দফা হুড়োহুড়ি। |
চার বছর আগে এক বন্ধুর বিয়েতে শ্রেয়সীর সঙ্গে প্রথম দেখা অশোকের। ক্রমে প্রেম গড়ায় পরিণয়ের দিকে। এ বছর আইপিএলের সময়ই দু’জন সিদ্ধান্ত নেন বিয়ে করার। এ বার লেডি লাক কি টেস্ট দলে ঢুকতে সাহায্য করবে? অশোক বলেন, “লেডি লাক বলে কিছু আছে কি? জানি না। তবে আমাকে যেমন হার্ড ওয়ার্ক করতে হয়, এখনও সে রকমই করতে হবে এটা জানি।” সঙ্গে সঙ্গে আবার প্রশ্ন, ভারতীয় দলে প্রথম যোগ দেওয়া বেশি চাপের ছিল না বিয়ে করতে আসাটা? এ বার অশোকের জবাব, “উত্তরটা গোপনই রাখতে চাই।” |